প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম-দশম শ্রেণির রসায়ন বহুনির্বাচনী প্রশ্নে তোমাদের স্বাগতম। রসায়ন বইয়ের প্রথম অধ্যায় “রসায়নের ধারণা” থেকে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন এখানে যুক্ত করেছি এখানে আমরা। যার মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে।

রসায়ন M.C.Q – প্রথম অধ্যায়ঃ রসায়নের ধারণা

“রসায়নের ধারণা” অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই রসায়নের মূল বইটি ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিতে পারো।

রসায়নের ধারণা

১। অ্যাটম অর্থ কী?
(ক) বিভাজ্য
(খ) অবিভাজ্য
(গ) ধাতু
(ঘ) অধাতু

২। ডেমোক্রিটাস কোন দেশের দার্শনিক ছিলেন?
(ক) গ্রীস
(খ) ভারত
(গ) ইতালি
(ঘ) চীন

৩। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে কী বলা হতো?
(ক) আল হাইয়াম
(খ) আল কুরআন
(গ) আল কেমি
(ঘ) আল জাবুর

৪। সর্বপ্রথম গবেষনাগারে রসায়ন গবেষণা করেন কে?
(ক) অ্যারিস্টটল
(খ) জন ডাল্টন
(গ) রবার্ট বয়েল
(ঘ) জাবির-ইবনে-হাইয়ান

৫। আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে?
(ক) অ্যান্টনি ল্যাভয়সিয়ে
(খ) স্যার ফ্রান্সিস বেকন
(গ) অ্যারিস্টটল
(ঘ) রবার্ট বয়েল

৬। কাঁচা আমে কোন অ্যাসিড থাকে?
(ক) সাক্সিনিক অ্যাসিড
(খ) টারটারিক অ্যাসিড
(গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(ঘ) অক্সালিক অ্যাসিড

৭। মোমের মূল উপাদান কী?
(ক) হাইড্রোজেন
(খ) কার্বন
(গ) হাইড্রোকার্বন
(ঘ) অক্সিজেন

৮। পেটে অ্যাসিডিটির জন্য কী খেতে হবে?
(ক) প্যারাসিটামল
(খ) এন্টাসিড
(গ) অ্যালাট্রল
(ঘ) নাপা

৯। বায়ু থেকে আমরা কী গ্রহণ করি?
(ক) হাইড্রোজেন
(খ) পানি
(গ) অক্সিজেন
(ঘ) কার্বন ডাই অক্সাইড

১০। বাঁশ ও আখের ছোবড়াতে কী থাকে?
(ক) সেলুলোজ
(খ) জিলেটিন
(গ) স্টার্চ
(ঘ) কার্বন

১১। জমি উর্বর করতে কী ব্যবহার করা হয়?
(ক) বিষ
(খ) কীটনাশক
(গ) এসিড
(ঘ) সার

১২। খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়?
(ক) সার
(খ) প্রিজারভেটিভ
(গ) এসিড
(ঘ) ক্ষার

১৩। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোন গ্যাস?
(ক) N2
(খ) O2
(গ) CO2
(ঘ) NH3

১৪। পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা যায় তাকে-
(ক) বিজ্ঞান বলে
(খ) গবেষণা বলে
(গ) নির্বাচন বলে
(ঘ) পরীক্ষণ বলে

১৫। বিকারে দ্রবীভূত NH3Cl2 এর পরিমাণ 10g হলে দ্রবণের তাপমাত্রা কতো?
(ক) 25º C
(খ) 20º C
(গ) 15º C
(ঘ) 10º C

১৬।কোনটি বিষাক্ত পদার্থ?
(ক) ক্লোরোবেনজিন
(খ) অ্যালকোহল
(গ) ইথার
(ঘ) জাইলিন

১৭। অ্যালকোহল, ইথার কী জাতীয় পদার্থ?
(ক) বিস্ফোরক
(খ) দাহ্য
(গ) বিষাক্ত
(ঘ) তেজস্ক্রীয়

১৮। পাকা আমে এসিডগুলো রাসয়নিক পরিবর্তন হয়ে সৃষ্টি হয়-
i. গ্লুকোজ
ii. ফ্রুকটোজ
iii. জিলেটিন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii, iii

১৯। এন্টাসিডে থাকে-
i. অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
ii. MgO
iii. MgOH
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii, iii

২০। জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ তৈরী-
i. মাটি
ii. পানি
iii. আগুন ও বাতাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii, iii

২১। পরিবেশের জন্য ক্ষতিকর-
i. ইউরেনিয়াম
ii. লেড
iii. মার্কারি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii, iii

২২। ত্বকের অত্যাধিক ক্ষতি করে কোনটি
(ক) এসিড
(খ) লবণ
(গ) ক্ষার
(ঘ) ইথার

২৫। মরণব্যাধি কোনটি?
(ক) কলেরা
(খ) যক্ষ্মা
(গ) ক্যানসার
(ঘ) টাইফয়েড

২৬। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি?
(ক) বিষয়বস্তু নির্ধারণ
(খ) তথ্য উপাত্ত সংগ্রহ
(গ) উপাত্ত বিশ্লেষণ
(ঘ) পরিকল্পনা প্রণয়ন

২৭। Chemistry শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
(ক) Chemi
(খ) Chimia
(গ) Kemi
(ঘ) Koma

২৮। অক্সিজেনের উৎস কোনটি?
(ক) মাটি
(খ) পানি
(গ) বায়ু
(ঘ) আগুন

২৯। উদ্ভিদ গ্লুকোজ তৈরী করে কোন প্রক্রিয়ায়?
(ক) শ্বসন
(খ) গ্রহণ
(গ) সালোকসংশ্লেষণ
(ঘ) ব্যাপন

৩০। গবেষণাগারে চোখ সুরক্ষার জন্য কী ব্যবহার করা হয়?
(ক) ফেস শিল্ড
(খ) অ্যাপ্রন
(গ) মাস্ক
(ঘ) সেফটি গগলস

সঠিক উত্তরঃ

১। (খ)২। (ক)৩। (গ)
৪। (ঘ)৫। (ক)৬। (ক)
৭। (গ)৮। (খ)৯। (গ)
১০। (ক)১১। (ঘ)১২। (খ)
১৩। (গ)১৪। (ক)১৫। (খ)
১৬। (ক)১৭। (খ)১৮। (ক)
১৯। (গ)২০। (ঘ)২১। (খ)
২২। (ক)২৩। ()২৪। ()
২৫। (গ)২৬। (ক)২৭। (ক)
২৮। (গ)২৯। (গ)৩০। (ঘ)
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ রসায়ন – রসায়নের ধারণা

যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং রসায়ন বইয়ের “রসায়নের ধারণা” বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। “ভৌত রাশি ও পরিমাপ” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।


3 Comments

Nafiz · June 15, 2022 at 7:57 pm

Thanks

Nafiz · June 15, 2022 at 8:02 pm

আমি এই প্রশ্নের পরিক্ষায় ৩০ এর মধ্যে ২৮ নম্বর পেয়েছি

    কেন্দ্রবাংলা ডেস্ক · June 26, 2022 at 8:47 pm

    অভিনন্দন আপনাকে @Nafiz! আমরা আপনার সার্বিক সাফল্য কামনা করি।

  • Leave a Reply

    Avatar placeholder

    Your email address will not be published. Required fields are marked *

    2023 © KendroBangla | All Rights Reserved