ব্রাউজারে গুগল ক্যালেন্ডার ব্যবহার করা যাবে অফলাইনে

গুগল ক্যালেন্ডার ব্যবহার করা যাবে অফলাইনে

গুগলের অন্যতম ক্লাউড ভিত্তিক অ্যাপ্লিকেশন গুগল ক্যালেন্ডার-এ যুক্ত হচ্ছে অফলাইন সুবিধা। যার ফলে হঠাৎ ইন্টারনেট না থাকলে বা চলে গেলেও ব্রাউজারে ব্যবহার করা যাবে গুগল ক্যালেন্ডার।

তবে, অফলাইনের গুগল ক্যালেন্ডার ব্যবহারে কিছু সীমাবদ্ধতার মুখোমুখি পড়তে হবে ব্যবহারকারীকে। নতুন করে কোন এন্ট্রি তৈরী বা এডিট করা যাবে না অফলাইনে। টাস্ক বা রিমাইন্ডার ফিচারও অ্যাক্সেস করা যাবে না। সর্বশেষ ইন্টারনেট থাকা অবস্থায় যেমন ছিলো তেমনটা দেখা যাবে অফলাইনে।

আপাতত গুগল শুধুমাত্র তাদের ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য Google Calender অফলাইনে ব্যবহার করার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্য ওয়ার্কস্পেসের অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে সুবিধাটি পাওয়া যাবে। অন্যান্য ওয়্যার্কস্পেস ব্যবহারকারীরা পাবেন ২৫ শে জানুয়ারি থেকে।

গুগলের সাধারণ ব্যবহারকারীরা এই সুবিধাটি পাবেন না। তবে, আগের মতোই অনলাইনে ব্রাউজার থেকে গুগলের ক্যালেন্ডার ব্যবহার করতে পারবেন সবাই।

শেয়ার করে নিনঃ

Leave a Reply