নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়, কোষ বিভাজন। এই অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের প্রথম পর্বে তোমাদের স্বাগতম। এর আগে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। নবম-দশম শেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে।
জীববিজ্ঞান M.C.Q. : কোষ বিভাজন (১ম পর্ব)
কোষ বিভাজন অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ২৫ মিনিট সময় নিয়ে নিচের ৩০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার স্কোরটি আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারো।

১। নিচের কোনটি এককোষী (Unicellular) জীব নয়?
(ক) ব্যাকটেরিয়া
(খ) অ্যামিবা
(গ) ছোট মাছ
(ঘ) প্লাজমোডিয়াম
২। মাইটোসিস কোষ বিভাজনে-
i. নিউক্লিয়াস একবার বিভাজিত হয়
ii. ক্রোমোজোম দুইবার বিভাজিত হয়
iii. সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৩। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্ট হওয়া অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার-
(ক) সমান
(খ) অর্ধেক
(গ) এক-তৃতীয়াংশ
(ঘ) দ্বিগুণ
৪। মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম কী?
(ক) সমানুপাতিক বিভাজন
(খ) সমীকরণিক বিভাজন
(গ) হ্রাসমূলক বিভাজন
(ঘ) অসমীকরণিক বিভাজন
৫। নিম্নশ্রেণির উদ্ভিদ ও প্রাণীর অযৌন জননের সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) কোনটিই নয়
৬। ইন্টারফেজ হল-
(ক) নিউক্লিয়াসের বিভাজন
(খ) সাইটোপ্লাজমের বিভাজন
(গ) বিভাজন পূর্ব প্রস্তুতিমূলক কাজ
(ঘ) বিভাজনের ধারাবাহিক প্রক্রিয়া
৭। মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৫ টি
৮। মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সূচনা ঘটে?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) টেলোফেজ
৯। স্পিন্ডলযন্ত্রের তন্তুগুলো কী দ্বারা তৈরি?
(ক) মাইক্রোটিউবিউল
(খ) মাইক্রোফিলামেন্ট
(গ) ইন্টারমিডিয়েট ফিলামেন্ট
(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
১০। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
১১। অ্যানাফেজ পর্যায়ে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কোন ইংরেজি বর্ণের মত হয়?
(ক) V
(খ) L
(গ) J
(ঘ) I
১২। কোন পর্যায়ের শেষে কোষপ্লেট গঠিত হয়?
(ক) মেটাফেজ
(খ) টেলোফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) প্রো-মেটাফেজ
১৩। কোন পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ার এর বিভাজন শুরু হয়?
(ক) প্রোফেজ
(খ) প্রো-মেটাফেজ
(গ) মেটাফেজ
(ঘ) অ্যানাফেজ
১৪। টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কীরূপ আকার ধারণ করে?
(ক) মোটা ও খাটো
(খ) সরু ও খাটো
(গ) সরু ও লম্বা
(ঘ) মোটা ও লম্বা
১৫। কোনটির কোষ বিভাজন প্রক্রিয়ায় অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়?
(ক) প্রাণিকোষ
(খ) উদ্ভিদকোষ
(গ) ক+খ
(ঘ) কোনটিই নয়
১৬। কোন পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়?
(ক) অ্যানাফেজ
(খ) টেলোফেজ
(গ) প্রোফেজ
(ঘ) মেটাফেজ
১৭। মিয়োসিস বিভাজনের এক চক্রে নিউক্লয়াস কতবার বিভাজিত হয়?
(ক) একবার
(খ) দুইবার
(গ) চারবার
(ঘ) বিভাজিত হয় না
১৮। সপুষ্পক উদ্ভিদের কোথায় মিয়োসিস ঘটে?
(ক) ভ্রুণমূকুল
(খ) বর্ধনশীল পাতা
(গ) মূলের অগ্রভাগ
(ঘ) পরাগধানী
১৯। কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার অবস্থাকে কী বলে?
(ক) হ্যাপ্লয়েড
(খ) ডিপ্লয়েড
(গ) ট্রিপ্লয়েড
(ঘ) মনোপ্লয়েড
২০। কোন ধরনের উদ্ভিদের জাইগোটে মিয়োসিস বিভাজন ঘটে?
(ক) একবীজপত্রী উদ্ভিদ
(খ) আবৃতবীজী উদ্ভিদ
(গ) সপুষ্পক উদ্ভিদ
(ঘ) ফার্নবর্গীয় উদ্ভিদ
২১। কোন কোষ বিভাজন প্রক্রিয়া প্রতিটি কোষের নিউক্লয়াস ও সাইটোপ্লাজম এর আয়তনের ভারসাম্য রক্ষা করে?
(ক) অ্যামাইটোসিস
(খ) মাইটোসিস
(গ) মিয়োসিস
(ঘ) কোনটিই নয়
২২। কোনটি মাইটোসিস এর গুরুত্ব নয়?
(ক) দৈহিক বৃদ্ধি
(খ) জননকোষ সৃষ্টি
(গ) অঙ্গজ প্রজনন
(ঘ) জননকোষের সংখ্যাবৃদ্ধি
২৩। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কোন জিন দুটি কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অণুকে স্থানচ্যুত করে?
(ক) E4, E5
(খ) E5, E6
(গ) E6, E7
(ঘ) E7, E8
২৪। অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে কোন অঙ্গে ক্যান্সার হতে পারে?
(ক) ত্বক
(খ) জরায়ু
(গ) মস্তিষ্ক
(ঘ) সবগুলো
২৫। মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব হল-
i. গ্যামেট সৃষ্টি
ii. জিনগত বৈচিত্র্য সৃষ্টি
iii. প্রজাতির টিকে থাকার সম্ভাবনা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i, ii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৬। ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে ব্যাঙের কোন প্রজাতির উদ্ভব ঘটেছে?
(ক) Xenopus tropicalis
(খ) Xenopus laevis
(গ) Xenopus bufo
(ঘ) Xenopus melanostictus
২৭। জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে কোন কোষ বিভাজন প্রক্রিয়া অপরিহার্য?
(ক) মাইটোসিস
(খ) মিয়োসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) কোনটিই নয়
২৮। মাইটোসিসের কোন পর্যায়ে সাইটোপ্লাজমিক অঙ্গাণু সমূহের সমবন্টন ঘটে?
(ক) মেটাফেজ
(খ) অ্যানাফেজ
(গ) টেলোফেজ
(ঘ) প্রোফেজ
২৯। টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমে কোনটি ঘটে?
(ক) পানি হ্রাস
(খ) পানি যোজন
(গ) পানি বিয়োজন
(ঘ) পানি অপসারণ
৩০। প্রজাতির বিলুপ্তি রোধে সাহায্য করে কোন কোষ বিভাজন?
(ক) মিয়োসিস
(খ) অ্যামাইটোসিস
(গ) মাইটোসিস
(ঘ) কোনটিই নয়
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। গ | ১১। খ | ২১। খ |
২। খ | ১২। খ | ২২। খ |
৩। ক | ১৩। গ | ২৩। গ |
৪। খ | ১৪। গ | ২৪। ঘ |
৫। খ | ১৫। ক | ২৫। ঘ |
৬। গ | ১৬। গ | ২৬। খ |
৭। ঘ | ১৭। খ | ২৭। ক |
৮। খ | ১৮। ঘ | ২৮। গ |
৯। ক | ১৯। ক | ২৯। খ |
১০। গ | ২০। ঘ | ৩০। ক |
স্কোরিং শেষে ভুল উত্তরগুলোর জন্য মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের কোষ বিভাজন অধ্যায়টি বের করে আবার মিলিয়ে নিবে। কেন ভুল হলো উত্তরগুলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।