একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায়, “মানব শারীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ”। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের ২য় পর্বে আপনাদের স্বাগতম। এর আগে আমরা প্রাণিবিজ্ঞান বইয়ের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। প্রকাশ করেছিলাম ৩য় অধ্যায় মানব শারীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ এর (১ম পর্ব)। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, “মানব শারীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ”- অধ্যায়ের ২য় পর্বের আরও ৪০টি বহুনির্বাচনী প্রশ্ন।

একাদশ-দ্বাদশ শেণির একজন শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতা যাচাই করে নিতে পারবেন। নিম্নোক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় গাজী আজমল ও গাজী আসমত স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের এর আলোকে তৈরি করা হয়েছে।

৩য় অধ্যায় – মানব শারীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ (২য় পর্ব)

মানব শারীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ বা ৩য় অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ৩০ মিনিট সময় নিয়ে নিচের ৪০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা আপনাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবেন।

মানব শারীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ (২য় পর্ব)

১। বৃহদন্ত্রের অংশ নয় কোনটি?
(ক) কোলন
(খ) ইলিয়াম
(গ) মলাশয়
(ঘ) সিকাম

২। একজন প্রাপ্ত বযস্ক মানুষের খাদ্য তালিকায় কী পরিমাণ ভিটামিন থাকা উচিত?
(ক) ৫.৫-৫.৬ গ্রাম
(খ) ১০০-১৫০ গ্রাম
(গ) ৪১৫-৬০০ গ্রাম
(ঘ) ৫৫০-৫৬০ গ্রাম

৩। পানির প্রধান কাজ-
i. কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা
ii. রোগ প্রতিরোধ শক্তি বাড়ানো
iii. প্রোটোপ্লাজমকে সজীব রাখা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৪। কোন খাদ্য উপাদানটি দেহের ক্ষয়পূরণ করে?
(ক) স্নেহদ্রব্য
(খ) ভিটামিন
(গ) আমিষ
(ঘ) শর্করা

৫। আমিষজাতীয় খাদ্য পরিপাকের ফলে কোন দ্রব্যটি উৎপন্ন হয়?
(ক) ফ্যাটি এসিড
(খ) অ্যামাইনো এসিড
(গ) গ্লুকোজ
(ঘ) গ্লিসারল

৬। কত দিনের মধ্যে জিহ্বার স্বাদকুঁড়ি নষ্ট হয় ও প্রতিস্থাপিত হয়?
(ক) ৬-৮ দিন
(খ) ১০-১২ দিন
(গ) ১২-১৫ দিন
(ঘ) ৫-১০ দিন

৭। মানুষের মুখগহ্বরে কতটি লালাগ্রন্থি অবস্থিত?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৬ টি

৮। নিচের কোনটি প্রতি চোয়ালের অর্ধাংশের সঠিক ডেন্টাল ফর্মুলা?
(ক) I2C2P2M3
(খ) I2C1P2M3
(গ) I2C2P2M2
(ঘ) I2C1P2M2

৯। লালারসে কোন এনজাইমটি থাকে?
(ক) ইলাস্টেজ
(খ) পেপসিন
(গ) টায়ালিন
(ঘ) সেলুলেজ

১০। পাকস্থলির কোন অংশে স্ফিংক্টার থাকে?
(ক) কার্ডিয়া
(খ) ফানডাস
(গ) পাইলোরাস
(ঘ) ক+গ

১১। পাকস্থলি থেকে শর্করাবিশ্লেষী কোন এনজাইম নিঃসৃত হয়?
(ক) পেপসিন
(খ) লাইপেজ
(গ) রেনিন
(ঘ) কোনটিই নয়

১২। কোন অংশটি ক্ষুদ্রান্ত্রের তিন-পঞ্চমাংশ গঠন করে?
(ক) ইলিয়াম
(খ) সিকাম
(গ) ডিওডেনাম
(ঘ) জেজুনাম

১৩। ক্ষুদ্রান্ত্রের ব্রুনার্স গ্রন্থি থেকে কী তৈরি হয়?
(ক) পিত্তরস
(খ) বাইকার্বনেট
(গ) মিউকাস
(ঘ) আন্ত্রিক রস

১৪। নিচের কোনটি পৌষ্টিকনালির অংশ নয়?
(ক) সিগময়েড
(খ) পাইলোরাস
(গ) অগ্ন্যাশয়
(ঘ) মুখছিদ্র

১৫। লালারসের পিএইচ কত?
(ক) ৬.০-৭.৮
(খ) ৬.২-৭.৪
(গ) ৭.০-৮.৪
(ঘ) ৬.৪-৭.৮

১৬। লালারসে কোন ইম্যুনোগ্লোব্যুলিন থাকে?
(ক) ইম্যুনোগ্লোব্যুলিন G
(খ) ইম্যুনোগ্লোব্যুলিন A
(গ) ইম্যুনোগ্লোব্যুলিন M
(ঘ) ইম্যুনোগ্লোব্যুলিন E

১৭। হিমের লৌহ অংশটি কী হিসেবে যকৃতে জমা থাকে?
(ক) ফেরিটিন
(খ) ট্রান্সফেরিন
(গ) ফেরাস
(ঘ) ফেরিক এসিড

১৮। ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো এসিড থেকে কোন গ্রুপের অপসারণ ঘটে?
(ক) ফসফেট গ্রুপ
(খ) বাইকার্বনেট গ্রুপ
(গ) কার্বক্সিল গ্রুপ
(ঘ) অ্যামিনো গ্রুপ

১৯। কোন প্রক্রিয়ায় গ্লিসারল গ্লুকোজে পরিণত হয়?
(ক) গ্লাইকোজেনেসিস
(খ) গ্লাইকোজেনোলাইসিস
(গ) গ্লুকোনিওজেনেসিস
(ঘ) গ্লাইকোলাইসিস

২০। যকৃতের বিপাকীয় কার্যাবলির অন্তর্ভুক্ত-
i. লোহিত রক্ত কণিকার উৎপাদন ও ভাঙ্গন
ii. কোলেস্টেরল উৎপাদন
iii. টক্সিন অপসারণ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২১। পিত্তরসের কোন উপাদানটি পেরিস্ট্যালসিস চলন বৃদ্ধি করে?
(ক) পিত্তলবণ
(খ) পিত্তরঞ্জক
(গ) অজৈব লবণ
(ঘ) পানি

২২। গ্লুকাগন হরমোনের কাজ কোনটি?
(ক) রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করা
(খ) রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা
(গ) রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করা
(ঘ) রক্তে কোলেস্টেরলের পরিমাণ হ্রাস করা

২৩। পাকস্থলি কোন ধরনের এপিথেলিয়ামে আবৃত থাকে?
(ক) কলামনার
(খ) স্কোয়ামাস
(গ) স্ট্র্যাটিফাইড
(ঘ) কিউবয়ডাল

২৪। গ্যাস্ট্রিক ইনট্রিনসিক ফ্যাক্টর উৎপন্ন হয় কোন কোষ থেকে?
(ক) জাইমোজেনিক কোষ
(খ) অক্সিনটিক কোষ
(গ) আর্জেনটাফাইন কোষ
(ঘ) পেপটিক কোষ

২৫। সাক্কাস ইন্টেরিকাস কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
(ক) গ্যাস্ট্রিক গ্রন্থি
(খ) আন্ত্রিক গ্রন্থি
(গ) লালাগ্রন্থি
(ঘ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স

২৬। কোলেসিস্টোকাইনিন হরমোনটি-
i. পাইলোরিক স্ফিংক্টারের পেশিকে সংকুচিত করে
ii. পাকস্থলি শূন্য হতে বাঁধা দেয়
iii. গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাঁধা দেয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৭। ইলিয়ামের প্রাচীর থেকে কোন হরমোন ক্ষরিত হয়?
(ক) এন্টারোগ্যাস্ট্রোন
(খ) সোমাটোস্ট্যাটিন
(গ) পেপটাইড YY
(ঘ) এন্টারোক্রাইনিন

২৮। নিচের কোনটি স্নেহদ্রব্য পরিপাককারী এনজাইম?
(ক) টায়ালিন
(খ) লেসিথিনেজ
(গ) কাইমোট্রিপসিন
(ঘ) কোলাজিনেজ

২৯। নিচের কোনটি পাকরসের প্রোটিন পরিপাককারী এনজাইম?
(ক) ট্রিপসিন
(খ) ডাইপেপটাইডেজ
(গ) জিলেটিনেজ
(ঘ) ফসফোলাইপেজ

৩০। নিউক্লিক এসিড পরিপাককারী এনজাইম হল-
i. নিউক্লিওসাইডেজ
ii. নিউক্লিয়েডেস
iii. নিউক্লিওটাইডেজ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩১। নিচের কোনটি সক্রিয় শোষণের মাধ্যমে শোষিত হয়?
(ক) সুক্রোজ
(খ) এল-অ্যামিনো এসিড
(গ) ডি-অ্যামিনো এসিড
(ঘ) ক+গ

৩২। নিচের কোনটি স্থূলতার কারণ নয়?
(ক) গর্ভাবস্থা
(খ) জিনগত
(গ) ব্যায়াম
(ঘ) আবেগ

৩৩। খাদ্যদ্রব্য গলাধঃকরণের সময় কোন অংশটি শ্বাসরন্ধ্রকে আবৃত করে রাখে?
(ক) জিহ্বা
(খ) এপিগ্লটিস
(গ) গলবিল
(ঘ) কোমল তালু

৩৪। আলজিহ্বা কোনটি দ্বারা গঠিত?
(ক) স্থিতিস্থাপক তরুণাস্থি
(খ) শ্লেষ্মাস্তর
(গ) শ্বেততন্তুময় তরুণাস্থি
(ঘ) ক+খ

৩৫। অধিকাংশ তৃণভোজী প্রাণীর ক্ষেত্রে সেলুলোজ কোথায় পরিপাক হয়?
(ক) মুখগহ্বরে
(খ) সিকামে
(গ) কোলনে
(ঘ) অন্ননালিতে

৩৬। মসৃণ পেশির কয়টি স্তর নিয়ে পাকস্থলি গঠিত হয়?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৫ টি

৩৭। পাকস্থলিতে কোন জাতীয় খাদ্যের কোন পরিবর্তন ঘটে না?
(ক) আমিষ
(খ) স্নেহদ্রব্য
(গ) শর্করা
(ঘ) প্রোটিন

৩৮। কোনটির কারণে অন্ত্রের অভ্যন্তরে ক্ষারীয় মাধ্যম তৈরি হয়?
(ক) পিত্তরস
(খ) লালারস
(গ) অগ্ন্যাশয় রস
(ঘ) আন্ত্রিক রস

৩৯। লালারসে কোন প্রোটিনটি পাওয়া যায়?
(ক) টায়ালিন
(খ) লাইসোজাইম
(গ) বাইকার্বনেট
(ঘ) মিউসিন

৪০। অগ্ন্যাশয়ের কোন অংশটি বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে?
(ক) লোবিউল
(খ) অ্যাসিনাস
(গ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
(ঘ) ক+খ

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। খ১১। ঘ২১। ক৩১। খ
২। ক১২। ক২২। খ৩২। গ
৩। খ১৩। গ২৩। ক৩৩। খ
৪। গ১৪। গ২৪। গ৩৪। ঘ
৫। খ১৫। খ২৫। খ৩৫। খ
৬। ঘ১৬। খ২৬। ক৩৬। খ
৭। ঘ১৭। ক২৭। গ৩৭। গ
৮। খ১৮। ঘ২৮। খ৩৮। ক
৯। গ১৯। গ২৯। গ৩৯। ঘ
১০। ঘ২০। ঘ৩০। ঘ৪০। ঘ
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর – মানব শারীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ (২য় পর্ব)

কতো নাম্বার পেয়েছেন মানব শারীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ (২য় পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? যাচাই শেষে মার্কস কম পেলে অর্থাৎ উত্তর ভুল হলে একদম দুশ্চিন্তার কিছু নেই। একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইটির ৩য় অধ্যায় আরও ভালো করে পড়ে, ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। এতে করে মূল পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। একাদশ-দ্বাদশ শ্রেণি আরও অন্যান্য এমসিকিউ দেখে নিতে পারেন এখান থেকে। আপনার যে কোন মূল্যবান মতামত বা পরামর্শ এবং প্রাপ্ত নাম্বার আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।


1 Comment

Tamanna Zaman · May 22, 2022 at 8:18 pm

nice

  • Leave a Reply

    Avatar placeholder

    Your email address will not be published. Required fields are marked *

    2023 © KendroBangla | All Rights Reserved