একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় “ মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন”। এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের ২য় পর্বে আপনাদের স্বাগতম। এর আগে আমরা প্রাণিবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। প্রকাশ করেছিলাম চতুর্থ অধ্যায় “মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন (১ম পর্ব)” এর এমসিকিউ। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, “মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন”- এর ২য় পর্বের ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন।
একাদশ-দ্বাদশ শেণির একজন শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতা যাচাই করে নিতে পারবেন। নিম্নোক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় গাজী আজমল ও গাজী আসমত স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের এর আলোকে তৈরি করা হয়েছে।
মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন (২য় পর্ব)
মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন বা ৪র্থ অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ২৫টি এমসিকিউ এর উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা আপনাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবেন।

১। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় কী পরিমাণ রক্ত থাকে?
(ক) ৩-৪ লিটার
(খ) ৪-৫ লিটার
(গ) ৫-৬ লিটার
(ঘ) ৭-৮ লিটার
২। কোনটির আধিক্যের কারণে রক্ত লাল দেখায়?
(ক) লিউকোসাইট
(খ) ইওসিনোফিল
(গ) থ্রম্বোসাইট
(ঘ) এরিথ্রোসাইট
৩। নিচের কোনটি রক্তরসের অজৈব উপাদান?
(ক) অ্যালবুমিন
(খ) ক্যালসিয়াম
(গ) ইউরিয়া
(ঘ) গ্লুকোজ
৪। মানুষের পরিণত লোহিত রক্তকণিকা-
i. দ্বি-অবতল
ii. চাকতির মতো
iii. নিউক্লিয়াসযুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৫। প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা ৬৫ লাখের বেশি হলে তাকে কী বলে?
(ক) অ্যানেমিয়া
(খ) লিউকেমিয়া
(গ) পলিসাইথেমিয়া
(ঘ) থ্রম্বোপেনিয়া
৬। লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়?
(ক) যকৃত
(খ) অস্থিমজ্জা
(গ) প্লীহা
(ঘ) ক+গ
৭। শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত কত?
(ক) ৫০০ঃ১
(খ) ১ঃ৭০০
(গ) ৭০০ঃ১
(ঘ) ১ঃ৫০০
৮। নিচের কোনটি দানাবিহীন শ্বেত রক্ত কণিকা?
(ক) নিউট্রোফিল
(খ) মনোসাইট
(গ) বেসোফিল
(ঘ) ইওসিনোফিল
৯। অণুচক্রিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে-
i. কার্বন কণা
ii. ইমিউন কমপ্লেক্স
iii. ভাইরাস
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১০। ফ্যাক্টর-XII হল-
(ক) স্টুয়ার্ট ফ্যাক্টর
(খ) হ্যাগম্যান ফ্যাক্টর
(গ) ক্রিস্টমাস ফ্যাক্টর
(ঘ) স্টেবল ফ্যাক্টর
১১। লিম্ফ নোড কোথায় বেশি থাকে?
(ক) গ্রীবা
(খ) কুঁচকি
(গ) বগল
(ঘ) উপরের সবগুলো
১২। লোহিত রক্তকণিকার আয়ু কত দিন?
(ক) ১-১৫ দিন
(খ) ১২০ দিন
(গ) ৫-১০ দিন
(ঘ) ৯০ দিন
১৩। স্ত্রীলোকের হৃদপিন্ডের ওজন প্রায় কত গ্রাম?
(ক) ১০০ গ্রাম
(খ) ২০০ গ্রাম
(গ) ৩০০ গ্রাম
(ঘ) ৫০০ গ্রাম
১৪। হৃদপিন্ড-
i. লালচে-খয়েরী রংয়ের
ii. ত্রিকোণা মোচার মতো
iii. এর চওড়া ঊর্ধ্বমুখী অংশটি এপেক্স
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৫। হৃদপিন্ডের কোন স্তর হৃৎ-কপাটিকাগুলো ঢেকে রাখে?
(ক) মায়োকার্ডিয়াম
(খ) এন্ডোকার্ডিয়াম
(গ) এপিকার্ডিয়াম
(ঘ) কোনটিই নয়
১৬। করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে?
(ক) অ্যাওর্টিক কপাটিকা
(খ) থিবেসিয়ান কপাটিকা
(গ) ইউস্টেশিয়ান কপাটিকা
(ঘ) পালমোনারি কপাটিকা
১৭। মানুষের হৃদপিন্ডে-
i. চারটি প্রকোষ্ঠ থাকে
ii. সাইনাস ভেনোসাস নেই
iii. একচক্রী সংবহন ঘটে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৮। হৃৎপিন্ডের প্রকোষ্ঠগুলোর প্রসারণকে কী বলে?
(ক) ডায়াস্টোল
(খ) সিস্টোল
(গ) ডায়ানামিক
(ঘ) হার্টবিট
১৯। ভেন্ট্রিকলের সিস্টোলের সময়কাল কত?
(ক) ০.১ সেকেন্ড
(খ) ০.৩ সেকেন্ড
(গ) ০.৫ সেকেন্ড
(ঘ) ০.৭ সেকেন্ড
২০। স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিন্ড তার দেহ থেকে বিচ্ছিন্ন করলে কত তাপমাত্রার লবণ দ্রবণে রেখে দিতে হয়?
(ক) ৩৫ ডিগ্রি সেলসিয়াস
(খ) ৩৬ ডিগ্রি সেলসিয়াস
(গ) ৩৭ ডিগ্রি সেলসিয়াস
(ঘ) ৩৯ ডিগ্রি সেলসিয়াস
২১। হৃৎপিন্ডের জাংশনাল টিস্যু হল-
i. অ্যাট্রিও-ভেন্টিকুলার নোড
ii. পারকিঞ্জি তন্তু
iii. বান্ডল অব হিজ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২২। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ কত?
(ক) ৭০-৮০ mmHg
(খ) ৮০-১২০ mmHg
(গ) ১১০-১২০ mmHg
(ঘ) ১২০-১৪০ mmHg
২৩। কোন সংবহন প্রক্রিয়ায় হৃৎপিন্ডের হৃৎপেশিতে রক্ত সঞ্চালন হয়?
(ক) পালমোনারি
(খ) করোনারি
(গ) সিস্টেমিক
(ঘ) পোর্টাল
২৪। অ্যানজাইনার লক্ষণ হল-
(ক) স্টার্ণামের পেছনে বুকে ব্যথা হওয়া
(খ) বুকে আড়ষ্টভাব সৃষ্টি হওয়া
(গ) ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নেওয়া
(ঘ) উপরের সবগুলো
২৫। হৃৎপিন্ড যখন দেহের চাহিদা অনুযায়ী রক্তের যোগান দিতে পারে না তখন এ অবস্থাকে কী বলে?
(ক) হার্ট অ্যাটাক
(খ) মায়োকার্ডিয়াল ইনফার্কশন
(গ) হার্ট ফেইলিউর
(ঘ) অ্যানজাইনা পেকটোরিস
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। গ | ১১। ঘ | ২১। ঘ |
২। ঘ | ১২। খ | ২২। গ |
৩। খ | ১৩। খ | ২৩। খ |
৪। ক | ১৪। ক | ২৪। ঘ |
৫। গ | ১৫। খ | ২৫। গ |
৬। ঘ | ১৬। খ | |
৭। খ | ১৭। ক | |
৮। খ | ১৮। ক | |
৯। ঘ | ১৯। খ | |
১০। খ | ২০। গ |
কতো নাম্বার পেয়েছেন মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন (২য় পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? যাচাই শেষে মার্কস কম পেলে অর্থাৎ উত্তর ভুল হলে একদম দুশ্চিন্তার কিছু নেই। একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইটির ৪র্থ অধ্যায় আরও ভালো করে পড়ে, ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। এতে করে মূল পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। একাদশ-দ্বাদশ শ্রেণি আরও অন্যান্য এমসিকিউ দেখে নিতে পারেন এখান থেকে। আপনার যে কোন মূল্যবান মতামত বা পরামর্শ এবং প্রাপ্ত নাম্বার আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
Pingback: প্রাণিবিজ্ঞান MCQ | ৪র্থ অধ্যায় – মানব শারীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন (৩য় পর্ব) | একাদশ-দ্বাদশ | HSC - কেন্দ