বাংলা সাহিত্য – শ্রীকৃষ্ণকীর্তন কাব্য | বিসিএস ও চাকরির পরীক্ষা প্রস্তুতি | BCS

বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা শ্রীকৃষ্ণকীর্তন কাব্য নিয়ে।

আজকের বিষয়বস্তু – শ্রীকৃষ্ণকীর্তন কাব্য

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য

১। মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন কোনটি?/ মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

২। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে?
উত্তরঃ বড়ু চণ্ডীদাস।

৩। মধ্যযুগের প্রথম/ আদি কবি কে?
উত্তরঃ বড়ু চণ্ডীদাস।

৪। বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম কী?
উত্তরঃ অনন্ত।

৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনাকাল কত?
উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মতে ১৩৪০ থেকে ১৪৪০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত।

৬। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে আবিষ্কার করেছেন?
উত্তরঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ।

৭। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কত সালে আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দ)।

৮। বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথায় থেকে উদ্ধার করেন?
উত্তরঃ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক গৃহস্থের বাড়ির গোয়ালঘর থেকে।

৯। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কার সম্পাদনায় কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ) ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে কাব্যটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।

১০। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামটি কে দিয়েছেন?
উত্তরঃ বসন্তরঞ্জন রায়।

১১। বসন্তরঞ্জন রায় এর উপাধি কী?
উত্তরঃ বিদ্বদ্বল্লভ।

১২। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথির সাথে প্রাপ্ত চিরকুট অনুসারে এ কাব্যের অপর নাম কী?
উত্তরঃ শ্রীকৃষ্ণসন্দর্ব্ব।

১৩। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটিতে কয়টি খন্ড রয়েছে?
উত্তরঃ ১৩ টি।

১৪। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কতটি পদ রয়েছে?
উত্তরঃ ৪১৮ টি।

১৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র কয় জন এবং কে কে?
উত্তরঃ প্রধান চরিত্র তিন জন। যথাঃ ক) কৃষ্ণ (পরমাত্মা বা ঈশ্বর), খ) রাধা ( জীবাত্মা বা প্রাণিকুল), গ) বড়ায়ি (রাধা-কৃষ্ণের প্রেমের দূত)।

১৬। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোন ধরনের কাব্য?
উত্তরঃ নাটগীতি বা নাট্যগীতিকাব্য।

বিসিএসসহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।

শেয়ার করে নিনঃ

Leave a Reply