নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ১০ম অধ্যায়, সমন্বয়। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের ১ম থেকে ৯ম অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায়ের এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। প্রকাশ করেছিলাম, সমন্বয় অধ্যায়ের ১ম পর্বের বহুনির্বাচনী প্রশ্ন। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, ১০ম অধ্যায় – সমন্বয় (২য় পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। নবম-দশম শ্রেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতা যাচাই করে নিতে পারবে।
জীববিজ্ঞান M.C.Q. – সমন্বয় (১ম পর্ব)
সমন্বয় অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি।

১। নিচের কোনটি ফাইটোহরমোন?
(ক) ইনসুলিন
(খ) ফেরোমন
(গ) জিবেরেলিন
(ঘ) ক্যালসিটোনিন
২। হরমোন হল রাসায়নিক বস্তু যা-
i. কোষ থেকে উৎপন্ন হয়
ii. উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে যায়
iii. কোষপুঞ্জের কার্যাবলি নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩। চার্লস ডারউইন উদ্ভিদের কোন অংশের উপর আলোর প্রভাব লক্ষ করেন?
(ক) পত্রমুকুল
(খ) ভ্রূণমূলাবরণী
(গ) ভ্রূণমুকুলাবরণী
(ঘ) কান্ডের অগ্রভাগ
৪। উদ্ভিদকোষে অক্সিনের পরিবহন কীভাবে হয়?
(ক) ঊর্ধ্বমুখী
(খ) নিম্নমুখী
(গ) পার্শ্বমুখী
(ঘ) কোনটিই নয়
৫। ধানের বাকানি রোগের জীবাণু এক ধরনের-
(ক) ছত্রাক
(খ) শৈবাল
(গ) ভাইরাস
(ঘ) ব্যাকটেরিয়া
৬। কোন হরমোনের প্রভাবে কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজম এর বিভাজন ঘটে?
(ক) জিবেরেলিন
(খ) সাইটোকাইনিন
(গ) ভার্নালিন
(ঘ) অ্যাবসিসিক অ্যাসিড
৭। ফ্লোরিজেন হরমোন-
i. উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে
ii. পাতা থেকে পত্রমূলে স্থানান্তরিত হয়
iii. পুষ্পমুকুলকে পত্রমুকুলে রূপান্তরিত করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৮। নিচের কোনটি আলোক নিরপেক্ষ উদ্ভিদ?
(ক) ঝিঙা
(খ) শসা
(গ) লেটুস
(ঘ) ডালিয়া
৯। সেরিব্রামের গভীর স্তরটি নিউরনের কোন অংশ দিয়ে গঠিত হয়?
(ক) কোষদেহ
(খ) ডেনড্রন
(গ) ডেনড্রাইট
(ঘ) অ্যাক্সন
১০। সেরিবেলাম-
i. দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে
ii. দেহের ভারসাম্য রক্ষা করে
iii. দৌড়ানোর কাজে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১১। মেডুলা অবলংগাটা থেকে কতটি করোটিক স্নায়ু উৎপন্ন হয়?
(ক) ০৮ টি
(খ) ১২ টি
(গ) ১৬ টি
(ঘ) ২৪ টি
১২। মেরুরজ্জু করোটির পিছনে কোন ছিদ্র থেকে কটিদেশ পর্যন্ত বিস্তৃত থাকে?
(ক) ফোরামেন মেডুলা
(খ) ফোরামেন ম্যাগনাম
(গ) ফোরামেন কর্ডাটা
(ঘ) ফোরামেন স্পাইনাল
১৩। নিউরনের কোষদেহে-
i. নিউক্লিয়াস থাকে
ii. গ্লাইকোজেন থাকে
iii. নিসল দানা থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৪। নিউরিলেমার আবরণীবিহীন অংশগুলোকে কী বলা হয়?
(ক) অ্যাক্সলেমা
(খ) র্যানভিয়ারের পর্ব
(গ) সিন্যাপস
(গ) টারমিনাল
১৫। সিন্যাপসে কোন তরল পদার্থটি থাকে?
(ক) নিউরোটক্সিন
(খ) নিউরোপেপটাইড
(গ) নিউরোহিউমার
(ঘ) নিউরোফ্লুইড
১৬। মানুষের মস্তিষ্কে প্রায় কী পরিমাণ নিউরন আছে?
(ক) একশত মিলিয়ন
(খ) একশত বিলিয়ন
(গ) একশত কোটি
(ঘ) দশ হাজার
১৭। কোন ধরনের নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে উদ্দীপনা প্রেরণ করে?
(ক) সংবেদী
(খ) মোটর
(গ) আজ্ঞাবাহী
(ঘ) খ+গ
১৮। চোখে আলো ফেলার সঙ্গে সঙ্গে-
i. চোখের তারা ছোট হয়ে যায়
ii. আইরিশের বৃত্তাকার পেশি সংকুচিত হয়
iii. আইরিশের বৃত্তাকার পেশি প্রসারিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৯। প্রতিবর্তী ক্রিয়া মূলত কোনটি দিয়ে নিয়ন্ত্রিত হয়?
(ক) মস্তিষ্ক
(খ) সুষুম্নাকাণ্ড
(গ) হরমোন
(ঘ) সেরিব্রাম
২০। কোন গ্রন্থিটি আকারে সবচেয়ে ছোট?
(ক) পিটুইটারি
(খ) থাইমাস
(গ) সুপ্রারেনাল
(ঘ) ডিম্বাশয়
২১। একজন মানুষের সাধারণত কতটি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে?
(ক) ১ টি
(খ) ২ টি
(গ) ৩ টি
(ঘ) ৪ টি
২২। নিচের কোনটি জনন অঙ্গ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন?
(ক) অ্যাড্রেনালিন
(খ) ক্যালসিটোনিন
(গ) টেস্টোস্টেরন
(ঘ) গ্লুকাগন
২৩। গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
(ক) অ্যাডরেনাল
(খ) পিটুইটারি
(গ) শুক্রাশয়
(ঘ) ডিম্বাশয়
২৪। কোন রোগকে মৃগী রোগও বলা হয়?
(ক) পারকিনসন রোগ
(খ) এপিলেপসি
(গ) প্যারালাইসিস
(ঘ) স্ট্রোক
২৫। রক্তে নিকোটিনের মাত্রা বেড়ে যায়-
i. ধূমপান করলে
ii. তামাক ব্যবহার করলে
iii. জর্দা চিবিয়ে খেলে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৬। কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বেড়ে যায়?
(ক) জিবেরেলিন
(খ) সাইটোকাইনিন
(গ) অক্সিন
(ঘ) ইথিলিন
২৭। কোন হরমোনের প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়?
(ক) সাইটোকাইনিন
(খ) ভার্নালিন
(গ) ইন্ডোল অ্যাসিটিক এসিড
(ঘ) ইনসুলিন
২৮। অক্সিন হরমোনের প্রভাবে-
i. শাখা কলমে মূল গজায়
ii. অকালে ফলের ঝরে পড়া বন্ধ হয়
iii. শ্বসন ক্রিয়ার হার বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৯। Geoperception এর ক্ষেত্রে উদ্ভিদ কোনটির উদ্দীপনা অনুভব করতে পারে?
(ক) আলো
(খ) তাপ
(গ) শৈত্য
(ঘ) অভিকর্ষ
৩০। মস্তিষ্ক কোন পর্দাটি দ্বারা আবৃত থাকে?
(ক) নিউরিলেমা
(খ) পেরিনিউরন
(গ) মেনিনজেস
(ঘ) মেডুলা অবলংগাটা
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। গ | ১১। গ | ২১। ঘ |
২। ঘ | ১২। খ | ২২। গ |
৩। গ | ১৩। ঘ | ২৩। খ |
৪। খ | ১৪। খ | ২৪। খ |
৫। ক | ১৫। গ | ২৫। ঘ |
৬। খ | ১৬। খ | ২৬। ক |
৭। ক | ১৭। ঘ | ২৭। গ |
৮। খ | ১৮। ক | ২৮। ঘ |
৯। ঘ | ১৯। খ | ২৯। ঘ |
১০। ঘ | ২০। ক | ৩০। গ |
কতো নাম্বার পেয়েছো সমন্বয় (২য় পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের সমন্বয় অর্থাৎ ১০ম অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।