বৈষ্ণব পদাবলি (পর্ব ০১) | বিসিএস ও চাকরির পরীক্ষা প্রস্তুতি | BCS

বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা বৈষ্ণব পদাবলি (পর্ব ০১) নিয়ে।

আজকের বিষয়বস্তু – বৈষ্ণব পদাবলি (পর্ব ০১)

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে

বৈষ্ণব পদাবলি (পর্ব ০১)

১। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
উত্তরঃ
বৈষ্ণব পদাবলি।

২। বৈষ্ণব পদাবলি কবে রচিত হয়?
উত্তরঃ
চতুর্দশ শতাব্দীর শেষদিকে এর রচনা শুরু হয়। তবে শ্রী চৈতন্যদেবের আগমন ও বৈষ্ণব ধর্ম প্রচারের পর এর পরিপূর্ণ বিকাশ ঘটে।

৩। বৈষ্ণব পদাবলির প্রধান চরিত্র কে কে?
উত্তরঃ
কৃষ্ণ (পরমাত্মার প্রতীক) এবং রাধা (জীবাত্মার প্রতীক)।

৪। পদ বা পদাবলি বলতে কী বুঝায়?
উত্তরঃ
পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।

৫। বৈষ্ণব পদাবলি বলতে কী বুঝায়?
উত্তরঃ
পদ্যাকারে রচিত বৈষ্ণব ধর্মের গূঢ় তত্ত্ব বিষয়ক রচনা যা রাধা-কৃষ্ণের বর্ণনার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

৬। বৈষ্ণব পদকর্তা মোট কতজন?
উত্তরঃ
ড. দীনেশচন্দ্র সেন তাঁর ‘বঙ্গভাষা ও সাহিত্য’ গ্রন্থে ১৬৪ জন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করেছেন।

৭। বৈষ্ণব পদাবলিতে কতটি রস আছে এবং কী কী?
উত্তরঃ
০৫ টি। যথাঃ শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর।

বি. দ্রঃ বাংলা সাহিত্যে রস ০৯ প্রকার। যথাঃ শৃঙ্গার রস, বীররস, রৌদ্ররস, বীভৎসরস, হাস্যরস, অদ্ভুতরস, করুণ রস, ভয়ানক রস ও শান্তরস

৮। বৈষ্ণব পদাবলিতে শৃঙ্গার রসকে কী রস বলা হয়?
উত্তরঃ
মধুর রস।

৯। বৈষ্ণব পদাবলি প্রথম কে সংকলন করেন?
উত্তরঃ
বাবা আউল মনোহর দাস।

১০। বৈষ্ণব পদাবলির প্রথম সংকলন গ্রন্থের নাম কী?
উত্তরঃ
পদসমুদ্র।

১১। পদসমুদ্র গ্রন্থটিতে কতটি বৈষ্ণব কবিতা ছিল?
উত্তরঃ
প্রায় ১৫ হাজার।

১২। বাবা আউল মনোহর দাসের পরে কে বৈষ্ণব কবিতা সংকলন করেন?
উত্তরঃ
রাধামোহন ঠাকুর।

১৩। রাধামোহন ঠাকুর সংকলিত বৈষ্ণব কবিতার সংকলন গ্রন্থের নাম কী?
উত্তরঃ
পদামৃতসমুদ্র।

১৪। আঠারো শতকের প্রথম দিকে কে বৈষ্ণব কবিতার সংকলন প্রকাশ করেন?
উত্তরঃ
বৈষ্ণব দাস।

১৫। বৈষ্ণব দাসের সংকলনগ্রন্থটির নাম কী?
উত্তরঃ
পদকল্পতরু।

বিসিএস সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।

শেয়ার করে নিনঃ

Leave a Reply