প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় – কাজ, ক্ষমতা ও শক্তি। এখান থেকে মানসম্পন্ন আরও ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের পদার্থবিজ্ঞান MCQ অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন। যার মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে আমরা বল অধ্যায়ের উপর রচিত ৩০টি এমসিকিউ প্রশ্ন প্রকাশ করেছিলাম। এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।
পদার্থবিজ্ঞান MCQ : ৪র্থ অধ্যায় – কাজ, ক্ষমতা ও শক্তি
এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই পদার্থবিজ্ঞান মূলবইয়ের “৪র্থ অধ্যায় – কাজ, ক্ষমতা ও শক্তি ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও।

০১। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ-
i. প্রতি নিয়ত কমছে
ii. প্রতিনিয়ত বাড়ছে
iii. সুনির্দিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) কোনটিই নয়
০২। বল এবং বলের প্রয়োগবিন্দুর দিকে সরণের উপাংশের গুণফলকে কী বলে?
(ক) ক্ষমতা
(খ) কাজ
(গ) শক্তি
(ঘ) কাজের উপাংশ
০৩। কোনটি স্কেলার রাশি?
(ক) সরণ
(খ) বেগ
(গ) ওজন
(ঘ) কাজ
০৪। কাজের মাত্রা সমীকরণের ক্ষেত্রে কোনটি সঠিক?
i. এটি বল ও সরণের মাত্রা সমীকরণের গুণফল
ii. এটি বল ও ত্বরণের মাত্রা সমীকরণের ভাগফল
iii. এটি ভর, ত্বরণ এবং সরণের মাত্রা সমীকরণের গুণফল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
০৫। 100 N বল প্রয়োগে কোনো বস্তুর দিকে সরণ 100 cm হলে কাজের পরিমাণ কতো হবে?
(ক) 100 J
(খ) 10 J
(গ) 1 J
(ঘ) 10 W
০৬। কাজ প্রধাণত কতো প্রকার?
(ক) ২ প্রকার
(খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার
(ঘ) কাজের কোন প্রকারভেদ নেই
০৭। ধনাত্মক কাজ-
i. আংশিক বল দ্বারা সম্পাদিত হয়
ii. বলের বিরুদ্ধের সম্পাদিত হয়
iii. বলের দ্বারা সম্পাদিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) i ও ii
০৮। অভিকর্ষ বলের জন্য নিচের কোনটি ধণাত্মক কাজের উদাহরণ?
i. রকেটের উড্ডায়ন
ii. বৃষ্টিপাত
Iii. গাছ থেকে ফল পড়া
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) iii
(ঘ) ii ও iii
০৯। 10 N বল প্রয়োগের ফলে কোন বস্তু বলের দিকে 90 ডিগ্রী কোণে 7 m সরে গেলে কাজের পরিমাণ হবে?
(ক) 70 J
(খ) 35 J
(গ) 0 J
(ঘ) 35 W
১০। 50 Kg ভরের একটি ছেলে 1500 m উঁচু কোন খাড়া পাহাড়ে উঠলে সে কী পরিমাণ কাজ করবে?
(ক) 7.5 × 105 J
(খ) 7.5 × 104 J
(গ) 75000 W
(ঘ) 7.35 × 105 J
১১। কাজের মাত্রা সমীকরণ কোনটি?
(ক) [ML2T-2]
(খ) [ML2T-3]
(গ) [MLT-2]
(ঘ) [ML-1T-2]
১২। কোনটির ওপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না?
(ক) ভর
(খ) সময়
(গ) অভিকর্ষীয় ত্বরণ
(ঘ) উচ্চতা
১৩। কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ?
(ক) যান্ত্রিক শক্তি
(খ) গতিশক্তি
(গ) রাসায়নিক শক্তি
(ঘ) চৌম্বক শক্তি
১৪। গতি শক্তি ৯ গুণ হলে বস্তুর বেগ করো হবে?
(ক) ২ গুণ
(খ) ৩ গুণ
(গ) ৪ গুণ
(ঘ) ৫ গুণ
১৫। একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে?
(ক) গতি শক্তি
(খ) বিভব শক্তি
(গ) তাপ শক্তি
(ঘ) রাসায়নিক শক্তি
১৬। বিভবশক্তি নির্ভর করে—
i. ভরের উপর
ii. উচ্চতার উপর
iii. অভিকর্ষজ ত্বরণের উপর
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
১৭। পেট্রোলিয়াম শব্দের অর্থ কী?
(ক) কেরোসিন
(খ) আলকাতরা
(গ) পাথরে সঞ্চিত তেল
(ঘ) টলুইন
১৮। ধাতব প্রতিফলকের সাহায্যে সূর্যরশ্মিকে ব্যবহার করে কী তৈরি করা হয়?
(ক) সৌরবিদ্যুৎ
(খ) সৌরচুল্লী
(গ) ক্যালকুলেটর
(ঘ) ক্যামেরা
১৯। পানি বিদ্যুৎ কেন্দ্রে পানির কোন শক্তিকে কাজে লাগানো হয়?
(ক) বিভব শক্তি
(খ) শব্দ শক্তি
(গ) পারমাণবিক শক্তি
(ঘ) তাপ শক্তি
২০। এক কিলোওয়াট ঘন্টা সমান কত?
(ক) 3. 0 × 106 J
(খ) 3. 6 × 107 J
(গ) 3. 6 × 105 J
(ঘ) 3. 6 × 106 J
২১। হাতে হাত ঘষলে যে তাপ উৎপন্ন হয়, তা কোন শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়?
(ক) শব্দ শক্তি
(খ) বিভব শক্তি
(গ) যান্ত্রিক শক্তি
(ঘ) গতি শক্তি
২২। বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে কোনটি?
(ক) জেনারেটর
(খ) তড়িৎমোটর
(গ) ডেনিয়েল কোষ
(ঘ) ট্রান্সফরমার
২৩। বৈদ্যুতিক জেনারেটরের কুন্ডলীটি ঘুরানোর সময় কোন প্রকার শক্তি উৎপন্ন হয়?
(ক) শব্দ শক্তি
(খ) চৌম্বক শক্তি
(গ) তড়িৎ শক্তি
(ঘ) গতি শক্তি
২৪। কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কী বলে?
(ক) বল
(খ) শক্তি
(গ) চাপ
(ঘ) ক্ষমতা
২৫। ক্ষমতার একক কী বলে?
(ক) জুল
(খ) নিউটন-মিটার
(গ) জুল-মিটার
(ঘ) ওয়াট
২৬। ML2T-3 কিসের মাত্রা?
(ক) ক্ষমতা
(খ) বল
(গ) কাজ
(ঘ) ভরবেগ
২৭। 70kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তির কত হলে তার বেগ 7ms-1 হবে?
(ক) 1571 J
(খ) 1715 J
(গ) 1517 J
(ঘ) 1175 J
২৮। m ভরের একটি বস্তুকে 20 m, 30 m, 50 m ও 60 m উপরে রাখা হলো। কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি?
(ক) 20m
(খ) 30m
(গ) 50m
(ঘ) 60m
২৯। ১ জুল সমান কতো?
(ক) 1Nkg
(খ) 1Nc
(গ) 1Nb
(ঘ) 1Nm
৩০। আলোর বেগ কতো?
(ক) 2. 98 × 107 ms-1
(খ) 3 × 1010 ms-1
(গ) 3 × 108 ms-1
(ঘ) 3 × 106 ms-1
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
১। (গ) | ১১। (ক) | ২১। (গ) |
২। (খ) | ১২। (খ) | ২২। (খ) |
৩। (ঘ) | ১৩। (ক) | ২৩। (গ) |
৪। (গ) | ১৪। (খ) | ২৪। (ঘ) |
৫। (ক) | ১৫। (খ) | ২৫। (ঘ) |
৬। (ক) | ১৬। (ঘ) | ২৬। (ক) |
৭। (গ) | ১৭। (গ) | ২৭। (খ) |
৮। (ক) | ১৮। (খ) | ২৮। (ঘ) |
৯। (গ) | ১৯। (ক) | ২৯। (ঘ) |
১০। (ঘ) | ২০। (ঘ) | ৩০। (গ) |
যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং পদার্থবিজ্ঞান বইয়ের “৪র্থ অধ্যায় – কাজ, ক্ষমতা ও শক্তি” বের করে আবার ভালো করে পড়ে নিবে। ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্। “কাজ, ক্ষমতা ও শক্তি” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।
আমি পেয়েছি ২৫/৩০.
*১৮ নং MCQ টা বুঝতে পড়ি নাই।