বিজ্ঞানের অন্যতম মৌলিক একটি শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান। এটা ছাড়া বর্তমান সময় কল্পনা করা কঠিন। তুমি যে স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটারে এই লেখাটি পড়ছো, সেটা তৈরীর পিছনে রয়েছে পদার্থবিজ্ঞানে সূত্র। ইলেক্ট্রিসিটি, ইন্টারনেট বা মোটর গাড়ি সবকিছুর পিছনে পদার্থবিজ্ঞানের অবদান রয়েছে। এটুকু নাহয়, বোঝা গেল। কিন্তু পদার্থবিজ্ঞান জিনিসটা আসলে কী? তাহলে চলো এবার পদার্থবিজ্ঞানের পরিচয় জেনে নিই আমরা।
এই মহাবিশ্বের সবকিছুই একটা আরেকটার সাথে সম্পর্কিত। একটার প্রভাব রয়েছে আরেকটার উপরে। এই প্রভাবগুলোই পদার্থবিজ্ঞান-এর বিষয়বস্তু। বিজ্ঞানের প্রায় সব শাখার সাথেই কোন না কোন সম্পর্ক রয়েছে পদার্থবিজ্ঞানের। সেটা রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, ভূ-তত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান ইত্যাদি যাই হোক না কেন। তুমি যদি সত্যিকার বিজ্ঞানের কোন শাখার নাম বলতে পারো, তাহলে ধরে নেওয়া যায় সেটার সাথে পদার্থবিজ্ঞানের সম্পর্ক থাকবেই।

আমাদের পৃথিবীতে যা কিছু আছে তার সবকিছু একটা আরেকটার সাথে সম্পর্কিত। একটা আরেকটার উপর প্রভাব রয়েছে। অর্থাৎ একটা আরেকটার সাথে ইন্টার্যাক্ট করে। তেমনি, আমাদের এই সৌরজগতের সবকিছু অথবা, আমাদের গ্যালাক্সির সবকিছু, এমনকি আমাদের এই মহাবিশ্বের সবকিছু একটা অন্যটার সাথে সম্পর্কিত এবং ইন্টার্যাক্ট করে। এই ইন্টার্যাক্টের পিছনে বল নামের আরেকটা জিনিস খুব বড় ভূমিকা পালন করে।
পদার্থবিজ্ঞান বা ফিজিক্স হচ্ছে সেই বল এবং ইন্টার্যাকশনকে জানার বিজ্ঞান। আরও সহজভাবে বললে, মশাবিশ্বে থাকা প্রতিটি বস্তু কেমন আচরণ করে এবং কেন করে সেটা জানার বিজ্ঞানটাই হচ্ছে পদার্থবিজ্ঞান।
আগেই বলেছিলাম, পদার্থবিজ্ঞান প্রায় সব বিজ্ঞানের সাথেই সম্পর্কিত। এর কারণ হচ্ছে, পদার্থবিজ্ঞানের বিশাল পরিধি। একটা পরমাণুর মৌলিক কণাগুলো যেমন পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়, তেমনি মহাকাশের ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ দূরের নক্ষত্র, ব্ল্যাকহোল ইত্যাদিও পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়। সুতরাং বুঝতেই পারছো, শূন্য থেকে অসীম সব সব জায়গাতেই পদার্থবিজ্ঞানের বিচরণ রয়েছে।
আরও পড়তে পারোঃ আরোরা বা মেরুজ্যোতি কী? কীভাবে তৈরী হয়?
আশাকরি, পদার্থবিজ্ঞান কি অর্থাৎ পদার্থবিজ্ঞানের পরিচয় সম্পর্কে তুমি জানতে পেয়েছো। তোমাদের প্রিয় কেন্দ্রবাংলার পাতায় এখন থেকে নিয়মিত পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় সহজভাষায় তুলে ধরবো আমরা। তোমাদেরকে সেই লেখাগুলো পড়ার আমন্ত্রণ রইলো। এছাড়া তোমাদের কাছে কঠিন লাগে বিজ্ঞানের এমন যেকোন বিষয় সম্পর্কে জানতে চেয়ে আমাদেরকে কমেন্ট করতে পারো। আমরা চেষ্টা করবো, তোমাদের সেই কমেন্ট অনুযায়ী আগে আগে উত্তর দেওয়ার।