নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ১০ম অধ্যায়, সমন্বয়। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের ১ম থেকে ৯ম অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায়ের এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, ১০ম অধ্যায় – সমন্বয় (১ম পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। নবম-দশম শ্রেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতা যাচাই করে নিতে পারবে।
জীববিজ্ঞান M.C.Q. – সমন্বয় (১ম পর্ব)
সমন্বয় অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি।

১। নিচের কোনটি পসটুলেটেড হরমোন?
(ক) জিবেরেলিন
(খ) ভার্নালিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) ইথিলিন
২। ফ্লোরিজেন হরমোনটি উদ্ভিদের কোথায় উৎপন্ন হয়?
(ক) পত্রমুকুলে
(খ) পত্রমূলে
(গ) পাতায়
(ঘ) পুষ্পমুকুলে
৩। ডাবের পানিতে কোন হরমোনটি পাওয়া যায়?
(ক) অক্সিন
(খ) জিবেরেলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) ইথিলিন
৪। নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ?
(ক) সূর্যমুখী
(খ) লেটুস
(গ) ঝিঙা
(ঘ) ডালিয়া
৫। সামগ্রিক চলন দেখা যায়-
i. ছত্রাকে
ii. জুস্পোরে
iii. ডায়াটমে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৬। নিচের কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ নয়?
(ক) সুষুম্নাকাণ্ড
(খ) মেরুমজ্জা
(গ) সুষুম্না স্নায়ু
(ঘ) মস্তিষ্ক
৭। মস্তিষ্ক কয়টি অংশে বিভক্ত?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৫ টি
৮। সেরিব্রামের দুটি অংশ যে একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে তার নাম-
(ক) সেরিব্রাল হেমিস্ফিয়ার
(খ) কর্পাস ক্যালোসাম
(গ) মেডুলা অবলংগাটা
(ঘ) হাইপোথ্যালামাস
৯। সেরিব্রামের বাইরের স্তরের রং কোনটি?
(ক) সাদা
(খ) কালো
(গ) ধূসর
(ঘ) হলুদ
১০। মধ্যমস্তিষ্কের কাজ হল-
i. বিভিন্ন পেশির কাজের সমন্বয়সাধন
ii. ভারসাম্য রক্ষা করা
iii. দর্শন ও শ্রবণে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১১। মেডুলা অবলংগাটা থেকে কত জোড়া করোটিক স্নায়ু উৎপন্ন হয়?
(ক) ৬ জোড়া
(খ) ৮ জোড়া
(গ) ১০ জোড়া
(ঘ) ১২ জোড়া
১২। মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি কোনটি?
(ক) পিটুইটারি গ্রন্থি
(খ) থাইরয়েড গ্রন্থি
(গ) অ্যাড্রেনাল গ্রন্থি
(ঘ) আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স
১৩। প্যারাথরমোন কোনটির বিপাক নিয়ন্ত্রণ করে?
(ক) পটাশিয়াম
(খ) আয়রন
(গ) ফসফরাস
(ঘ) সোডিয়াম
১৪। অক্সিন হরমোনটি প্রথম কে আবিষ্কার করেন?
(ক) কোল
(খ) চার্লস ডারউইন
(গ) হ্যাগেন স্নিট
(ঘ) লুই পাস্তুর
১৫। কৃত্রিম উপায়ে ফল পাকাতে কোন হরমোনটি ব্যবহার করা হয়?
(ক) জিবেরেলিন
(খ) সাইটোকাইনিন
(গ) অক্সিন
(ঘ) ইথিলিন
১৬। মেরুরজ্জুতে-
i. শ্বেত পদার্থ বাইরে থাকে
ii. শ্বেত পদার্থ ভিতরে থাকে
iii. ধূসর পদার্থ ভিতরে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৭। মানবদেহের কোন গ্রন্থিটি কিডনির উপরে অবস্থিত?
(ক) পিটুইটারি গ্রন্থি
(খ) থাইমাস গ্রন্থি
(গ) অ্যাডরেনাল গ্রন্থি
(ঘ) জনন অঙ্গ গ্রন্থি
১৮। মানবদেহের কোথায় স্ট্রোক হয়?
(ক) হৃদপিন্ডে
(খ) ফুসফুসে
(গ) মস্তিষ্কে
(ঘ) কিডনিতে
১৯। বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয়-
i. অক্সিন
ii. জিবেরেলিন
iii. ইথিলিন
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) i, ii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২০। বড়দিনের উদ্ভিদে পুষ্পায়নের জন্য দৈনিক গড়ে কত ঘন্টা আলোর প্রয়োজন?
(ক) ৮-১২ ঘন্টা
(খ) ১০-১৪ ঘন্টা
(গ) ১২-১৬ ঘন্টা
(ঘ) ১২-১৮ ঘন্টা
২১। কোন গ্রন্থি থেকে ক্যালসিটোনিন হরমোন নিঃসৃত হয়?
(ক) পিটুইটারি গ্রন্থি
(খ) থাইরয়েড গ্রন্থি
(গ) প্যারাথাইরয়েড গ্রন্থি
(ঘ) আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স
২২। ডায়াবেটিস রোগের লক্ষণ হল-
i. ঘন ঘন প্রস্রাব হওয়া
ii. ক্ষুধা বেড়ে যাওয়া
iii. অধিক পিপাসা লাগা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৩। পারকিনসন রোগে কোন হরমোন তৈরির কোষগুলো নষ্ট হয়ে যায়?
(ক) ইনসুলিন
(খ) অ্যাড্রেনালিন
(গ) ডোপামিন
(ঘ) ইস্ট্রোজেন
২৪। পিঁপড়া কোন হরমোন নিঃসরণ করে?
(ক) ইথিলিন
(খ) ফেরোমন
(গ) ভার্নালিন
(ঘ) অ্যাবসিসিক অ্যাসিড
২৫। কোনটিকে গুরুমস্তিষ্ক বলা হয়?
(ক) সেরিবেলাম
(খ) পনস
(গ) সেরিব্রাম
(ঘ) মেডুলা অবলংগাটা
২৬। সুষুম্নাকাণ্ড থেকে কত জোড়া স্নায়ু বের হয়?
(ক) ১২ জোড়া
(খ) ২১ জোড়া
(গ) ২৪ জোড়া
(ঘ) ৩১ জোড়া
২৭। থাইমাস গ্রন্থি-
i. গ্রীবা অঞ্চলে অবস্থিত
ii. রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে
iii. থাইরক্সিন হরমোন নিঃসরণ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৮। ডায়াবেটিস রোগী হঠাৎ অজ্ঞান হয়ে গেলে, তখন তাকে বসিয়ে কোনটি খাওয়াতে হবে?
(ক) গ্লুকোজ
(খ) ইনসুলিন
(গ) চিনির পানি
(ঘ) ক+গ
২৯। প্যারালাইসিস হলে কোন মাংসপেশি নাড়াতে পারার ক্ষমতা নষ্ট হয়ে যায়?
(ক) ঐচ্ছিক পেশি
(খ) অনৈচ্ছিক পেশি
(গ) হৃদপেশি
(ঘ) উপরের সবগুলো
৩০। ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেনে চলতে হবে-
i. Dose
ii. Diet
iii. Discipline
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। খ | ১১। খ | ২১। খ |
২। গ | ১২। ক | ২২। ঘ |
৩। গ | ১৩। গ | ২৩। গ |
৪। ঘ | ১৪। খ | ২৪। খ |
৫। ঘ | ১৫। ঘ | ২৫। গ |
৬। গ | ১৬। খ | ২৬। ঘ |
৭। খ | ১৭। গ | ২৭। ক |
৮। খ | ১৮। গ | ২৮। ঘ |
৯। গ | ১৯। খ | ২৯। ক |
১০। ঘ | ২০। গ | ৩০। ঘ |
কতো নাম্বার পেয়েছো সমন্বয় (১ম পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের সমন্বয় অর্থাৎ ১০ম অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।