একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় “ মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন”। এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের ১ম পর্বে আপনাদের স্বাগতম। এর আগে আমরা প্রাণিবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, “মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন”- এর ১ম পর্বের ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন।
একাদশ-দ্বাদশ শেণির একজন শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতা যাচাই করে নিতে পারবেন। নিম্নোক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় গাজী আজমল ও গাজী আসমত স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের এর আলোকে তৈরি করা হয়েছে।
মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন (১ম পর্ব)
মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন বা ৪র্থ অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ২৫টি এমসিকিউ এর উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা আপনাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবেন।

১। মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা প্রদান করেন?
(ক) ওয়াল্টার ফ্লেমিং
(খ) উইলিয়াম হার্ভে
(গ) রবার্ট ব্রাউন
(ঘ) উইলিয়াম কেরি
২। রক্ত সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
(ক) বর্ণ লাল
(খ) লবণাক্ত
(গ) স্বচ্ছ
(ঘ) চটচটে
৩। প্লাজমায় পানির পরিমাণ কত?
(ক) ৮-১০%
(খ) ৩০-৪০%
(গ) ৯০-৯২%
(ঘ) ৯৮-৯৯%
৪। রক্তরসে কোন নাইট্রোজেনঘটিত রেচন পদার্থটি থাকে?
(ক) ক্রিয়েটিনিন
(খ) বিলিরুবিন
(গ) গ্লোবিউলিন
(ঘ) কোলেস্টেরল
৫। রক্তরসের কাজ-
i. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করা
ii. হরমোন ও এনজাইম পরিবহন করা
iii. অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৬। রক্তকণিকা প্রধানত কয় প্রকার?
(ক) ২ প্রকার
(খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার
(ঘ) ৫ প্রকার
৭। শিশুর দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে কী পরিমাণ লোহিত রক্ত কণিকা থাকে?
(ক) ৪৫ লাখ
(খ) ৫০ লাখ
(গ) ৬০-৭০ লাখ
(ঘ) ৮০-৯০ লাখ
৮। লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
(ক) লিউকোপোয়েসিস
(খ) ফ্যাগোসাইটোসিস
(গ) থ্রম্বোপোয়েসিস
(ঘ) এরিথ্রোপোয়েসিস
৯। কোন রক্তকণিকাকে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয়?
(ক) শ্বেত রক্তকণিকা
(খ) অণুচক্রিকা
(গ) লোহিত রক্তকণিকা
(ঘ) থ্রম্বোসাইট
১০। নিউট্রোফিল এর-
i. সাইটোপ্লাজম দানাযুক্ত
ii. ব্যাস ১০-১২ মাইক্রোমিটার
iii. নিউক্লিয়াস ২-৭ খন্ডকযুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১১। কোনটি হেপারিন উৎপন্ন করে?
(ক) মনোসাইট
(খ) নিউট্রোফিল
(গ) বেসোফিল
(ঘ) লিম্ফোসাইট
১২। অণুচক্রিকার গড় আয়ু প্রায় কত দিন?
(ক) ১০-১২ দিন
(খ) ৫-১০ দিন
(গ) ১২-২০ দিন
(ঘ) ১-১৫ দিন
১৩। তৃতীয় ক্লটিং ফ্যাক্টর কোনটি?
(ক) থ্রম্বোপ্লাস্টিন
(খ) ফাইব্রিনোজেন
(গ) ক্যালসিয়াম
(ঘ) প্রোথ্রম্বিন
১৪। কোন ধরনের খাবার বেশি খেলে লসিকা দুধের মতো সাদা দেখায়?
(ক) শর্করাযুক্ত
(খ) প্রোটিনযুক্ত
(গ) চর্বিযুক্ত
(ঘ) ফাইবারযুক্ত
১৫। নিচের কোনটি লসিকা পর্ব?
(ক) টনসিল
(খ) অ্যাডেনয়েড
(গ) প্লীহা
(ঘ) উপরের সবগুলো
১৬। হৃদপিন্ডের অবস্থান-
i. বক্ষগহ্বরে
ii. মধ্যচ্ছদার নিচে
iii. দুই ফুসফুসের মাঝে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৭। হৃদপিন্ডের আবরণীর নাম কী?
(ক) পেরিটোনিয়াম
(খ) পেরিনিউরাল
(গ) পেরিকার্ডিয়াম
(ঘ) প্লুরা
১৮। ডান অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার ছিদ্রপথে কোন কপাটিকা থাকে?
(ক) বাইকাসপিড
(খ) ট্রাইকাসপিড
(গ) সেমিলুনার
(ঘ) মাইট্রাল
১৯। কোন পরীক্ষার মাধ্যমে হার্ট ফেইলিউর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়?
(ক) EET
(খ) MRI
(গ) ECG
(ঘ) BNP
২০। কার্ডিয়াক চক্রের কোন ধাপে ‘ডাব’ সদৃশ শব্দ উৎপন্ন হয়?
(ক) ভেন্ট্রিকলের সিস্টোল
(খ) অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
(গ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল
(ঘ) অ্যাট্রিয়ামের সিস্টোল
২১। মানবদেহে কয় প্রক্রিয়ায় রক্তসংবহন সংঘটিত হয়?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
২২। হার্ট অ্যাটাকের অপর নাম কী?
(ক) অ্যানজাইনা পেকটোরিস
(খ) মায়োকার্ডিয়াল ইনফার্কশন
(গ) হার্ট ফেইলিউর
(ঘ) করোনারি অ্যাথেরোমা
২৩। কোন ধরনের এনজিওপ্লাস্টি বর্তমানে বেশি প্রচলিত?
(ক) লেজার এনজিওপ্লাস্টি
(খ) অ্যাথেরেকটমি
(গ) করোনারি স্টেন্টিং এনজিওপ্লাস্টি
(ঘ) বেলুন এনজিওপ্লাস্টি
২৪। লোহিত রক্তকণিকার কাজ হল-
i. রক্তের সান্দ্রতা রক্ষা করা
ii. রক্তে বিলিরুবিন উৎপন্ন করা
iii. সামান্য পরিমাণ CO2 পরিবহন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৫। কোনটির নিউক্লিয়াস ঘোড়ার ক্ষুরের মত দেখায়?
(ক) মনোসাইট
(খ) থ্রম্বোসাইট
(গ) লিম্ফোসাইট
(ঘ) নিউট্রোফিল
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। খ | ১১। গ | ২১। গ |
২। গ | ১২। খ | ২২। খ |
৩। গ | ১৩। ক | ২৩। গ |
৪। ক | ১৪। গ | ২৪। ঘ |
৫। ক | ১৫। ঘ | ২৫। ক |
৬। খ | ১৬। খ | |
৭। গ | ১৭। গ | |
৮। ঘ | ১৮। খ | |
৯। ক | ১৯। ঘ | |
১০। ঘ | ২০। গ |
কতো নাম্বার পেয়েছেন মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন (১ম পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? যাচাই শেষে মার্কস কম পেলে অর্থাৎ উত্তর ভুল হলে একদম দুশ্চিন্তার কিছু নেই। একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইটির ৪র্থ অধ্যায় আরও ভালো করে পড়ে, ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। এতে করে মূল পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। একাদশ-দ্বাদশ শ্রেণি আরও অন্যান্য এমসিকিউ দেখে নিতে পারেন এখান থেকে। আপনার যে কোন মূল্যবান মতামত বা পরামর্শ এবং প্রাপ্ত নাম্বার আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
Pingback: প্রাণিবিজ্ঞান MCQ | ৪র্থ অধ্যায় – মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন (৩য় পর্ব) | একাদশ-দ্বাদশ | HSC - কেন্দ