একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় “ মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন”। এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের ৩য় পর্বে আপনাদের স্বাগতম। এর আগে আমরা প্রাণিবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। প্রকাশ করেছিলাম চতুর্থ অধ্যায় “মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন (১ম পর্ব) ও (২য় পর্ব)” এর এমসিকিউ। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, “মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন”- এর ৩য় পর্বের ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন।
একাদশ-দ্বাদশ শেণির একজন শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতা যাচাই করে নিতে পারবেন। নিম্নোক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় গাজী আজমল ও গাজী আসমত স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের এর আলোকে তৈরি করা হয়েছে।
মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন (৩য় পর্ব)
মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন বা ৪র্থ অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ২৫টি এমসিকিউ এর উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা আপনাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবেন।

১। রক্তের আপেক্ষিক গুরুত্ব-
(ক) পানির চেয়ে কম
(খ) পানির চেয়ে বেশি
(গ) পানির সমান
(ঘ) পানির চেয়ে অনেক কম
২। টিস্যুর অধিকাংশ কার্বনডাইঅক্সাইড রক্তরসে কী রূপে দ্রবীভূত থাকে?
(ক) কার্বনমনোঅক্সাইড
(খ) কার্বক্সিলিক এসিড
(গ) বাইকার্বনেট
(ঘ) কার্বনেট
৩। নিচের কোনটি গ্র্যানুলোসাইট?
(ক) নিউট্রোফিল
(খ) লিম্ফোসাইট
(গ) অণুচক্রিকা
(ঘ) মনোসাইট
৪। নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) রক্তের পিএইচ ৭.৩৫-৭.৪৫
(খ) রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু
(গ) রক্তের তাপমাত্রা ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াস
(ঘ) রক্তের আপেক্ষিক গুরুত্ব ১.০৬৫
৫। প্রতি ১০০ মিলিলিটার রক্তে প্রায় কত গ্রাম হিমোগ্লোবিন থাকে?
(ক) ১২ গ্রাম
(খ) ১৬ গ্রাম
(গ) ২০ গ্রাম
(ঘ) ২৪ গ্রাম
৬। লোহিত রক্তকণিকার কঠিন পদার্থের মধ্যে প্রায় কত শতাংশ হিমোগ্লোবিন?
(ক) ৩০-৪০%
(খ) ৫০%
(গ) ৬০-৭০%
(ঘ) ৯০%
৭। মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় কী পরিমাণ শ্বেত রক্তকণিকা থাকে?
(ক) ৫-৮ হাজার
(খ) ১০-১২ হাজার
(গ) ১২-১৫ হাজার
(ঘ) ২০ হাজার
৮। লিম্ফোসাইট-
i. দুই প্রকার
ii. হিস্টামিন নিঃসরণ করে
iii. অ্যান্টিবডি তৈরি করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৯। কোনটি রক্তের হেপারিনকে অকেজো করে দেয়?
(ক) ফাইব্রিনোজেন
(খ) ক্যালসিয়াম
(গ) প্রোথ্রমবিন
(ঘ) থ্রম্বোপ্লাসটিন
১০। মানুষে রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় কত?
(ক) ২-৩ মিনিট
(খ) ৪-৫ মিনিট
(গ) ৭-৮ মিনিট
(ঘ) ৮-১০ মিনিট
১১। নিচের কোনটি ল্যাবাইল ক্লটিং ফ্যাক্টর?
(ক) ফ্যাক্টর VIII
(খ) ফ্যাক্টর IX
(গ) ফ্যাক্টর V
(ঘ) ফ্যাক্টর III
১২। লসিকার কোষ উপাদান কোনটি?
(ক) মনোসাইট
(খ) বেসোফিল
(গ) লিম্ফোসাইট
(ঘ) নিউট্রোফিল
১৩। হৃদপিন্ডের সুঁচালো শীর্ষদেশ নিচের দিকে কত তম পাঁজরের ফাঁকে অবস্থান করে?
(ক) দ্বিতীয়
(খ) পঞ্চম
(গ) ষষ্ঠ
(ঘ) দশম
১৪। পেরিকার্ডিয়ামের বাইরের দিকে কোন স্তর থাকে?
(ক) সেরাস স্তর
(খ) ভিসেরাল স্তর
(গ) ফাইব্রাস স্তর
(ঘ) প্যারাইটাল স্তর
১৫। সুপিরিয়র ভেনাকোভা কোথায় উন্মুক্ত হয়?
(ক) ডান অ্যাট্রিয়ামে
(খ) ডান ভেন্ট্রিকলে
(গ) বাম অ্যাট্রিয়ামে
(ঘ) বাম ভেন্ট্রিকলে
১৬। কোন পরীক্ষার সাহায্যে দেখা হয় যে হৃদপিন্ডের রক্তনালিতে কোন ব্লক আছে কি না?
(ক) ইসিজি
(খ) এমআরআই
(গ) এক্স-রে
(ঘ) এনজিওগ্রাম
১৭। কোনটি রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে?
(ক) নিম্নচাপ ব্যারোরিসেপ্টর
(খ) উচ্চচাপ ব্যারোরিসেপ্টর
(গ) আয়তন রিসেপ্টর
(ঘ) ক+গ
১৮। সিস্টেমিক সংবহনের সময়কাল কত?
(ক) ১০-১৫ সেকেন্ড
(খ) ২৫-৩০ সেকেন্ড
(গ) ৫০-৬০ সেকেন্ড
(ঘ) ৫ মিনিট
১৯। বাম অ্যাট্রিয়ামে মোট কতটি পালমোনারি শিরা প্রবেশ করে?
(ক) ১ টি
(খ) ২ টি
(গ) ৩ টি
(ঘ) ৪ টি
২০। হার্ট অ্যাটাকের লক্ষণ হল-
i. বুকে অস্বস্তি
ii. ঘন ঘন নিঃশ্বাস-প্রশ্বাস
iii. বমি বমি ভাব
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২১। নিচের কোনটি প্রাকৃতিক পেসমেকার?
(ক) অ্যাট্রিও-ভেন্টিকুলার নোড
(খ) সাইনো-অ্যাট্রিয়াল নোড
(গ) বান্ডল অব হিজ
(ঘ) বাম ভেন্ট্রিকল
২২। ত্রি-প্রকোষ্ঠ পেসমেকার কোথায় বিদ্যুৎ তরঙ্গ বহন করে না?
(ক) ডান অ্যাট্রিয়াম
(খ) ডান ভেন্ট্রিকল
(গ) বাম অ্যাট্রিয়াম
(ঘ) বাম ভেন্ট্রিকল
২৩। সাধারণত কত সময়ের মধ্যে বাইপাস কার্যক্রম সম্পন্ন হয়?
(ক) ৩-৫ ঘন্টা
(খ) ৭-৮ ঘন্টা
(গ) ১০-১২ ঘন্টা
(ঘ) ১৮-২০ ঘন্টা
২৪। মানবদেহের প্রতি কিউবিক মিলিমিটার রক্তে কী পরিমাণ অণুচক্রিকা থাকে?
(ক) এক থেকে দেড় লক্ষ
(খ) আড়াই থেকে পাঁচ লক্ষ
(গ) পাঁচ থেকে ছয় লক্ষ
(ঘ) সাত থেকে আট লক্ষ
২৫। লিশম্যান রঞ্জকে কোনটির দানাগুলো নীল বর্ণ ধারণ করে?
(ক) বেসোফিল
(খ) নিউট্রোফিল
(গ) ইওসিনোফিল
(ঘ) মনোসাইট
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। খ | ১১। গ | ২১। খ |
২। গ | ১২। গ | ২২। গ |
৩। ক | ১৩। খ | ২৩। ক |
৪। গ | ১৪। গ | ২৪। খ |
৫। খ | ১৫। ক | ২৫। ক |
৬। ঘ | ১৬। ঘ | |
৭। ক | ১৭। ঘ | |
৮। খ | ১৮। খ | |
৯। ঘ | ১৯। ঘ | |
১০। খ | ২০। ঘ |
কতো নাম্বার পেয়েছেন মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন (৩য় পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? যাচাই শেষে মার্কস কম পেলে অর্থাৎ উত্তর ভুল হলে একদম দুশ্চিন্তার কিছু নেই। একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইটির ৪র্থ অধ্যায় আরও ভালো করে পড়ে, ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। এতে করে মূল পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। একাদশ-দ্বাদশ শ্রেণি আরও অন্যান্য এমসিকিউ দেখে নিতে পারেন এখান থেকে। আপনার যে কোন মূল্যবান মতামত বা পরামর্শ এবং প্রাপ্ত নাম্বার আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।