বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা বাংলা লিপি নিয়ে।
আজকের বিষয়বস্তু – বাংলা লিপি
এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে।

১। ভারতীয় লিপির উৎপত্তি কোথা থেকে?
উত্তরঃ প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে।
২। প্রাচীন ভারতীয় লিপির রূপ কয়টি ও কী কী?
উত্তরঃ দুইটি। যথাঃ ক) ব্রাহ্মী লিপি, খ) খরোষ্ঠী লিপি।
৩। ব্রাহ্মী লিপি কোন দিক থেকে লেখা হয়?
উত্তরঃ বাম দিক থেকে।
৪। খরোষ্ঠী লিপি কোন দিক থেকে লেখা হয়?
উত্তরঃ ডান দিক থেকে।
৫। ব্রাহ্মী লিপির রূপ কয়টি ও কী কী?
উত্তরঃ তিনটি। যথাঃ ক) সারদা, খ) নাগর, গ) কুটিল।
৬। বাংলা লিপির উৎপত্তি কোথা থেকে?
উত্তরঃ ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে।
৭। কোন আমলে বাংলা লিপির গঠন কাজ শুরু হয়?
উত্তরঃ সেন আমলে।
৮। কোন আমলে বাংলা লিপির প্রসার ঘটে?
উত্তরঃ পাল আমলে।
৯। কোন আমলে বাংলা লিপি সাময়িক স্থায়িত্ব লাভ করে?
উত্তরঃ পাঠান আমলে।
১০। বাংলা লিপির অক্ষর কবে স্থায়ী রূপ লাভ করে?
উত্তরঃ ১৮০০ সালে শ্রীরামপুর মিশনে মুদ্রণযন্ত্র স্থাপনের মাধ্যমে।
১১। বাংলা লিপির অক্ষর এর আধুনিক রূপ কে দিয়েছেন?
উত্তরঃ পঞ্চানন কর্মকার।
১২। কোন সম্রাটের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মী লিপির বিস্তার ঘটে?
উত্তরঃ সম্রাট অশোক।
১৩। কোন স্থানের প্রাপ্ত লিপির সাথে ব্রাহ্মী লিপির মিল পাওয়া যায়?
উত্তরঃ বগুড়ার মহাস্থানগড়ে প্রাপ্ত লিপির সাথে।
১৪। ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মতে বাংলা লিপির উৎপত্তি কবে?
উত্তরঃ সপ্তম শতাব্দী
১৫। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে বাংলা লিপির উৎপত্তি কবে?
উত্তরঃ দশম শতাব্দী।
বিসিএসসহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।