প্রিয় শিক্ষার্থী বন্ধুরা! আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা। প্রস্তুতিও নিশ্চয়ই শেষ পর্যায়ে। তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি আরও একটু পূর্ণতা দিতেই কেন্দ্রবাংলা ডট কম নিয়ে এলো বহুনির্বাচনী মডেল টেস্ট সিরিজ। এখানে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপরে একাধিক মডেল টেস্ট প্রশ্ন দিবো তোমাদের। বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকেরা এই প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এর মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুতিকে আরও ঝালিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ।
এসএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট – ০১
জীববিজ্ঞানের বহুনির্বাচনী এই মডেল টেস্টে মোট প্রশ্ন আছে ২৫টি। প্রতিটা প্রশ্নের মান ১। তোমরা এখানকার প্রতিটি প্রশ্ন পড়ে তার উত্তর খাতায় লিখবে। প্রশ্নের শেষে আমরা সঠিক উত্তর যোগ করে দিয়েছি।
তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিও। চলো তাহলে আর দেরী না করে এসএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট এর প্রথম পর্বটি শুরু করি।

১। নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা নয়?
(ক) বিবর্তনবিদ্যা
(খ) পরজীবীবিদ্যা
(গ) বংশগতিবিদ্যা
(ঘ) শারীরবিদ্যা
২। নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু?
(ক) সেন্ট্রোজোম
(খ) লাইসোজোম
(গ) মাইটোকন্ড্রিয়া
(ঘ) কোষগহ্বর
৩। নিচের কোন প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন হয়?
(ক) হ্যাচ ও স্ল্যাক চক্র
(খ) ক্যালভিন চক্র
(গ) সি ফোর চক্র
(ঘ) ক্রেসুলেসিয়ান এসিড বিপাক চক্র
৪। শ্বেতরক্তকণিকার-
(i) নির্দিষ্ট কোন আকার নেই
(ii) গড় আয়ু ৫-১০ দিন
(iii) কাজ জীবাণু ধ্বংস করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৫। Mycobacterium গণভুক্ত ব্যাকটেরিয়া কোন রোগ তৈরি করে থাকে?
(ক) ব্রংকাইটিস
(খ) হাঁপানি
(গ) নিউমোনিয়া
(ঘ) যক্ষ্মা
৬। মেরুদন্ডের অস্থিসন্ধি হল-
(ক) ঈষৎ সচল অস্থিসন্ধি
(খ) পূর্ণ সচল অস্থিসন্ধি
(গ) নিশ্চল অস্থিসন্ধি
(ঘ) বল ও কোটর অস্থিসন্ধি
৭। জিবেরেলিন সাহায্য করে-
(i) অঙ্কুরোদগমে
(ii) ফুল ফোটাতে
(iii) বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
৮। একজন মানুষের সাধারণত কয়টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে?
(ক) দুইটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) ছয়টি
৯। নিচের কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে?
(ক) ধুতুরা
(খ) শিমুল
(গ) সরিষা
(ঘ) ক+গ
১০। একই প্রজাতিভুক্ত সদস্যগণের মধ্যেও যে বিভিন্ন পার্থক্য দেখা যায় তা কোন ধরনের বৈচিত্র্যের অন্তর্গত?
(ক) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
(খ) প্রজাতিগত বৈচিত্র্য
(গ) বংশগতীয় বৈচিত্র্য
(ঘ) কোনটিই নয়
১১। অটোক্লেভ যন্ত্রে কী পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হয়?
(ক) ১১৫ ডিগ্রী সেলসিয়াস
(খ) ১২০ ডিগ্রী সেলসিয়াস
(গ) ১২১ ডিগ্রী সেলসিয়াস
(ঘ) ১২৫ ডিগ্রী সেলসিয়াস
১২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়-
(i) ইনসুলিন উৎপাদনের জন্য
(ii) ভেড়ার পশমের মান বৃদ্ধির জন্য
(iii) পোকামাকড় প্রতিরোধী ফসল উদ্ভাবনের জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
১৩। নিচের কোনটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত নয়?
(ক) সিভকোষ
(খ) উড ফাইবার
(গ) ভেসেল
(ঘ) ট্রাকিড
১৪। অ্যানাফেজ পর্যায়ে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকার ইংরেজি কোন বর্ণের মত হয়?
(ক) V
(খ) I
(গ) J
(ঘ) L
১৫। ঢেঁকিছাটা চালে কোন ভিটামিন থাকে?
(ক) ভিটাসিন সি
(খ) ভিটামিন ডি
(গ) ভিটামিন বি
(ঘ) ভিটামিন এ
১৬। আত্তীকরণ পদ্ধতিতে শোষিত খাদ্যবস্তু কোষের কোনটিতে পরিণত হয়?
(ক) নিউক্লিয়াস
(খ) কোষঝিল্লি
(গ) মাইটোকন্ড্রিয়া
(ঘ) প্রোটোপ্লাজম
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
উদ্ভিদ তার জৈবিক কার্যাবলির জন্য প্রয়োজনীয় পানি মূলের মাধ্যমে শোষণ করে। শোষিত পানির কিছু অংশ উদ্ভিদের জৈবিক কাজে ব্যয় হয়। অবশিষ্ট পানি উদ্ভিদ বায়বীয় অংশের মাধ্যমে বাষ্পাকারে বাইরে বের করে দেয়।
১৭। উদ্দীপকে উদ্ভিদের কোন পদ্ধতির কথা বলা হয়েছে?
(ক) শ্বসন
(খ) প্রস্বেদন
(গ) সালোকসংশ্লেষণ
(ঘ) রেচন
১৮। নিচের কোনটি উপরোক্ত পদ্ধতির অভ্যন্তরীণ প্রভাবক?
(ক) আপেক্ষিক আর্দ্রতা
(খ) বায়ুপ্রবাহ
(গ) পত্ররন্ধ্র
(ঘ) তাপমাত্রা
১৯। মূত্রের প্রায় ৯০ ভাগ উপাদান হচ্ছে-
(ক) ইউরিয়া
(খ) পানি
(গ) ক্রিয়েটিনিন
(ঘ) ইউরিক এসিড
২০। পশ্চাৎ মস্তিষ্কের অংশ হল-
(i) সেরিব্রাম
(ii) পনস
(iii) মেডুলা অবলংগাটা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২১। নিষেকের কত দিনের মধ্যে অমরা গঠিত হয়?
(ক) ৬ সপ্তাহ
(খ) ৮ সপ্তাহ
(গ) ১২ সপ্তাহ
(ঘ) ২০ সপ্তাহ
২২। নিচের কোনটি লোহিত রক্ত কণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগ?
(ক) টিউবারকুলোসিস
(খ) লিউকেমিয়া
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) হিমোফিলিয়া
২৩। নিচের কোনটি বাস্তুতন্ত্রের ভৌত উপাদান?
(ক) নাইট্রোজেন
(খ) বিয়োজক
(গ) হিউমাস
(ঘ) বায়ুপ্রবাহ
২৪। মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীব-
(i) এককোষী, ফিলামেন্টাস
(ii) শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে
(iii) দ্বিবিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii
২৫। মধ্যচ্ছদা কোন তন্ত্রের কাজে সাহায্য করে?
(ক) স্নায়ুতন্ত্র
(খ) রেচনতন্ত্র
(গ) পরিপাকতন্ত্র
(ঘ) শ্বসনতন্ত্র
বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।
সঠিক উত্তরঃ
০১। খ | ১১। গ | ২১। গ |
০২। ক | ১২। ঘ | ২২। গ |
০৩। খ | ১৩। ক | ২৩। ঘ |
০৪। খ | ১৪। গ | ২৪। ঘ |
০৫। ঘ | ১৫। গ | ২৫। ঘ |
০৬। ক | ১৬। ঘ | |
০৭। ঘ | ১৭। খ | |
০৮। গ | ১৮। গ | |
০৯। ঘ | ১৯। খ | |
১০। গ | ২০। গ |
কতো নাম্বার পেয়েছো এই এসএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট-এ? নিচে কমেন্ট করে জানিও দিও। নাম্বার কম পেলে কিন্তু মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইটি বের করে আবার মিলিয়ে নিবে। যে উত্তরগুলো ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরীক্ষার সময় আর ভুলবে না ইনশাআল্লাহ্। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।