প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম-দশম শ্রেণির রসায়ন বহুনির্বাচনী প্রশ্নে তোমাদের স্বাগতম। রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় “পদার্থের অবস্থা” থেকে খুবই যত্নের সাথে তৈরী করা মানসম্পন্ন ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন আমরা এখানে যুক্ত করেছি। যেগুলো অনুশীলন করার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার দক্ষতা যাচাই করতে পারবে। পাশাপাশি তোমার স্কুলের পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবেও প্রশ্নগুলো দারুণভাবে কাজে আসবে ইনশাআল্লাহ্।
রসায়ন এমসিকিউ – পদার্থের অবস্থা (১ম পর্ব)
“পদার্থের অবস্থা” অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই রসায়নের মূল বইটি ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিতে পারো।

১। যে কোন পদার্থ কয় অবস্থায় থাকতে পারে?
(ক) দুই
(খ) তিন
(গ) পাঁচ
(ঘ) ছয়
২। কোন পদার্থের নির্দিষ্ট ভর আছে?
(ক) কঠিন পদার্থ
(খ) বায়বীয় পদার্থ
(গ) তরল পদার্থ
(ঘ) উপরের সবগুলো
৩। তরল পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল-
i. কঠিন পদার্থের চেয়ে কম
ii. গ্যাসীয় পদার্থের চেয়ে বেশি
iii. কঠিন পদার্থের চেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৪। কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর বর্ণ কীরূপ?
(ক) হলুদ
(খ) গোলাপী
(গ) বাদামী
(ঘ) নীলচে
৫। কক্ষ তাপমাত্রায় তরল মাধ্যমে কোন পদার্থের ব্যাপন হার সবচেয়ে কম?
(ক) গ্যাসীয় পদার্থ
(খ) কঠিন পদার্থ
(গ) তরল পদার্থ
(ঘ) কোনটিই নয়
৬। নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি?
(ক) CO2
(খ) N2
(গ) NH3
(ঘ) O2
৭। তাপ প্রয়োগ করলে-
i. ব্যাপন হার বৃদ্ধি পায়
ii. নিঃসরণ হার বৃদ্ধি পায়
iii. পদার্থের আয়তন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৮। সিএনজিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
(ক) মিথেন
(খ) ইথেন
(গ) প্রোপেন
(ঘ) বিউটেন
৯। এক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক কত?
(ক) ০ ডিগ্রী সেলসিয়াস
(খ) ৮০ ডিগ্রী সেলসিয়াস
(গ) ১০০ ডিগ্রী সেলসিয়াস
(ঘ) ১৮০ ডিগ্রী সেলসিয়াস
১০। অবিশুদ্ধ পদার্থের-
i. গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে বেশি হয়
ii. স্ফুটনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে বেশি হয়
iii. গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১১। এক বায়ুমণ্ডলীয় চাপে কোনটির গলনাঙ্ক ১১৫ ডিগ্রী সেলসিয়াস?
(ক) ইউরিয়া
(খ) সালফার
(গ) পানি
(ঘ) মোম
১২। পানির স্ফুটনাঙ্ক রেখা X অক্ষের সাপেক্ষে কীভাবে অবস্থান করে?
(ক) লম্বভাবে
(খ) বাঁকাভাবে
(গ) সমান্তরালে
(ঘ) ৪৫ ডিগ্রী কোণে
১৩। বাষ্পকে শীতল করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে কী বলে?
(ক) বাষ্পীভবন
(খ) ঘনীভবন
(গ) ঊর্ধ্বপাতন
(ঘ) স্ফুটন
১৪। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ?
(ক) ন্যাপথলিন
(খ) আয়োডিন
(গ) কর্পূর
(ঘ) উপরের সবগুলো
১৫। তরল পদার্থের-
i. নির্দিষ্ট আয়তন নেই
ii. নির্দিষ্ট ভর আছে
iii. নির্দিষ্ট আকার নেই
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৬। NH4Cl এর ধোঁয়ার বর্ণ কীরূপ?
(ক) নীল
(খ) গোলাপী
(গ) লালচে
(ঘ) সাদা
১৭। HCl গ্যাসের আণবিক ভর কত?
(ক) ২৮
(খ) ৩৬.৫
(গ) ৩৮.৫
(ঘ) ৪২
১৮। চাপ প্রয়োগ করলে কোন পদার্থের আয়তন অনেক কমে যায়?
(ক) তরল পদার্থ
(খ) কঠিন পদার্থ
(গ) গ্যাসীয় পদার্থ
(ঘ) উপরের সবগুলো
১৯। কোন প্রক্রিয়ায় পদার্থ উচ্চ থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে ছড়িয়ে পড়ে?
(ক) ব্যাপন
(খ) পাতন
(গ) গলন
(ঘ) স্ফুটন
২০। গ্যাসের আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক-
(ক) সমানুপাতিক
(খ) ব্যস্তানুপাতিক
(গ) বর্গের সমানুপাতিক
(ঘ) কোনটিই নয়
২১। He এবং H2 গ্যাসের মধ্যে-
i. He এর ব্যাপন হার কম
ii. He এর আণবিক ভর বেশি
iii. H2 এর ব্যাপন হার বেশি
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২২। কোনটির ক্ষেত্রে চাপের প্রভাব আছে?
(ক) নিঃসরণ
(খ) ব্যাপন
(গ) ক+খ
(ঘ) কোনটিই নয়
২৩। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ?
(ক) সোডিয়াম ক্লোরাইড
(খ) কঠিন কার্বনডাইঅক্সাইড
(গ) অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
(ঘ) ইউরিয়া
২৪। নিচের কোনটি ন্যাপথলিন এর সংকেত?
(ক) C8H10
(খ) C10H16O
(গ) C10H8
(ঘ) C6H12O6
২৫। কণার গতিতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হয়?
(ক) আন্তঃকণা আকর্ষণ শক্তি
(খ) কণার গতিশক্তি
(গ) ক+খ
(ঘ) কোনটিই নয়
২৬। কোন পদার্থের নির্দিষ্ট আকার আছে?
(ক) কঠিন পদার্থ
(খ) তরল পদার্থ
(গ) গ্যাসীয় পদার্থ
(ঘ) উপরের সবগুলো
২৭। কোন পানিতে KMnO4 এর কণাগুলো অধিক দ্রুত ছড়িয়ে পড়বে?
(ক) ঠান্ডা পানিতে
(খ) স্বাভাবিক তাপমাত্রার পানিতে
(গ) গরম পানিতে
(ঘ) বরফ শীতল পানিতে
২৮। কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কম?
(ক) হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস
(খ) নাইট্রোজেন গ্যাস
(গ) অ্যামোনিয়া গ্যাস
(ঘ) কার্বনডাইঅক্সাইড গ্যাস
২৯। বাষ্পীভবন + ঘনীভবন = ?
(ক) ব্যাপন
(খ) গলন
(গ) পাতন
(ঘ) স্ফুটন
৩০। বাসাবাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহৃত হয়?
(ক) মিথেন
(খ) বিউটেন
(গ) অকটেন
(ঘ) ইথেন
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। খ | ১১। খ | ২১। ঘ |
২। ঘ | ১২। গ | ২২। ক |
৩। ক | ১৩। খ | ২৩। খ |
৪। খ | ১৪। ঘ | ২৪। গ |
৫। খ | ১৫। গ | ২৫। গ |
৬। গ | ১৬। ঘ | ২৬। ক |
৭। ঘ | ১৭। খ | ২৭। গ |
৮। ক | ১৮। গ | ২৮। ঘ |
৯। গ | ১৯। ক | ২৯। গ |
১০। গ | ২০। খ | ৩০। খ |
যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং রসায়ন বইয়ের ২য় অধ্যায় অর্থাৎ “পদার্থের অবস্থা” অধ্যায়টি বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।
Nice
Pingback: SSC Chemistry নবম অধ্যায় জ্ঞানমূলক সাজেশন - 2023 [India]