নিম্নোক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় গাজী আজমল ও গাজী আসমত স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বই এর দ্বিতীয় অধ্যায় – প্রাণীর পরিচিতি এর আলোকে তৈরি করা হয়েছে। যেগুলো মাধ্যমে, একজন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী খুব সহজেই নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবেন।
প্রাণিবিজ্ঞান M.C.Q. : প্রাণীর পরিচিতি (১ম পর্ব – হাইড্রা)
দক্ষতা যাচাইয়ের পূর্বে একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় “প্রাণীর পরিচিতি” ভালো করে পড়ে নিবেন। এরপর ৩০ মিনিট সময় নিয়ে ৪০ টি এমসিকিউ এর উত্তর খাতায় লিখবেন। প্রশ্নগুলোর শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে। তাই, সঠিক উত্তরগুলো মিলিয়ে নিয়ে খুব সহজেই মার্কিং করতে পারবেন। সবশেষে মোট কতো নাম্বার পেলেন তা আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। প্রতিটি প্রশ্নের মান ১ নাম্বার।

১। হাইড্রার দেহে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়?
(ক) দ্বিপার্শীয়
(খ) অরীয়
(গ) দ্বিঅরীয়
(ঘ) অপ্রতিসাম্য
২। হাইড্রা কোন শ্রেণির অন্তর্ভুক্ত প্রাণী?
(ক) Cnidaria
(খ) Hydridae
(গ) Hydrozoa
(ঘ) Hydra vulgaris
৩। হাইড্রা-
i. মুক্তজীবী প্রানী
ii. মাংসাশী প্রাণী
iii. পুনরুৎপত্তি ক্ষমতাসম্পন্ন প্রাণী
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৪। কোনটির মাধ্যমে হাইড্রার অযৌন জনন সম্পন্ন হয় না?
(ক) মুকুলোদগম
(খ) দ্বিবিভাজন
(গ) জননকোষ তৈরি
(ঘ) পুনরুৎপত্তি
৫। হাইড্রার শ্বসন সম্পন্ন হয় কোন পদ্ধতিতে?
(ক) অভিস্রবণ
(খ) ব্যাপন
(গ) বাষ্পীভবন
(ঘ) নিঃসরণ
৬। হাইড্রা রেচন সম্পন্ন করে-
(ক) কর্ষিকার মাধ্যমে
(খ) হাইপোস্টোমের মাধ্যমে
(গ) নিডোসাইটের মাধ্যমে
(ঘ) দেহপ্রাচীরের মাধ্যমে
৭। হাইড্রার শুক্রাশয় এর আকৃতি কীরূপ?
(ক) গোলাকার
(খ) ডিম্বাকার
(গ) কোণাকার
(ঘ) বহুভুজাকার
৮। হাইড্রা-
(ক) দ্বিভ্রূণস্তরী প্রাণী
(খ) ত্রিভ্রূণস্তরী প্রাণী
(গ) পঞ্চভ্রূণস্তরী প্রাণী
(ঘ) কোনটিই নয়
৯। হাইড্রার দেহে রয়েছে-
i. গ্যাস্ট্রোডার্মিস
ii. মেসোগ্লিয়া
iii. মেসোডার্মিস
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১০। নিচের কোনটি হাইড্রার এপিডার্মিসের কোষসমূহের অন্তর্ভুক্ত নয়?
(ক) স্নায়ু কোষ
(খ) জনন কোষ
(গ) পুষ্টি কোষ
(ঘ) সংবেদী কোষ
১১। হাইড্রার দেহে পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয় কোন কোষ?
(ক) পেশি-আবরণী কোষ
(খ) ইন্টারস্টিশিয়াল কোষ
(গ) সংবেদী কোষ
(ঘ) নিডোসাইট
১২। সংবেদী কোষ বেশি দেখা যায়-
(ক) কর্ষিকায়
(খ) হাইপোস্টোমে
(গ) পদতলে
(ঘ) উপরের সবগুলো
১৩। কোন কোষ মিউকাস ক্ষরণ করে হাইড্রাকে কোন বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে?
(ক) জনন কোষ
(খ) পুষ্টি কোষ
(গ) গ্রন্থি কোষ
(ঘ) সংবেদী কোষ
১৪। নিচের কোনটি গ্রন্থি কোষের কাজ নয়?
(ক) বুদবুদ সৃষ্টি করা
(খ) ক্ষণপদ সৃষ্টি করা
(গ) খাদ্য গলাধঃকরণে সাহায্য করা
(ঘ) যৌন জননে অংশগ্রহণ করা
১৫। পরিস্ফুটনরত নিডোসাইটকে কী বলে?
(ক) নিডোসিল
(খ) নিডোব্লাস্ট
(গ) নেমাটোসিস্ট
(ঘ) নিডারোব্লাস্ট
১৬। নেমাটোসিস্ট অঙ্গাণুটি হাইড্রার দেহে-
i. খাদ্য গ্রহণে অংশ নেয়
ii. চলনে অংশ নেয়
iii. আত্মরক্ষায় অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৭। নেমাটোসিস্ট এর উপরের প্রান্তে যে ঢাকনির মত গঠন রয়েছে তা হল-
(ক) অপারকুলাম
(খ) বার্বিউল
(গ) ভলভেন্ট
(ঘ) নিডোসিল
১৮। হিপনোটক্সিনে রয়েছে-
i. প্রোটিন
ii. ফেনল
iii. এসিড
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) iii
(গ) i, ii
(ঘ) i, iii
১৯। নিডোসাইটের কোন অংশটি ট্রিগারের মত কাজ করে?
(ক) হিপনোটক্সিন
(খ) নিডোসিল
(গ) বার্ব
(ঘ) অপারকুলাম
২০। নেমাটোসিস্ট এর মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটি?
(ক) স্টিনোটিল
(খ) ভলভেন্ট
(গ) পেনিট্র্যান্ট
(ঘ) ক+গ
২১। স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট এর-
i. সূত্রক লম্বা
ii. সূত্রক কাঁটাবিহীন
iii. শীর্ষদেশ উন্মুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২২। কোনটি ক্ষুদ্রতম নেমাটোসিস্ট?
(ক) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
(খ) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
(গ) স্টিনোটিল
(ঘ) ভলভেন্ট
২৩। হাইড্রার অন্তঃত্বকের গ্রন্থিকোষ কোথায় অনুপস্থিত?
(ক) মূল দেহে
(খ) হাইপোস্টোমে
(গ) পদতলে
(ঘ) কর্ষিকায়
২৪। কোন পর্বের প্রাণিদের দেহে মেসোগ্লিয়া থাকে?
(ক) পরিফেরা
(খ) নিডারিয়া
(গ) অ্যানিলিডা
(ঘ) অার্থ্রোপোডা
২৫। মেসোগ্লিয়া –
i. অকোষীয়
ii. স্থিতিস্থাপক
iii. বর্ণহীন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৬। হাইড্রার প্রধান খাদ্য কোনটি?
(ক) ড্যাফনিয়া
(খ) পতঙ্গের লার্ভা
(গ) ছোট কৃমি
(ঘ) মাছের ডিম
২৭। হাইড্রার বহিঃকোষীয় পরিপাকে কোন খাদ্য উপাদানটির পরিবর্তন ঘটে?
(ক) শর্করা
(খ) আমিষ
(গ) লিপিড
(ঘ) ভিটামিন
২৮। হাইড্রা কোনটি পরিপাকে অক্ষম?
(ক) আমিষ
(খ) স্নেহ
(গ) শ্বেতসার
(ঘ) সরল শর্করা
২৯। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রার চলন কোন ধরনের হয়?
(ক) ডিগবাজী
(খ) হামাগুড়ি
(গ) সাঁতার
(ঘ) হেঁচড়ান
৩০। হাইড্রার কোন চলন পদ্ধতিটি শুঁয়ো পোকার গমন পদ্ধতির মত দেখায়?
(ক) লুপিং
(খ) ক্রলিং
(গ) সমারসল্টিং
(ঘ) ফ্লোটিং
৩১। হাইড্রার ক্ষণপদের অ্যামিবয়েড চলনকে বলা হয়-
(ক) টেন্টাকুলার
(খ) লুপিং
(গ) সমারসল্টিং
(ঘ) গ্লাইডিং
৩২। কোন ঋতুতে হাইড্রার দেহে মুকুলোদগম বেশি ঘটে?
(ক) গ্রীষ্মকালে
(খ) বর্ষাকালে
(গ) শরৎকালে
(ঘ) শীতকালে
৩৩। মুকুল সৃষ্টি ও মাতৃ হাইড্রা থেকে বিচ্যুত হয়ে স্বাধীন জীবনযাপন করতে প্রায় কত সময় লাগে?
(ক) দুই সপ্তাহ
(খ) তিন সপ্তাহ
(গ) এক মাস
(ঘ) দুই মাস
৩৪। কে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার কথা উল্লেখ করেছেন?
(ক) লিনিয়াস
(খ) গ্রীক দেবতা
(গ) ট্রেম্বলে
(ঘ) ড্রাগন
৩৫। হাইড্রার পরিণত শুক্রাণুতে সেন্ট্রিওল কোথায় অবস্থান করে?
(ক) মস্তকে
(খ) লেজে
(গ) মধ্যখন্ডে
(ঘ) কোনটিই নয়
৩৬। হাইড্রার পরিস্ফুটনকালের সঠিক পর্যায় কোনটি?
(ক) মরুলা→ ব্লাস্টুলা → হাইড্রুলা→ গ্যাস্ট্রুলা
(খ) ব্লাস্টুলা → মরুলা→ গ্যাস্ট্রুলা→ হাইড্রুলা
(গ) গ্যাস্ট্রুলা→ হাইড্রুলা→ মরুলা→ ব্লাস্টুলা
(ঘ) মরুলা→ ব্লাস্টুলা → গ্যাস্ট্রুলা→ হাইড্রুলা
৩৭। মিথোজীবী শৈবাল হাইড্রার দেহের কোন কোষে আশ্রয় নেয়?
(ক) ইন্টারস্টিশিয়াল কোষ
(খ) পেশি-আবরণী কোষ
(গ) নিডোসাইট কোষ
(ঘ) সংবেদী কোষ
৩৮। হাইড্রার শুক্রাশয়ের কোন কোষ বারবার বিভাজিত হয়ে স্পার্মাটোগোনিয়া সৃষ্টি করে?
(ক) জনন কোষ
(খ) ইন্টারস্টিশিয়াল কোষ
(গ) গ্রন্থি কোষ
(ঘ) পেশি-আবরণী কোষ
৩৯। নিচের কোনটি হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া?
(ক) সমারসল্টিং
(খ) গ্লাইডিং
(গ) লুপিং
(ঘ) ক্রলিং
৪০। মেসোগ্লিয়া হাইড্রার দেহে-
i. ভিত্তিঝিল্লি রূপে অবস্থান করে
ii. সংযুক্তি তল হিসেবে কাজ করে
iii. সংকোচন-প্রসারণে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। খ | ১১। খ | ২১। খ | ৩১। ঘ |
২। গ | ১২। ঘ | ২২। খ | ৩২। ক |
৩। ঘ | ১৩। গ | ২৩। ঘ | ৩৩। খ |
৪। গ | ১৪। ঘ | ২৪। খ | ৩৪। গ |
৫। খ | ১৫। খ | ২৫। ঘ | ৩৫। গ |
৬। ঘ | ১৬। ঘ | ২৬। ক | ৩৬। ঘ |
৭। গ | ১৭। ক | ২৭। খ | ৩৭। খ |
৮। ক | ১৮। গ | ২৮। গ | ৩৮। খ |
৯। ক | ১৯। খ | ২৯। খ | ৩৯। ক |
১০। গ | ২০। ঘ | ৩০। ক | ৪০। ঘ |
যাচাই শেষে মার্কস কম পেলে অর্থাৎ উত্তর ভুল হলে একদম দুশ্চিন্তার কিছু নেই। একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইটির দ্বিতীয় অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। এতে করে মূল পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। একাদশ-দ্বাদশ শ্রেণি আরও অন্যান্য এমসিকিউ দেখে নিতে পারে এখান থেকে। আপনার যে কোন মূল্যবান মতামত বা পরামর্শ এবং প্রাপ্ত নাম্বার আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
35/40🙂