প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের ৫ম অধ্যায় – পদার্থের অবস্থা ও চাপ । এখান থেকে মানসম্পন্ন আরও ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের পদার্থবিজ্ঞান MCQ। যার মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের ১ম, ২য় এবং ৩য় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন প্রকাশ করেছিলাম। এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।
পদার্থবিজ্ঞান MCQ : ৫ম অধ্যায় – পদার্থের অবস্থা ও চাপ
এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই পদার্থবিজ্ঞান মূলবইয়ের “৫ম অধ্যায় -পদার্থের অবস্থা ও চাপ” ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও।

০১। ঘনত্বের একক কি?
(ক) kgm-2
(খ) kgm-1
(গ) kgm-3
(ঘ) কোনটিই নয়
০২। 400 gm ভরের একটি 400 cm3 আয়তনের বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি হবে?
(ক) ডুবে যাবে
(খ) ভেসে থাকবে
(গ) সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
(ঘ) আংশিক নিমজ্জিত অবস্থাত ভাসবে
০৩। প্লাজমা অবস্থার বড় উৎস?
(ক) সূর্য
(খ) চাঁদ
(গ) গ্রহ
(ঘ) বায়ুমন্ডল
০৪। নিচের কোনটি প্লবতা?
(ক) vρg
(খ) hρg
(গ) hAρ
(ঘ) Ahρg
০৫। বাসা বাড়িতে আইপিএসের ব্যাটারিতে এসিডের ঘনত্ব পরিমাপে ব্যবহৃত হয়-
(ক) ব্যারোমিটার
(খ) হাইড্রোমিটার
(গ) হাইগ্রোমিটার
(ঘ) গ্যালভানোমিটার
০৬। কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে কম?
(ক) 4 ডিগ্রী সেলসিয়াস
(খ) 272 k
(গ) 373 k
(ঘ) 0 ডিগ্রী সেলসিয়াস
০৭। মানুষ বেশি উচ্চতায় উঠলে-
i. শ্বাস প্রশ্বাসে আরাম হয়
ii. শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়
iii. নাক দিয়ে রক্ত পড়তে পারে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) iii
(গ) i ও ii
(ঘ) ii ও iii
০৮। ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে আবহাওয়া কেমন হবে?
(ক) ঝড়-বৃষ্টি
(খ) বজ্রপাত
(গ) ঘূর্ণিঝড়
(ঘ) শুষ্ক ও পরিষ্কার
০৯। 1 m3 আয়তনের কঠিন বস্তুকে পানিতে ডুবালে তার উপর প্লবতার মান?
(ক) 4.2 x 10^3
(খ) 4.2 x 10^2
(গ) 4.8 x 10^-3
(ঘ) 9.8 x 10^3
১০। স্থির তরলে কোনো বস্তু ছেড়ে দিলে বস্তুটির উপর একইসাথে কয়টি বল ক্রিয়া করে?
(ক) ১ টি
(খ) ২ টি
(গ) ৩ টি
(ঘ) ৪ টি
১১। সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ কত পারদ স্তম্ভের চাপের সমান?
(ক) 76 cm
(খ) 7.6 m
(গ) 10.2 m
(ঘ) 10.5 m
১২। পীড়ন ও বিকৃতির অনুপাতকে কি বলে?
(ক) ল্যাভয়সিয়ের সূত্র
(খ) আর্কিমিডিসের নীতি
(গ) স্থিতিস্থাপকতা
(ঘ) স্থিতিস্থাপক গুণাংক
১৩। ছোটো ও বড় পিস্টনের ব্যাসের অনুপাত 1:5, ছোটো পিস্টনে 2N বল প্রয়োগ করলে বড় পিস্টনে প্রযুক্ত বল কত হবে?
(ক) 50 N
(খ) 10 N
(গ) 20 N
(ঘ) 30N
নিচের উদ্দীপকটি খেয়াল কর এবং ১৪ ও ১৫ প্রশ্নের উত্তর দাও।
55 kg ভরের এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার জুতার তলার ক্ষেত্রফল 0.02 m2 এবং জুতার ভর 200 gm.
১৪। লোকটি ওজন কত?
(ক) 293 N
(খ) 539 N
(গ) 980 N
(ঘ) 890 N
১৫। জুতার উপর কি পরিমাণ চাপ পড়বে?
(ক) 7585 Pa
(খ) 27048 Pa
(গ) 45823 Pa
(ঘ) 15482 Pa
১৬। পানি বরফে পরিণত করা হলে এর আয়তন কিরূপ পরিবর্তন হবে?
(ক) বেড়ে যাবে
(খ) কমে যাবে
(গ) অপরিবর্তিত থাকে
(ঘ) বাড়তেও পারে, কমতেও পারে
১৭। 1 m দৈর্ঘ্য 1 m প্রস্থ ও 1 m উচ্চতা বিশিষ্ট একটি পাত্র পানি দ্বারা পূর্ণ করলে সেই পানির ভর হবে?
(ক) 1 kg
(খ) 10 kg
(গ) 100 kg
(ঘ) 1000 kg
১৮। বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে কি ঘটবে?
(ক) তরলে ডুবে যাবে
(খ) তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
(গ) তরলে ভেসে থাকবে
(ঘ) তরলে ওজনহীন মনে হবে
১৯। এভারেস্টের চূড়ায় বায়ুর চাপ সমুদ্র পৃষ্ঠের বায়ু চাপের তুলনায় কত কম?
(ক) ১০%
(খ) ২০%
(গ) ৩০%
(ঘ) ৫০%
২০। 1 Nm-2 = ?
(ক) 1 cc
(খ) 1 J
(গ) 1 eV
(ঘ) 1 Pa
২১। একটি ধারালো ছুরি দিয়ে সহজেই কোনো বস্তু কাটা যায়, কারণ-
(ক) ধারালো প্রান্তের ক্ষেত্রফল বেশি
(খ) ধারালো প্রান্তের ক্ষেত্রফল কম
(গ) ছুরি ধাতব পদার্থের তৈরি বলে
(ঘ) ছুরি লম্বা বলে
২২। সম আয়তনের মধুভর্তি জগ ও পানিভর্তি জগের মধ্য কোনটিকে বেশি ভারি মনে হবে?
(ক) মধু
(খ) পানি
(গ) একই মনে হবে
(ঘ) কোনটিই নয়
২৩। তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস লম্বভাবে যে উর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে কি বলে?
(ক) পৃষ্ঠটান
(খ) প্রবাহী
(গ) চাপ
(ঘ) প্লবতা
২৪। কোন তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলে?
(ক) প্রবাহী
(খ) প্রবাহীর চাপ
(গ) প্রবাহীর ঘনত্ব
(ঘ) প্লবতা
২৫। প্লবতার মান নির্ভর করে?
(ক) বস্তুর আয়তন
(খ) তরলের ঘন্ত্ব
(গ) অভিকর্ষজ ত্বরণ
(ঘ) সবগুলো
২৬। বস্তুর উপর প্লবতা কোনদিকে ক্রিয়া করে?
(ক) নিচের দিকে
(খ) উপরের দিকে
(গ) বস্তুর ভরকেন্দ্রের দিকে
(ঘ) কোনটিই নয়
২৭। টরিসেলির পরীক্ষার সাহায্যে কি পরিমাপ করা যায়?
(ক) চাপ
(খ) ঘনত্ব
(গ) ওজন
(ঘ) বায়ুমন্ডলীয় চাপ
২৮। প্যাসকেলের সূত্র কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য?
(ক) কঠিন
(খ) তরল
(গ) বায়বীয়
(ঘ) ক ও খ উভয়ই
২৯। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা-
i. ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে।
ii. ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে বায়ুমন্ডল থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে
iii. খুব কমে গেলে বুঝতে হবে চারিদিকে বায়ুমন্ডলের চাপ সহসা বেড়ে গেছে।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৩০। স্থিতিস্থাপক সীমার মধ্যে-
i. পীড়ন বিকৃতির সমানুপাতিক
ii. পীড়ন ও বিকৃতির অনুপাত ধ্রুব
iii. পীড়ন বিকৃতির ব্যাস্তানুপাতিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) I ও iii
(ঘ) i, ii ও iii
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
০১। গ | ১১। গ | ২১। খ |
০২। গ | ১২। ঘ | ২২। ক |
০৩। ক | ১৩। ক | ২৩। ঘ |
০৪। ঘ | ১৪। খ | ২৪। খ |
০৫। খ | ১৫। খ | ২৫। ঘ |
০৬। গ | ১৬। ক | ২৬। খ |
০৭। ঘ | ১৭। ঘ | ২৭। ঘ |
০৮। ঘ | ১৮। গ | ২৮। ঘ |
০৯। ঘ | ১৯। গ | ২৯। ক |
১০। খ | ২০। ঘ | ৩০। ক |
যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং পদার্থবিজ্ঞান বইয়ের “৫ম অধ্যায় – পদার্থের অবস্থা ও চাপ” বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্। “পদার্থের অবস্থা ও চাপ” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।
0 Comments