প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের ৭ম অধ্যায় – তরঙ্গ ও শব্দ । এখান থেকে মানসম্পন্ন আরও ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের পদার্থবিজ্ঞান MCQ।
যার মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন প্রকাশ করেছিলাম। এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।
পদার্থবিজ্ঞান MCQ : ৭ম অধ্যায় – তরঙ্গ ও শব্দ
এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই পদার্থবিজ্ঞান মূল বইয়ের “৭ম অধ্যায় – তরঙ্গ ও শব্দ” ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে।
আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরেছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও।

০১। বৃত্তাকার পর্যাবৃত্ত গতি—
i. ঘড়ির কাঁটার গতি
ii. বৈদ্যুতিক পাখার গতি
iii. সূর্যের চারিদিকে পৃথিবীর বার্ষিক গতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
০২। পুকুরের পানির ঢেউ এর গতি কোন প্রকৃতির?
(ক) পর্যাবৃত্ত
(খ) অধিবৃত্তাকার
(গ) বৃত্তাকার
(ঘ) উপবৃত্ত
০৩। নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ?
(ক) আলোক তরঙ্গ
(খ) তাপ তরঙ্গ
(গ) বিদ্যুৎ তরঙ্গ
(ঘ) শব্দ তরঙ্গ
০৪। অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলো স্পন্দন দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত হয়?
(ক) 90°
(খ) 45°
(গ) 0°
(ঘ) 30°
০৫। পানির তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের দিকের মধ্যবর্তী কোণ কত?
(ক) 45°
(খ) 0°
(গ) 90°
(ঘ) 180°
০৬। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের দিক ও বায়ুস্তরের কম্পনের মধ্যবর্তী কোণ কত?
(ক) 0°
(খ) 180°
(গ) 90°
(ঘ) 120°
০৭। পর্যায়কালের একক কী?
(ক) সেকেন্ড
(খ) হার্জ
(গ) বেল
(ঘ) ডেসিবেল
০৮। 1 Hz = কত?
(ক) 1s
(খ) 1s-1
(গ) 2s-1
(ঘ) 2s
০৯। পর পর দুটি সমদশার মধ্যে বিস্তার সংখ্যা কয়টি?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
১০। নিচের কোন সম্পর্কটি সঠিক?
(ক) v = 𝘧λ
(খ) 𝘧 = vλ
(গ) λ = v𝘧
(ঘ) v = 𝘧/λ
১১। তরঙ্গের ক্ষেত্রে কত ডিগ্রী পরপর কণাসমূহ একই দশাপ্রাপ্ত হয়?
(ক) 90°
(খ) 180°
(গ) 270°
(ঘ) 360°
১২। 1700 Hz কম্পাংক বিশিষ্ট শব্দের বেগ বাতাসে 340 ms-1 হলে তরঙ্গদৈর্ঘ্য কত?
(ক) 20 m
(খ) 20 cm
(গ) 10 m
(ঘ) 10 cm
১৩। তরঙ্গবেগ v, তরঙ্গদৈর্ঘ্য λ, ও কম্পাংক 𝘧 এর সম্পর্ক হল—
i. v = λ𝘧
ii. λ = Tv
iii. v = 1/λ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 630 kHz-এ অনুষ্ঠান সম্প্রচার করে।
১৪। 630 kHz = কত?
(ক) 6.3 × 103 s-1
(খ) 6.3 × 104 s-1
(গ) 6.3 × 105 s-1
(ঘ) 6.3 × 106 s-1
১৫। ঢাকা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত সংকেতের তরঙ্গের দৈর্ঘ্য কতো?
(ক) 475.19 m
(খ) 476.19 m
(গ) 480.19 m
(ঘ) 481.19 m
১৬। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম?
(ক) কঠিন
(খ) তরল
(গ) স্থিতিস্থাপক
(ঘ) বায়বীয়
১৭। শব্দ অঙ্গের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি?
(ক) অক্সিজেন
(খ) কেরোসিন
(গ) পানি
(ঘ) লোহা
১৮। শব্দ—
i. একটি যান্ত্রিক তরঙ্গ
ii. একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ
iii. বায়বীয় মাধ্যমে তরল অপেক্ষা দ্রুত চলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৯। শব্দ 0.1s এ মোট কত মিটার দূরত্ব অতিক্রম করে?
(ক) 33.2
(খ) 36.2
(গ) 332
(ঘ) 336
২০। প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন?
(ক) 10 মিটার
(খ) 16.6 মিটার
(গ) 26.6 মিটার
(ঘ) 36.6 মিটার
২১। শব্দানুভূতির স্থায়িত্বকাল কত?
(ক) 1s
(খ) 0.1s
(গ) 0.01s
(ঘ) 0.001s
২২। বাদুড় কত কম্পাকের শব্দ তৈরি করতে ও শুনতে পারে?
(ক) 100000 Hz
(খ) 350000 Hz
(গ) 450000 Hz
(ঘ) 50000 Hz
২৩। 20°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?
(ক) 344 ms-1
(খ) 344 cms-1
(গ) 340 ms-1
(ঘ) 340 cms-1
নিচের তথ্য অনুযায়ী ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
একটি পাহাড় থেকে 20m দূরে দাঁড়িয়ে একটি ছেলে জোরে চিৎকার করলো। তখন বায়ুর তাপমাত্রা ছিলো 15°C। 0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 332ms -1।
২৪। উক্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে?
(ক) 341 ms-1
(খ) 323 ms-1
(গ) 313 ms-1
(ঘ) 301 ms-1
২৫। ছেলেটি কত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাবে?
(ক) 0.117
(খ) 0.112
(গ) 0.129
(ঘ) 0.192
২৬। শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ কোন প্রাণি শুনতে পারে?
(ক) মানুষ
(খ) মৌমাছি
(গ) বিড়াল
(ঘ) বাঘ
৭। 0°C তাপমাত্রায় মানুষের শ্রাব্যতার উর্ধ্ব সীমায় শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত?
(ক) 16.6m
(খ) 16.7m
(গ) 0.0166m
(ঘ) 17.05m
২৮। হাতি নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোন তরঙ্গের মাধ্যমে?
(ক) আলোক
(খ) বেতার
(গ) শব্দতর
(ঘ) শব্দোত্তর
২৯। সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহৃত হয় কোনটি?
(ক) তেল ও গ্রীজ
(খ) সাবান ও ব্রাশ
(গ) ডিটারজেন্ট
(ঘ) শব্দোত্তর তরঙ্গ
৩০। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটি?
(ক) প্রাবল্য
(খ) তীক্ষ্মতা
(গ) গুণ
(ঘ) বিস্তার
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
০১। (ক) | ১১। (ঘ) | ২১। (খ) |
০২। (ক) | ১২। (খ) | ২২। (ক) |
০৩। (ঘ) | ১৩। (ক) | ২৩। (ক) |
০৪। (গ) | ১৪। (খ) | ২৪। (ক) |
০৫। (গ) | ১৫। (খ) | ২৫। (ক) |
০৬। (ক) | ১৬। (ঘ) | ২৬। (খ) |
০৭। (ক) | ১৭। (ঘ) | ২৭। (গ) |
০৮। (খ) | ১৮। (ক) | ২৮। (গ) |
০৯। (খ) | ১৯। (ক) | ২৯। (ঘ) |
১০। (ক) | ২০। (খ) | ৩০। (ঘ) |
যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং পদার্থবিজ্ঞান বইয়ের “৭ম অধ্যায় – তরঙ্গ ও শব্দ” বের করে আবার ভালো করে পড়ে নিবে।
ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্। “তরঙ্গ ও শব্দ” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।