প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম-দশম শ্রেণির রসায়ন বহুনির্বাচনী প্রশ্নে তোমাদের স্বাগতম। রসায়ন বইয়ের ৩য় অধ্যায় “পদার্থের গঠন” থেকে খুবই যত্নের সাথে তৈরী করা আরও মানসম্পন্ন ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন আমরা এখানে যুক্ত করেছি। যেগুলো অনুশীলন করার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার দক্ষতা যাচাই করতে পারবে। পাশাপাশি তোমার স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবেও প্রশ্নগুলো দারুণভাবে কাজে আসবে ইনশাআল্লাহ্‌।

রসায়ন এমসিকিউ – পদার্থের গঠন (৩য় পর্ব)

“পদার্থের গঠন” অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই রসায়নের মূল বইটি ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিতে পারো।

রসায়ন বহুনির্বাচনী প্রশ্ন

১। মানবশরীরে মোট কয় ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে?
(ক) ১৮
(খ) ২৬
(গ) ৯৮
(ঘ) ১১৮

২। আয়রনের প্রতীক কোনটি?
(ক) Pb
(খ) Sn
(গ) Fe
(ঘ) Au

৩। নিচের কোনটি টাংস্টেন এর ল্যাটিন নাম?
(ক) Wolfram
(খ) Stibium
(গ) Argentum
(ঘ) Kalium

৪। পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে থাকে-
i. নিউট্রন
ii. ইলেকট্রন
iii. প্রোটন
নিচের কোনটি সঠিক?
(ক) iii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৫। নিচের কোনটির আপেক্ষিক ভর শূন্য?
(ক) প্রোটন
(খ) নিউট্রন
(গ) ইলেকট্রন
(ঘ) উপরের সবগুলো

৬। পারমাণবিক সংখ্যা ৯ হলে ঐ পরমাণু নিচের কোনটি?
(ক) হিলিয়াম
(খ) নিয়ন
(গ) ফ্লোরিন
(ঘ) অক্সিজেন

৭। সোডিয়াম পরমাণুর-
i. পারমাণবিক সংখ্যা ১২
ii. ভরসংখ্যা ২৩
iii. নিউট্রন সংখ্যা ১১
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) i, ii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৮। হাইড্রোজেন এর প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে-
(ক) ১, ০, ১
(খ) ১, ১, ০
(গ) ১, ১, ১
(ঘ) ১, ১, ২

৯। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে নিচের কোন তথ্যটি সঠিক?
(ক) পরমাণুর কেন্দ্রের নাম নিউক্লিয়াস
(খ) পরমাণুর ভিতরে বেশির ভাগ জায়গাই ফাঁকা
(গ) পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য
(ঘ) উপরের সবগুলো

১০। বোর মডেল অনুসারে কোন শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, mvr=?
(ক) nh/π
(খ) πh/2n
(গ) nh/2π
(ঘ) h/2π

১১। নিচের কোন শক্তিস্তরে সর্বোচ্চ ৩২ টি ইলেকট্রন থাকতে পারে?
(ক) M
(খ) K
(গ) N
(ঘ) L

১২। n=2 এর জন্য l (উপশক্তিস্তর) এর মান কী হবে?
(ক) 0
(খ) 0, 1
(গ) 1, 2
(ঘ) 0, 1, 2,

১৩। প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা=?
(ক) 2l+1
(খ) 2(2l+1)
(গ) 2(l+1)
(ঘ) 2l/2+1

১৪। 5d অরবিটালের জন্য (n+l) এর মান কত?
(ক) ৫
(খ) ৬
(গ) ৭
(ঘ) ৮

১৫। টিট্রিয়াম এর ভরসংখ্যা ও নিউট্রন সংখ্যা যথাক্রমে-
(ক) ১, ০
(খ) ২, ৩
(গ) ২, ১
(ঘ) ৩, ২

১৬। Al মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত?
(ক) ১৩
(খ) ২৩
(গ) ২৭
(ঘ) ৩২

১৭। নিচের কোন মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর ৩৫.৫?
(ক) Ca
(খ) Cl
(গ) Cu
(ঘ) Co

১৮। তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম-99 কোন রশ্মি বিকিরণ করে?
(ক) গামা রশ্মি
(খ) আলফা রশ্মি
(গ) বিটা রশ্মি
(ঘ) কোনটিই নয়

১৯। টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়?
(ক) P-32
(খ) I-131
(গ) Co-60
(ঘ) Tc-99

২০। গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে তেজস্ক্রিয় রশ্মি-
i. পরিমাপ করা হয়
ii. শনাক্ত করা হয়
iii. ধ্বংস করা হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২১। Argentum কোন মৌলের ল্যাটিন নাম?
(ক) এন্টিমনি
(খ) টিন
(গ) সিলভার
(ঘ) মারকারি

২২। ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় কত গুণ কম?
(ক) ৮১৪০ গুণ
(খ) ৪১৮০ গুণ
(গ) ১৮৪০ গুণ
(ঘ) ১৪০৮ গুণ

২৩। নিচের কোনটি ঋণাত্মক আধানযুক্ত কণিকা?
(ক) নিউট্রন
(খ) ইলেকট্রন
(গ) প্রোটন
(ঘ) কোনটিই নয়

২৪। রাদারফোর্ডের পরমাণু মডেলকে বলা হয়-
i. সোলার সিস্টেম মডেল
ii. নিউক্লিয়ার মডেল
iii. সৌর মডেল
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৫। প্রকৃতিতে কপারের কোন আইসোটোপ পাওয়া যায়?
(ক) কপার-৬৩
(খ) কপার-৬৫
(গ) কপার-৬০
(ঘ) ক+খ

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। খ১১। গ২১। গ
২। গ১২। খ২২। গ
৩। ক১৩। খ২৩। খ
৪। খ১৪। গ২৪। ঘ
৫। গ১৫। ঘ২৫। ঘ
৬। গ১৬। গ
৭। ক১৭। খ
৮। খ১৮। ক
৯। ঘ১৯। গ
১০। গ২০। ক
রসায়ন বহুনির্বাচনী উত্তরপত্র | ৩য় অধ্যায় – পদার্থের গঠন (৩য় পর্ব)

যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং রসায়ন বইয়ের ৩য় অধ্যায় অর্থাৎ “পদার্থের গঠন” অধ্যায়টি বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved