বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা বৈষ্ণব পদাবলি (পর্ব ০২) নিয়ে।
আজকের বিষয়বস্তু – বৈষ্ণব পদাবলি (পর্ব ০২)

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে।
১। বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ কোন ভাষায় রচিত?
উত্তরঃ ব্রজবুলি ভাষায়।
২। ব্রজবুলি ভাষা কী?
উত্তরঃ বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি কৃত্রিম ভাষা।
৩। কোন ভাষাটি ‘মিথিলার উপভাষা’ নামে পরিচিত?
উত্তরঃ ব্রজবুলি ভাষা।
৪। ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি কে?
উত্তরঃ কবি বিদ্যাপতি।
৫। বিদ্যাপতি কে ছিলেন?
উত্তরঃ তিনি ছিলেন মিথিলার রাজা শিবসিংহ রায় এর রাজসভার কবি।
৬। বিদ্যাপতির উপাধি কী ছিল?
উত্তরঃ কবিকণ্ঠহার।
৭। বিদ্যাপতিকে কবিকণ্ঠহার উপাধিটি কে দিয়েছিলেন?
উত্তরঃ রাজা শিবসিংহ।
৮। কোন কবিকে ‘মৈথিলি কোকিল’ বলা হয়?
উত্তরঃ কবি বিদ্যাপতি।
৯। বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা কে?
উত্তরঃ রাজা লক্ষ্মণ সেনের সভাকবি জয়দেব।
১০। জয়দেব কোন ভাষায় কাব্য রচনা করেছেন?
উত্তরঃ সংস্কৃত ভাষায়।
১১। ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি কে?
অথবা, বৈষ্ণব পদাবলির প্রথম অবাঙালি কবি কে?
উত্তরঃ কবি বিদ্যাপতি।
১২। কোন কবিকে ‘অভিনব জয়দেব’ নামে ডাকা হত?
উত্তরঃ কবি বিদ্যাপতি।
১৩। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি কে?
অথবা, বৈষ্ণব পদাবলির প্রথম বাঙালি কবি কে?
উত্তরঃ চণ্ডীদাস।
১৪। চণ্ডীদাসের ভাবাদর্শে উদ্বুদ্ধ ছিলেন কোন কবি?
উত্তরঃ জ্ঞানদাস। তিনিও বাংলা ভাষায় কাব্য রচনা করেছেন।
১৫। কবি বিদ্যাপতির ভাবাদর্শে উদ্বুদ্ধ ছিলেন কোন কবি?
উত্তরঃ গোবিন্দদাস। তিনিও ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেছেন।
১৬। মধ্যযুগে বাংলা সাহিত্যে কতজন চণ্ডীদাসের কবিতা পাওয়া গেছে?
অথবা, চণ্ডীদাস সমস্যা বলতে কী বুঝায়?
উত্তরঃ চারজন।
যথাঃ
ক) বড়ু চণ্ডীদাস
খ) দ্বিজ চণ্ডীদাস
গ) দীন চণ্ডীদাস
ঘ) চণ্ডীদাস
এই চারজন কবির জন্মকাল ও সাহিত্যকর্ম নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে যা বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা নামে পরিচিত।
বিসিএস সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।