বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা বাংলা ভাষার পত্র পত্রিকা নিয়ে।

আজকের বিষয়বস্তু – বাংলা ভাষার পত্র পত্রিকা

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য পয়েন্ট আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে

  • ভারতবর্ষের প্রথম সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট‘। তবে, পত্রিকাটি বাংলায় নয়, বরং ইংরেজিতে রচিত হয়। জেমস অগাষ্টাস হিকি এর সম্পাদনায় ১৭৮০ সালে প্রথম প্রকাশিত হয় কলকাতা থেকে।
  • ‘দিকদর্শন’ হলো বাংলা ভাষায় রচিত প্রথম মাসিক পত্রিকা। প্রকাশিত হয় ১৮১৮ সালের এপ্রিল মাসে। জন ক্লার্ক মার্শম্যান পত্রিকাটির সম্পাদক ছিলেন।
  • বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম—‘সমাচার দর্পন’। এই পত্রিকাটিও সম্পাদনা করেন জন ক্লার্ক মার্শম্যান। প্রথম প্রকাশিত হয় ১৮১৮ সালের মে মাসে
  • বাঙ্গালীদের সম্পাদনায় প্রথম প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ছিল—‘বাঙ্গাল গেজেট’গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় এটিও ১৮১৮ সালে প্রথম প্রকাশিত হয়।
  • ‘সংবাদ প্রভাকর’ ছিলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র। ১৮৩১ সালে প্রথমে সাপ্তাহিক আকারে প্রকাশিত হয় পত্রিকাটি। পরে ১৮৩৬ সাল থেকে বারত্রয়িক অর্থাৎ সপ্তাহে তিন দিন প্রকাশিত হয়। এরপর ১৮৩৯ খ্রিস্টাব্দের ১৪ জুন থেকে দৈনিক সংবাদপত্র হিসেবে ঈশ্বর চন্দ্র গুপ্ত এর সম্পাদনায় প্রকাশিত হয় পত্রিকাটি।
  • মুসলমান সম্পাদিত প্রথম সংবাদপত্রটির নাম—‘সমাচার সভারাজেন্দ্র’। এটি ছিলো সাপ্তাহিক পত্রিকা। শেখ আলিমুল্লাহ এর সম্পাদনায় ১৮৩১ সালে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
  • তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৩ সালে। এসময় এর সম্পাদক ছিলেন অমর কুমার দত্ত। পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবিন্দ্রনাথ ঠাকুর প্রমুখ পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
  • তৎকালীন নদীয়া জেলার (বর্তমান কুষ্টিয়া) কুমারখালির এক পাঠশালার শিক্ষক ছিলেন কাঙাল হরিনাথ। ১৯৬৩ সালে তাঁরই সম্পাদনায় প্রকাশিত হয় ‘গ্রামবার্তা প্রকাশিকা’
  • ‘হিতকরী’ পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন। ১৮৯০ সালে প্রথম প্রত্রিকাটি প্রকাশিত হয়।
  • ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ‘বঙ্গদর্শন পত্রিকা’ প্রকাশিত হয়।
  • ‘সবুজপত্র’ পত্রিকাটি সম্পাদনা করেন প্রমথ চৌধুরী। ১৯১৪ সালে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
  • কবি মোজাম্মেল হক ছিলেন ‘মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক। প্রথম প্রকাশিত হয় ১৯২০ সালে
  • বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাগুলো ছিল—নবযুগ (১৯২০), ধূমকেতু (১৯২২), লাঙল (১৯২৫)
  • ‘কল্লোল’ পত্রিকাটি সম্পাদনা করেন দীনেশ রঞ্জন দাশ
  • ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজ। এর পরের বছর অর্থাৎ ১৯২৭ সালে সংগঠনটির মুখপাত্র হিসেবে ‘শিখা’ পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকাটির শ্লোগান ছিল— ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’‘শিখা‘ পত্রিকার প্রথম সম্পাদক আবুল হুসেন। কাজী মোতাহার হোসেন ও অন্যান্য ব্যাক্তি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
  • ‘প্রগতি’ ১৯২৭ সালে ঢাকা থেকে প্রকাশিত হয়। এটি ছিল একটি মাসিক পত্রিকা। এর সম্পাদক ছিলেন—বুদ্ধদেব বসু ও অজিত কুমার
  • ১৯৫৭ সালে ঢাকা থেকে প্রকাশিত হয় মাসিক সাহিত্য পত্রিকা ‘সমকাল’। এর সম্পাদক ছিলেন প্রখ্যাত সাহিত্যিক—সিকান্দার আবু জাফর।
  • মোহাম্মদ নাসির উদ্দিন এর সম্পাদনায় প্রকাশিত হয় ‘সওগাত’ পত্রিকা।
  • ড. মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯২০ সালে আঙ্গুর পত্রিকাটি প্রকাশিত হয়। এটি ছিল কিশোরদের জন্য একটি মাসিক পত্রিকা।
  • ‘বেগম’ পত্রিকাটি সম্পাদনা করেন নূরজাহান বেগম

বিসিএস সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved