নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. – কোষ বিভাজন (পর্ব ০২)

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়, কোষ বিভাজন। এই অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। প্রকাশ করেছিলাম তৃতীয় অধ্যায় কোষ বিভাজনের প্রথম পর্বের ৩০টি এমসিকিউ। নবম-দশম শেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে।

জীববিজ্ঞান M.C.Q. – কোষ বিভাজন (২য় পর্ব)

কোষ বিভাজন অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২৫ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার স্কোরটি আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারো।

১। বিশালদেহী বট গাছের সূচনা ঘটে কোনটি থেকে?
(ক) একটি কোষ থেকে
(খ) জাইগোট থেকে
(গ) নিষিক্ত ডিম্বাণু থেকে
(ঘ) উপরের সবগুলো

২। ভ্রূণমুকুলে কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) কোনটিই নয়

৩। মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?
(ক) ইন্টারফেজ
(খ) নিউক্লিওকাইনেসিস
(গ) ক্যারিওকাইনেসিস
(ঘ) সাইটোকাইনেসিস

৪। মাইটোসিসের প্রথম পর্যায় কোনটি?
(ক) মেটাফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) প্রোফেজ
(ঘ) টেলোফেজ

৫। প্রোফেজ পর্যায়ে কোনটি ঘটে না?
(ক) নিউক্লয়াস আকারে বড় হয়
(খ) ক্রোমোজোম মোটা ও খাটো হতে থাকে
(গ) যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে ক্রোমোজোম দেখা যায়
(ঘ) ক্রোমোজোম সংখ্যা গণনা করা যায়

৬। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলে-
i. বিষুবীয় অঞ্চল
ii. ইকুয়েটর অঞ্চল
iii. আকর্ষণ অঞ্চল
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৭। নিচের কোনটি অ্যাস্টার রে বিচ্ছুরণ করে?
(ক) স্পিন্ডল যন্ত্র
(খ) নিউক্লয়াস
(গ) সেন্ট্রিওল
(ঘ) মাইক্রোটিউবিউল

৮। মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে?
(ক) টেলোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) প্রোফেজ

৯। হ্রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া হল-
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) কোনটিই নয়

১০। প্রো-মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয়-
i. আকর্ষণ তন্তু
ii. ট্র্যাকশন ফাইবার
iii. ক্রোমোসোমাল তন্তু
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i, ii
(গ) i, iii
(ঘ) i, ii, iii

১১। অ্যানাফেজ পর্যায়ে অপত্য ক্রোমোজোম এর মেরুমুখী চলনে কোনটি অনুগামী হয়?
(ক) সেন্ট্রোমিয়ার
(খ) বাহুদ্বয়
(গ) স্পিন্ডল যন্ত্র
(ঘ) ক্রোমাটিড

১২। সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুযায়ী ইংরেজি ‘J’ আকৃতির ক্রোমোজোম কে কী বলা হয়?
(ক) মেটাসেন্ট্রিক
(খ) সাব মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক
(ঘ) টেলোসেন্ট্রিক

১৩। কোষপ্লেট কোনটি দ্বারা গঠিত হয়?
(ক) কোষকঙ্কাল
(খ) মাইক্রোটিউবিউল
(গ) এন্ডোপ্লাজমিক জালিকা
(ঘ) গলজি বস্তু

১৪। মিয়োসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে কতটি অপত্য কোষ তৈরি হয়?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) একটিও নয়

১৫। মিয়োসিস বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার-
(ক) অর্ধেক
(খ) সমান
(গ) দ্বিগুণ
(ঘ) চারগুণ

১৬। মিয়োসিসে নিউক্লয়াসের কত তম বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) উভয়
(ঘ) কোনটিই নয়

১৭। ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়-
i. মসজাতীয় উদ্ভিদে
ii. ফার্নবর্গীয় উদ্ভিদে
iii. নগ্নবীজী উদ্ভিদে
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) iii
(গ) i, ii
(ঘ) i, ii, iii

১৮। সমীকরণিক বিভাজন হল-
i. মাইটোসিস
ii. মিয়োসিস
iii. মিয়োসিস-২
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i, ii
(গ) iii
(ঘ) i, iii

১৯। সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের মধ্যে কোন কোষ বিভাজনটি ঘটে?
(ক) মাইটোসিস
(খ) মিয়োসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) কোনটিই নয়

২০। কোনটি মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব?
(ক) দেহের ক্ষয়পূরণ
(খ) জীবের আকার বৃদ্ধি
(গ) অঙ্গজ প্রজনন
(ঘ) জেনেটিক বস্তুর সমতা রক্ষা

২১। কোন প্রজাতির টিকে থাকা বা না থাকা মূলত কীসের উপর নির্ভরশীল?
(ক) জীবের আকার
(খ) জীবের সংখ্যা
(গ) জীবের বৈচিত্র্য
(ঘ) জীবের বাসস্থান

২২। কোথায় মিয়োসিস ঘটে না?
(ক) জনন মাতৃকোষ
(খ) দেহকোষ
(গ) শুক্রাশয়
(ঘ) ডিম্বাশয়

২৩। জরায়ুমুখ টিউমার হয় কোন ভাইরাস দিয়ে?
(ক) Human Harpes Virus
(খ) Human Immunodeficiency Virus
(গ) Human Papilloma Virus
(ঘ) Human Polio Virus

২৪। কোন পর্যায়ে টেলোফেজ পর্যায়ের ঘটনাগুলোর বিপরীত ঘটনা ঘটে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ

২৫। কোন পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম এর সেন্ট্রোমিয়ার দুইভাগে বিভক্ত হয়?
(ক) টেলোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ

২৬। প্রতিটি ক্রোমাটিডে কতটি সেন্ট্রোমিয়ার থাকে?
(ক) একটি
(খ) দুইটি
(গ) একাধিক
(ঘ) একটিও না

২৭। প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলো কোন অবস্থায় থাকে?
(ক) সোজাসুজি
(খ) কুন্ডলিত
(গ) সমান্তরাল
(ঘ) সমকোণে

২৮। নিচের কোনটি মাইটোসিসের সঠিক পর্যায় ধারা?
(ক) প্রোফেজ→মেটাফেজ→অ্যানাফেজ
(খ) প্রো-মেটাফেজ →অ্যানাফেজ →টেলোফেজ
(গ) প্রোফেজ→ প্রো-মেটাফেজ →টেলোফেজ
(ঘ) প্রো-মেটাফেজ →মেটাফেজ→ অ্যানাফেজ

২৯। মাইটোসিসে নিউক্লিয়াস ও ক্রোমোজোম বিভক্ত হয় যথাক্রমে-
(ক) একবার ও দুইবার
(খ) দুইবার ও একবার
(গ) একবার ও একবার
(ঘ) দুইবার ও দুইবার

৩০। উদ্ভিদের বর্ধনশীল অংশের কোন টিস্যুতে মাইটোসিস কোষ বিভাজন হয়?
(ক) স্থায়ী টিস্যু
(খ) ভাজক টিস্যু
(গ) মৃত টিস্যু
(ঘ) পুরাতন টিস্যু

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। ঘ১১। খ২১। গ
২। খ১২। গ২২। খ
৩। গ১৩। গ২৩। গ
৪। গ১৪। গ২৪। ক
৫। ঘ১৫। গ২৫। ঘ
৬। ক১৬। ক২৬। ক
৭। গ১৭। গ২৭। খ
৮। খ১৮। ঘ২৮। ঘ
৯। গ১৯। খ২৯। গ
১০। ঘ২০। ঘ৩০। খ
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ জীববিজ্ঞান – কোষ বিভাজন (২য় পর্ব)

স্কোরিং শেষে ভুল উত্তরগুলোর জন্য মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের কোষ বিভাজন অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। কেন ভুল হলো উত্তরগুলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।

শেয়ার করে নিনঃ

Leave a Reply