প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম-দশম শ্রেণির রসায়ন বহুনির্বাচনী প্রশ্নে তোমাদের স্বাগতম। রসায়ন বইয়ের ৩য় অধ্যায় “পদার্থের গঠন” থেকে খুবই যত্নের সাথে তৈরী করা মানসম্পন্ন ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন আমরা এখানে যুক্ত করেছি। যেগুলো অনুশীলন করার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার দক্ষতা যাচাই করতে পারবে। পাশাপাশি তোমার স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবেও প্রশ্নগুলো দারুণভাবে কাজে আসবে ইনশাআল্লাহ্।
রসায়ন এমসিকিউ – পদার্থের গঠন (১ম পর্ব)
“পদার্থের গঠন” অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই রসায়নের মূল বইটি ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিতে পারো।

১। ‘প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য’ – কথাটি প্রথম কে বলেছিলেন?
(ক) জন ডাল্টন
(খ) রাদারফোর্ড
(গ) ডেমোক্রিটাস
(ঘ) নীলস বোর
২। এ পর্যন্ত মোট কতটি মৌল আবিষ্কৃত হয়েছে?
(ক) ৯৮ টি
(খ) ১১৮ টি
(গ) ২৬ টি
(ঘ) ১১৫ টি
৩। পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন এর পরমাণু সংখ্যার অনুপাত কত?
(ক) ১ঃ২
(খ) ২ঃ১
(গ) ৩ঃ২
(ঘ) ১ঃ১
৪। নিচের কোনটি যৌগের অণু নয়?
(ক) NH3
(খ) CO2
(গ) N2
(ঘ) HCI
৫। কোন মৌলের কী ধরনের নামের সংক্ষিপ্ত রূপকে সেই মৌলের প্রতীক বলা হয়?
(ক) ল্যাটিন
(খ) ফারসি
(গ) ইংরেজি
(ঘ) ক+গ
৬। নিচের কোনটি সিলভার মৌলের প্রতীক?
(ক) Au
(খ) Sb
(গ) Ag
(ঘ) Sn
৭। Hg -কোন মৌলের প্রতীক?
(ক) হাইড্রোজেন
(খ) মারকারি
(গ) আয়রন
(ঘ) এন্টিমনি
৮। নিউট্রনের আপেক্ষিক আধান কত?
(ক) +1
(খ) 0
(গ) -1
(ঘ) কোনটিই নয়
৯। ইলেকট্রন এর-
i. প্রতীক e
ii. আপেক্ষিক ভর ০
iii. চার্জ ধনাত্মক
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১০। A দিয়ে পরমাণুর কোন ধরনের সংখ্যাকে প্রকাশ করা হয়?
(ক) প্রোটন সংখ্যা
(খ) নিউট্রন সংখ্যা
(গ) পারমাণবিক সংখ্যা
(ঘ) ভরসংখ্যা
১১। বিজ্ঞানী রাদারফোর্ড কত সালে পরমাণু মডেল প্রদান করেন?
(ক) ১৮০৩ সালে
(খ) ১৯১৩ সালে
(গ) ১৮৮৯ সালে
(ঘ) ১৯১১ সালে
১২। স্থির কক্ষপথে ঘুরার সময় ইলেকট্রনগুলো শক্তি-
(ক) বিকিরণ করে
(খ) শোষণ করে
(গ) শোষণ ও বিকিরণ উভয়ই করে
(ঘ) শোষণ বা বিকিরণ কোনটিই করে না
১৩। প্লাংকের ধ্রুবকের মান কত?
(ক) 6.675×10-28 m2Kgs-1
(খ) 6.626×10-36 m2Kgs-1
(গ) 6.266×10-34 m2Kgs-1
(ঘ) 9.113×10-31 m2Kgs-1
১৪। বোরের পরমানু মডেল অনুসারে কয় ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) দুই বা ততোধিক
১৫। একটি প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
(ক) 2n
(খ) n2
(গ) 2n2
(ঘ) 2n+1
১৬। p উপশক্তিস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
(ক) ২ টি
(খ) ৬ টি
(গ) ৮ টি
(ঘ) ১০ টি
১৭। আইসোটোপ পরমাণুসমূহের পরস্পরের-
i. প্রোটন সংখ্যা সমান
ii. ভরসংখ্যা ভিন্ন
iii. নিউট্রন সংখ্যা সমান
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৮। হাইড্রোজেন এর কয়টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়?
(ক) ৩ টি
(খ) ৪ টি
(গ) ৫ টি
(ঘ) ৭ টি
১৯। আপেক্ষিক পারমাণবিক ভরের একক কী?
(ক) গ্রাম
(খ) কিলোগ্রাম
(গ) মিলিগ্রাম
(ঘ) একক নেই
২০। কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত?
(ক) ৩৫.৫
(খ) ৪৭.৫
(গ) ৬৩.৫
(ঘ) ৭২.৫
২১। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়-
i. কৃষিক্ষেত্রে
ii. চিকিৎসাক্ষেত্রে
iii. বিদ্যুৎ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২২। টেকনিশিয়াম- 99 এর লাইফটাইম কত?
(ক) ২ ঘন্টা
(খ) ৬ ঘন্টা
(গ) ১২ ঘন্টা
(ঘ) ১৮ ঘন্টা
২৩। রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়?
(ক) ইরিডিয়াম
(খ) কোবাল্ট
(গ) ফসফেট
(ঘ) আয়োডিন
২৪। নিচের কোন অরবিটালে ইলেকট্রন সবার আগে প্রবেশ করবে?
(ক) 5s
(খ) 3d
(গ) 4s
(ঘ) 4p
২৫। তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন-১৩১ থেকে কোন রশ্মি নির্গত হয়?
(ক) আলফা রশ্মি
(খ) ডেল্টা রশ্মি
(গ) গামা রশ্মি
(ঘ) বিটা রশ্মি
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। গ | ১১। ঘ | ২১। ঘ |
২। খ | ১২। ঘ | ২২। খ |
৩। ক | ১৩। খ | ২৩। গ |
৪। গ | ১৪। ক | ২৪। গ |
৫। ঘ | ১৫। গ | ২৫। ঘ |
৬। গ | ১৬। খ | |
৭। খ | ১৭। ক | |
৮। খ | ১৮। খ | |
৯। ক | ১৯। ঘ | |
১০। ঘ | ২০। গ |
যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং রসায়ন বইয়ের ৩য় অধ্যায় অর্থাৎ “পদার্থের গঠন” অধ্যায়টি বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।