বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “আন্তর্জাতিক বিষয়াবলি”র বিভিন্ন বিষয়বস্তু থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য আন্তর্জাতিক বিষয়াবলির নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা মেসোপটমিয়া সভ্যতা (পর্ব ০২) নিয়ে।
আজকের বিষয়বস্তু – মেসোপটেমিয়া সভ্যতা (পর্ব ০২)
এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে।

১। অ্যাসিরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তরঃ ব্যাবিলনের দুইশত মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে ‘আশুর’ নামক শহরে গড়ে উঠেছিল।
২। যুদ্ধে সর্বপ্রথম লোহার অস্ত্র ব্যবহার করে কোন সভ্যতার মানুষেরা?
উত্তরঃ অ্যাসিরীয়রা।
৩। প্রথম গোলন্দাজ বাহিনী গঠন করে কোন সভ্যতার মানুষেরা?
উত্তরঃ অ্যাসিরীয় সভ্যতা।
৪। ইতিহাসে অ্যাসিরীয় সভ্যতা কোন ধরনের রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল?
উত্তরঃ সামরিক রাষ্ট্র হিসেবে
৫। অ্যাসিরীয়দের সূর্যদেবতার নাম কী ছিল?
উত্তরঃ শামস।
৬। বৃত্তকে ৩৬০ ডিগ্রি কোণে ভাগ করে কারা?
উত্তরঃ অ্যাসিরীয়রা।
৭। পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে বিভক্ত করে কারা?
উত্তরঃ অ্যাসিরিয়রা।
৮। অ্যাসিরীয় সভ্যতা কবে ধ্বংস হয়?
উত্তরঃ ৬১২ অব্দে।
৯। ক্যালডীয় সভ্যতা কী সভ্যতা নামেও পরিচিত?
উত্তরঃ নব্য ব্যাবিলনীয় সভ্যতা।
১০। ক্যালডীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তরঃ ব্যাবিলন শহরে।
১১। ক্যালডীয় সভ্যতা কে গড়ে তোলেন?
উত্তরঃ সম্রাট নেবুচাঁদ নেজার।
১২। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা শূন্য উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ ইরাকে। এটি প্রাচীন সপ্তাশ্চর্যের একটি নিদর্শন।
১৩। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে নির্মাণ করেছেন?
উত্তরঃ সম্রাট নেবুচাঁদ নেজার।
১৪। কারা সপ্তাহকে ৭ দিনে বিভক্ত করে?
উত্তরঃ ক্যালডীয়রা।
১৫। কারা প্রতি দিনকে ১২ জোড়া ঘন্টায় বিভক্ত করে?
উত্তরঃ ক্যালডীয়রা।
১৬। ক্যালডীয় দের প্রধান দেবতা কে ছিল?
উত্তরঃ জুপিটার। ক্যালডীয়রা বিভিন্ন গ্রহকে দেবতা হিসেবে ভাবতো।
১৭। বারোটি রাশিচক্র কোন সভ্যতার সময়ে সৃষ্টি হয়?
উত্তরঃ ক্যালডীয় সভ্যতার সময়ে। ১২ টি নক্ষত্রপুঞ্জ হতে ১২ টি রাশিচক্রের সৃষ্টি হয়।
১৮। কাদের আক্রমণের ফলে ক্যালডীয় সভ্যতার পতন ঘটে?
উত্তরঃ পারস্য আক্রমণের ফলে।
বিসিএস-সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।