বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা বাঙালি জাতির উদ্ভব নিয়ে।

আজকের বিষয়বস্তু – বাঙালি জাতির উদ্ভব

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে

বাঙালি জাতির উদ্ভব

১। বাঙালি জাতিকে কোন ধরনের জাতি বলা হয়?
উত্তরঃ সংকর জাতি

২। বাঙালি জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তরঃ
দুই ভাগে।
যথা—
ক) প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী, 
খ) আর্য জনগোষ্ঠী।

৩। প্রাক আর্য জনগোষ্ঠী কতটি শাখায় বিভক্ত ছিল ও কী কী?
উত্তরঃ চারটি। যথা ক) নেগ্রিটো, খ) অস্ট্রিক, গ) দ্রাবিড়, ঘ) ভোটচীনীয়।

৪। অস্ট্রিক জাতি কোথায় থেকে বাংলায় এসেছিল?
উত্তরঃ ইন্দোচীন থেকে।

৫। অস্ট্রিক জাতি কবে বাংলায় এসেছিল?
উত্তরঃ
প্রায় ৫-৬ হাজার বছর পূর্বে।

৬। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কী ছিল?
উত্তরঃ
অস্ট্রিক।

৭। আর্য জাতির আদিনিবাস কোথায় ছিল?
উত্তরঃ ইউরাল পর্বতের দক্ষিণে (বর্তমানে মধ্য এশিয়ার ইরান)

৮। আর্যরা কবে ভারতবর্ষে প্রবেশ করে?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে।

৯। আর্যরা কবে বাংলায় প্রবেশ করে?
উত্তরঃ
খ্রিস্টপূর্ব ১ম শতকে।

১০। আর্যরা কোন পথ দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে?
উত্তরঃ
আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে।

১১। আর্যরা কোন ধর্মাবলম্বী ছিল?
উত্তরঃ সনাতন

১২। আর্যদের ধর্মীয় গ্রন্থের নাম কী ছিল?
উত্তরঃ
বেদ।

১৩। বেদ কোন ভাষায় রচিত হয়েছিল?
উত্তরঃ
বৈদিক ভাষা।

১৪। বৈদিক ভাষার সংস্কার করেন কোন বিখ্যাত বৈয়াকরণ?
উত্তরঃ বৈয়াকরণ পাণিনি।

১৫। পাণিনি কর্তৃক সংস্কারকৃত বৈদিক ভাষা কী নামে পরিচিত হয়?
উত্তরঃ সংস্কৃত ভাষা।

১৬। পাণিনি কর্তৃক রচিত সংস্কৃত ভাষার প্রধান ব্যাকরণ গ্রন্থের নাম কী?
উত্তরঃ
অষ্টাধ্যায়ী

১৭। প্রথম কোন গ্রন্থে বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায়?
উত্তরঃ ঋগ্বেদের ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে ( খ্রিস্টপূর্ব তিন হাজার বছর পূর্বে রচিত)

১৮। কে সর্বপ্রথম ‘বাঙ্গালা’ শব্দটি ব্যবহার করেন?
উত্তরঃ সম্রাট আকবরের সভার এক রত্ন ‘আবুল ফজল’ সর্বপ্রথম বাঙ্গালা শব্দটি ব্যবহার করেন।

১৯। আবুল ফজল কোন গ্রন্থে বাঙ্গালা শব্দটি ব্যবহার করেছেন?
উত্তরঃ আইন-ই -আকবরী।

২০। বাঙ্গালা শব্দটি কীভাবে গঠিত হয়েছে?
উত্তরঃ
‘বঙ্গ’ শব্দের সাথে ‘আল’ ( অর্থঃ বাঁধ বা জমির সীমানা নির্দেশক) প্রত্যয়যোগে।

বিসিএসসহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved