বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা কবি সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে।

আজকের বিষয়বস্তু – কবি সাহিত্যিকদের ছদ্মনাম

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে

কবি-সাহিত্যিকদের-ছদ্মনাম

১। বিখ্যাত প্রাবন্ধিক প্রমথ চৌধুরী কোন ছদ্মনামে লিখতেন?
উত্তরঃ বীরবল।

২। কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কী ছিল?
উত্তরঃ হুতোম প্যাঁচা।

৩। বনফুল এর প্রকৃত নাম কী?
উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়।

৪। প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম কী ছিল?
উত্তরঃ টেকচাঁদ ঠাকুর।

৫। বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় কোন ছদ্মনামে লিখতেন?
উত্তরঃ নীল লোহিত।

৬। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় এর প্রকৃত নাম কী?
উত্তরঃ প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।

৭। শেখ আজিজুর রহমান কোন ছদ্মনামে লিখতেন?
উত্তরঃ শওকত ওসমান।

৮। শহীদুল্লাহ কায়সার এর প্রকৃত নাম কী ছিল?
উত্তরঃ আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ।

৯। সত্যপীর কোন সাহিত্যিকের ছদ্মনাম ছিল?
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।

১০। মুসাফির ছদ্মনামে কোন সাহিত্যিক লিখেছেন?
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।

১১। চারুচন্দ্র চক্রবর্তী কোন ছদ্মনামে লিখতেন?
উত্তরঃ জরাসন্ধ।

১২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে লিখতেন?
উত্তরঃ কমলাকান্ত।

১৩। ভানুসিংহ কোন বিখ্যাত কবির ছদ্মনাম?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

১৪। গাজী মিয়া ছদ্মনামে কোন বিখ্যাত সাহিত্যিক সাহিত্যকর্ম রচনা করেছেন?
উত্তরঃ মীর মশাররফ হোসেন।

১৫। রাজশেখর বসু কোন ছদ্মনামে লিখতেন?
উত্তরঃ পরশুরাম।

১৬। অশোক সৈয়দ কার ছদ্মনাম ছিল?
উত্তরঃ আব্দুল মান্নান সৈয়দ।

১৭। বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম কী ছিল?
উত্তরঃ অনীলা দেবী।

১৮। সুভাষ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কী ছিল?
উত্তরঃ সুবচনী।

১৯। মজলুম আদিব (বিপন্ন লেখক) কার ছদ্মনাম?
উত্তরঃ কবি শামসুর রাহমান।

২০। কালকূট ছদ্মনামে কোন সাহিত্যিক লিখেছেন?
উত্তরঃ সমরেশ বসু।

২১। দুখু মিয়া কার ছদ্মনাম ছিল?
উত্তরঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

২২। বিমল ঘোষ কোন ছদ্মনামে লিখতেন?
উত্তরঃ মৌমাছি।

২৩। বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কী ছিল?
উত্তরঃ যাযাবর।

২৪। হরিনাথ মজুমদার এর ছদ্মনাম কী ছিল?
উত্তরঃ কাঙ্গাল হরিনাথ।

২৫। আবুল ফজল কোন ছদ্মনামে লিখতেন?
উত্তরঃ শমসের উল আজাদ।

বিসিএস সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved