বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “বাংলা সাহিত্য” থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা কবি সাহিত্যিকদের উপাধি নিয়ে।
আজকের বিষয়বস্তু – কবি সাহিত্যিকদের উপাধি
এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে।

১। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কী?
উত্তরঃ বিশ্বকবি।
২। কাজী নজরুল ইসলাম এর উপাধি কী?
উত্তরঃ বিদ্রোহী কবি ও জাতীয় কবি।
৩। বাংলা ভাষার কোন বিখ্যাত সাহিত্যিককে ‘সাহিত্য সম্রাট’ বলা হয়?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৪। কাকে ‘চলিত গদ্যের জনক’ বলে আখ্যায়িত করা হয়?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
৫। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর উপাধি কী?
উত্তরঃ বিদ্যাসাগর।
৬। মধ্যযুগের বিখ্যাত কবি মুকুন্দরাম চক্রবর্তীকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছিল?
উত্তরঃ কবি কঙ্কণ।
৭। কাকে ‘বাংলার মিল্টন’ বলা হয়?
উত্তরঃ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে।
৮। কাকে ‘ছন্দের জাদুকর’ উপাধিতে ভূষিত করা হয়েছে?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
৯। কবি জসীমউদ্দীনের উপাধি কী?
উত্তরঃ পল্লীকবি।
১০। সেলিম আল দীন এর উপাধি কী?
উত্তরঃ নাট্যাচার্য।
১১। কাকে ‘জননী সাহসিকা’ উপাধিতে আখ্যায়িত করা হয়েছে?
উত্তরঃ সুফিয়া কামাল।
১২। কোন মহিয়সী নারীকে ‘শহিদ জননী’ হিসেবে আখ্যায়িত করা হয়?
উত্তরঃ জাহানারা ইমাম।
১৩। কাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়?
উত্তরঃ বেগম রোকেয়াকে।
১৪। কাকে ‘মুসলিম রেঁনেসার কবি’ বলা হয়?
উত্তরঃ ফররুখ আহমদকে।
১৫। কাকে বাংলা সাহিত্যের ‘অপরাজেয় কথাশিল্পী’ উপাধিতে ভূষিত করা হয়েছে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে।
১৬। কাকে ‘ছান্দসিক কবি’ বলা হয়?
উত্তরঃ আব্দুল কাদিরকে।
১৭। বিহারীলাল চক্রবর্তীর উপাধি কী?
উত্তরঃ ভোরের পাখি।
১৮। কাকে ‘মার্কসবাদী কবি’ বলা হয়?
উত্তরঃ বিষ্ণু দে।
১৯। কাকে ‘যুগ সন্ধিক্ষণের কবি’ বলা হয়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত।
২০। ‘গুণরাজ খান’ কার উপাধি ছিল?
উত্তরঃ মালাধর বসু।
২১। কাকে বাংলা সাহিত্যের ‘কিশোর কবি’ বলা হয়?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্তকে।
২২। নজিবর রহমানের উপাধি কী?
উত্তরঃ সাহিত্যরত্ন।
২৩। কাকে কবিদের কবি বলা হয়?
উত্তরঃ নির্মলেন্দু গুণকে।
২৪। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী এর উপাধি কী?
উত্তরঃ স্বপ্নাতুর কবি।
২৫। কাকে ‘রূপসী বাংলার কবি’ বলা হয়?
উত্তরঃ জীবনানন্দ দাশকে।
বিসিএস সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।