প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম-দশম শ্রেণির রসায়ন বহুনির্বাচনী প্রশ্নে তোমাদের স্বাগতম। রসায়ন বইয়ের ৩য় অধ্যায় “পদার্থের গঠন” থেকে খুবই যত্নের সাথে তৈরী করা আরও মানসম্পন্ন ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন আমরা এখানে যুক্ত করেছি। যেগুলো অনুশীলন করার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার দক্ষতা যাচাই করতে পারবে। পাশাপাশি তোমার স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবেও প্রশ্নগুলো দারুণভাবে কাজে আসবে ইনশাআল্লাহ্।
রসায়ন এমসিকিউ – পদার্থের গঠন (২য় পর্ব)
“পদার্থের গঠন” অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই রসায়নের মূল বইটি ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিতে পারো।

১। গ্রিক দার্শনিকরা নিচের কোনটিকে মৌলিক পদার্থ হিসেবে ভাবতেন?
(ক) বায়ু
(খ) মাটি
(গ) আগুন
(ঘ) উপরের সবগুলো
২। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের মধ্যে কতটি মৌল প্রকৃতিতে পাওয়া যায়?
(ক) ৯৮ টি
(খ) ২০ টি
(গ) ২৬ টি
(ঘ) ১১৮ টি
৩। লেখার চককে ভাঙ্গলে পাওয়া যাবে –
i. কার্বন
ii. অক্সিজেন
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৪। নিচের কোনটি কপারের সঠিক প্রতীক?
(ক) Co
(খ) Ca
(গ) Cu
(ঘ) K
৫। নিচের কোন প্রতীকটি ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে?
(ক) H
(খ) W
(গ) N
(ঘ) C
৬। প্রোটনের আধানের পরিমাণ কত?
(ক) +1.67×10-24 কুলম্ব
(খ) +1.60×10-19 কুলম্ব
(গ) -1.60×10-19 কুলম্ব
(ঘ) শূন্য
৭। কোন মৌলের পারমাণবিক সংখ্যা বলতে কোনটিকে বুঝায়?
(ক) ইলেকট্রন সংখ্যা
(খ) প্রোটন সংখ্যা
(গ) নিউট্রন সংখ্যা
(ঘ) মোট প্রোটন ও নিউট্রন সংখ্যা
৮। পরমাণুর ভরসংখ্যা প্রতীকের কোন দিকে লেখা হয়?
(ক) ডান পাশে উপরের দিকে
(খ) ডান পাশে নিচের দিকে
(গ) বাম পাশে নিচের দিকে
(ঘ) বাম পাশে উপরের দিকে
৯। কার পরমাণু মডেলকে সোলার সিস্টেম মডেল বলা হয়?
(ক) ডেমোক্রিটাসের পরমাণু মডেল
(খ) নীলস বোরের পরমাণু মডেল
(গ) রাদারফোর্ডের পরমাণু মডেল
(ঘ) জন ডাল্টনের পরমাণু মডেল
১০। প্রধান শক্তিস্তর L হলে n=?
(ক) 1
(খ) 2
(গ) 3
(ঘ) 4
১১। বোরের পরমাণু মডেল অনুসারে, কক্ষপথের আকৃতি কীরূপ?
(ক) গোলাকার
(খ) বর্গাকার
(গ) বৃত্তাকার
(ঘ) অনির্দিষ্ট
১২। M শক্তিস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
(ক) ২ টি
(খ) ৮ টি
(গ) ১৮ টি
(ঘ) ৩২ টি
১৩। n=3 এর জন্য নিচের কোন অরবিটালটি প্রযোজ্য নয়?
(ক) 3p
(খ) 3f
(গ) 3d
(ঘ) 3s
১৪। নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে?
(ক) 5s
(খ) 4f
(গ) 5p
(ঘ) 6s
১৫। নিচের কোন উপশক্তিস্তরে সর্বোচ্চ ১৪ টি ইলেকট্রন থাকতে পারে?
(ক) d
(খ) p
(গ) f
(ঘ) s
১৬। হাইড্রোজেন এর আইসোটোপ হল-
i. প্রোটিয়াম
ii. টিট্রিয়াম
iii. ডিউটেরিয়াম
নিচের কোনটি সঠিক?
(ক) iii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৭। কার্বন-12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ=কত?
(ক) 1.675×10-24 গ্রাম
(খ) 1.66×10-24 গ্রাম
(গ) 1.673×10-24 গ্রাম
(ঘ) 1.16×10-24 গ্রাম
১৮। H2SO4 এর আপেক্ষিক আণবিক ভর কত?
(ক) ৩২
(খ) ৪৪
(গ) ৯৮
(ঘ) ১০৬
১৯। ব্রেইন ক্যানসার নিরাময়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ টি ব্যবহার করা হয়?
(ক) কোবাল্ট
(খ) ইরিডিয়াম
(গ) আয়োডিন
(ঘ) ফসফেট
২০। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত হয়-
i. বিটা রশ্মি
ii. গামা রশ্মি
iii. আলফা রশ্মি
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২১। সোডিয়াম এর ল্যাটিন নাম কী?
(ক) Stannum
(খ) Natrium
(গ) Kalium
(ঘ) Aurrum
২২। কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই?
(ক) সোডিয়াম
(খ) পটাশিয়াম
(গ) হাইড্রোজেন
(ঘ) নাইট্রোজেন
২৩। কার তত্ত্বানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়?
(ক) আইনস্টাইন
(খ) স্টিফেন হকিং
(গ) জে. জে. থমসন
(ঘ) ম্যাক্সওয়েল
২৪। Ca(20) এর ৫ম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করবে?
(ক) 2s
(খ) 2p
(গ) 3s
(ঘ) 3p
২৫। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কোনটির পরিমাণ সম্পর্কে জানা যায়?
(ক) নাইট্রোজেন
(খ) ফসফরাস
(গ) কপার
(ঘ) ক+খ
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। ঘ | ১১। গ | ২১। খ |
২। ক | ১২। গ | ২২। গ |
৩। ঘ | ১৩। খ | ২৩। ঘ |
৪। গ | ১৪। ক | ২৪। খ |
৫। খ | ১৫। গ | ২৫। ঘ |
৬। খ | ১৬। ঘ | |
৭। খ | ১৭। খ | |
৮। ঘ | ১৮। গ | |
৯। গ | ১৯। খ | |
১০। খ | ২০। ঘ |
যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং রসায়ন বইয়ের ৩য় অধ্যায় অর্থাৎ “পদার্থের গঠন” অধ্যায়টি বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।