নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের ১২তম অধ্যায়, জীবের বংশগতি ও বিবর্তন। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের ১ম থেকে ১১তম অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায়ের এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো ১২তম অধ্যায়, জীবের বংশগতি ও বিবর্তন (১ম পর্ব)-এর বহুনির্বাচনী প্রশ্ন। নবম-দশম শ্রেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতা যাচাই করে নিতে পারবে।
জীববিজ্ঞান M.C.Q. – জীবের বংশগতি ও বিবর্তন (১ম পর্ব)
জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২০ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। চলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি।

১। জীববিজ্ঞানের কোন শাখায় বংশগতি সম্বন্ধে আলোচনা করা হয়?
(ক) Zoology
(খ) Genetics
(গ) Anatomy
(ঘ) Heredity
২। নিচের কোনটি বংশগতিবস্তু?
(ক) ক্রোমোজোম
(খ) ডিএনএ
(গ) জিন
(ঘ) উপরের সবগুলো
৩। একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত কত হয়?
(ক) ০.২ থেকে ২.০ মাইক্রন
(খ) ২.০ থেকে ৩.০ মাইক্রন
(গ) ৩.৫ থেকে ৩০ মাইক্রন
(ঘ) ৩০ থেকে ৩৫ মাইক্রন
৪। ডিএনএ তে কোন পিউরিন বেসটি থাকে?
(ক) থায়ামিন
(খ) গুয়ানিন
(গ) ইউরাসিল
(ঘ) সাইটোসিন
৫। ডিএনএ এর ডাবল হেলিক্সের একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে কতটি নিউক্লিওটাইড থাকে?
(ক) ৪ টি
(খ) ৬ টি
(গ) ৮ টি
(ঘ) ১০ টি
৬। নিচের কোনটি বংশগতির রাসায়নিক ভিত্তি?
(ক) ক্রোমোজোম
(খ) ডিএনএ
(গ) আরএনএ
(ঘ) প্রোটিন
৭। কোন বিজ্ঞানী ডিএনএ অণুর উপর এক্স-রে ফেলে তার ছায়ার ছবি তুলেছিলেন?
(ক) জেমস ওয়াটসন
(খ) ফ্রান্সিস ক্রিক
(গ) রোজালিন্ড ফ্রাঙ্কলিন
(ঘ) ক+খ
৮। কোন পদ্ধতিতে ডিএনএ অনুলিপিত হয়?
(ক) সংরক্ষণশীল
(খ) অর্ধ-রক্ষণশীল
(গ) অসংরক্ষণশীল
(ঘ) বিচ্ছুরণশীল
৯। মানবদেহে-
i. ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া
ii. সেক্স ক্রোমোজোম ০১ জোড়া
iii. অটোজোম ২২ জোড়া
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১০। নারীদের সেক্স ক্রোমোজোম কীরূপ হয়?
(ক) YX
(খ) XX
(গ) YY
(ঘ) XY
১১। দেশে প্রতিবছর কত জন শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে?
(ক) ৩০০০ জন
(খ) ৫০০০ জন
(গ) ৭০০০ জন
(ঘ) ১০,০০০ জন
১২। লোহিত রক্তকোষ তৈরি হয়-
i. আলফা-গ্লোবিউলিন প্রোটিন দিয়ে
ii. বিটা-গ্লোবিউলিন প্রোটিন দিয়ে
iii. গামা-গ্লোবিউলিন প্রোটিন দিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৩। কোন বিজ্ঞানী প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
(ক) অ্যারিস্টটল
(খ) ডারউইন
(গ) জেনোফেন
(ঘ) স্পেনসার
১৪। প্রায় ২৬০ কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস ছিল না?
(ক) হাইড্রোজেন সালফাইড
(খ) নাইট্রোজেন
(গ) কার্বনডাইঅক্সাইড
(ঘ) অক্সিজেন
১৫। ‘প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব’ বইটির রচয়িতা কে?
(ক) চার্লস ডারউইন
(খ) আলফ্রেড ওয়ালেস
(গ) অ্যারিস্টটল
(ঘ) আলফ্রেড নোবেল
১৬। নিচের কোনটি ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ এর পর্যায় নয়?
(ক) অন্তঃপ্রজাতিক সংগ্রাম
(খ) পরিবেশের সাথে সংগ্রাম
(গ) আত্মকেন্দ্রিক সংগ্রাম
(ঘ) আন্তঃপ্রজাতিক সংগ্রাম
১৭। নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে-
i. Isolation এর ফলে
ii. Hybridization এর ফলে
iii. Polyploidy এর ফলে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৮। প্রজাতির বৈশিষ্ট্য ভেদে কোষে ক্রোমোজোম সংখ্যা কত হতে পারে?
(ক) ২০ থেকে ২০০
(খ) ৬ থেকে ১৮০০
(গ) ২ থেকে ১৬০০
(ঘ) ৮ থেকে ২৪০০
১৯। ডিএনএ এর দ্বিসূত্রের ক্ষারকগুলো পরস্পর কোনটি দ্বারা যুক্ত থাকে?
(ক) আয়নিক বন্ড
(খ) সমযোজী বন্ড
(গ) হাইড্রোজেন বন্ড
(ঘ) কোভ্যালেন্ট বন্ড
২০। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে?
(ক) অ্যালিল
(খ) লোকাস
(গ) ফ্যাক্টর
(ঘ) প্রকট
২১। কাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়?
(ক) মেন্ডেল
(খ) ডারউইন
(গ) ওয়াটসন
(ঘ) ওয়ালেস
২২। কোন পদ্ধতিতে ডিএনএ টুকরোকে দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করা হয়?
(ক) পলিমারেজ চেইন বিক্রিয়া
(খ) সেন্ট্রিফিউশন
(গ) ইলেক্ট্রোফোরেসিস
(ঘ) হাইব্রিডাইজেশন
২৩। থ্যালাসেমিয়া মাইনরের বেলায়-
i. শিশু বাবা ও মা দুজনের থেকেই থ্যালাসেমিয়া জিন পায়
ii. শিশুর মধ্যে থ্যালাসেমিয়ার উপসর্গ থাকে না
iii. শিশু থ্যালাসেমিয়া জিনের বাহক হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৪। কোনটিকে ‘কুলির থ্যালাসেমিয়া’ বলা হয়?
(ক) আলফা থ্যালাসেমিয়া
(খ) বিটা থ্যালাসেমিয়া
(গ) গামা থ্যালাসেমিয়া
(ঘ) ডেল্টা থ্যালাসেমিয়া
২৫। ইভোলিউশন কথাটি প্রথম কে ব্যবহার করেছেন?
(ক) কার্টিস-বার্নস
(খ) চার্লস ডারউইন
(গ) আলফ্রেড ওয়ালেস
(ঘ) হার্বার্ট স্পেনসার
২৬। কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা নির্দেশ করে?
(ক) আদি কোষ
(খ) ব্যাকটেরিয়া
(গ) ভাইরাস
(ঘ) প্রোটোজোয়া
২৭। চার্রস ডারউইন কোন দ্বীপপুঞ্জ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন?
(ক) ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ
(খ) গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ
(গ) ফিজি দ্বীপপুঞ্জ
(ঘ) ব্রিটিশ দ্বীপপুঞ্জ
২৮। একটি স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে প্রায় কী পরিমাণ ডিম পাড়ে?
(ক) সাত লক্ষ
(খ) তিয়াত্তর লক্ষ
(গ) এক কোটি
(ঘ) তিন কোটি
২৯। লাল-সবুজ বর্ণান্ধতা নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয়?
(ক) কর্ণিয়া চার্ট
(খ) ইয়েলো চার্ট
(গ) ইশিহারা চার্ট
(ঘ) পিগমেন্ট চার্ট
৩০। ডিএনএ এর পার্শ্ববর্তী(উপর-নিচ) দুটি নিউক্লিওটাইডের দূরত্ব কত?
(ক) ৩৪ অ্যাংস্ট্রম
(খ) ৩.৪ অ্যাংস্ট্রম
(গ) ০.২ অ্যাংস্ট্রম
(ঘ) ২০ অ্যাংস্ট্রম
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। খ | ১১। গ | ২১। ক |
২। ঘ | ১২। ক | ২২। গ |
৩। গ | ১৩। গ | ২৩। গ |
৪। খ | ১৪। ঘ | ২৪। খ |
৫। ঘ | ১৫। ক | ২৫। ঘ |
৬। খ | ১৬। গ | ২৬। গ |
৭। গ | ১৭। ঘ | ২৭। খ |
৮। খ | ১৮। গ | ২৮। ঘ |
৯। ঘ | ১৯। গ | ২৯। গ |
১০। খ | ২০। খ | ৩০। খ |
কতো নাম্বার পেয়েছো জীবের বংশগতি ও বিবর্তন (১ম পর্ব)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের জীবের বংশগতি ও বিবর্তন অর্থাৎ ১২তম অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।