আন্তর্জাতিক সংগঠন – জাতিপুঞ্জ | বিসিএস ও চাকরির পরীক্ষা প্রস্তুতি | BCS | আন্তর্জাতিক বিষয়াবলি

বিসিএসসহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “আন্তর্জাতিক বিষয়াবলি”র বিভিন্ন বিষয়বস্তু থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য আন্তর্জাতিক বিষয়াবলির নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা ‘আন্তর্জাতিক সংগঠন – জাতিপুঞ্জ’ নিয়ে।

আজকের বিষয়বস্তু – আন্তর্জাতিক সংগঠন, জাতিপুঞ্জ

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে

আন্তর্জাতিক সংগঠন - জাতিপুঞ্জ

১। জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ
১৯২০ সালে।

২। কোন চুক্তির মাধ্যমে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ
১৯১৯ সালের ভার্সাই চুক্তির মাধ্যমে।

৩। জাতিপুঞ্জের অপর নাম কী?
উত্তরঃ
League of Nation.

৪। জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক কে ছিলেন?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।

৫। প্রেসিডেন্ট উড্রো উইলসন কোথায় জাতিপুঞ্জ সৃষ্টির কথা উল্লেখ করেছেন?
উত্তরঃ
উড্রো উইলসন এর চৌদ্দ দফার ১৪ নম্বর পয়েন্টে জাতিপুঞ্জ সৃষ্টির কথা উল্লেখ রয়েছে।

৬। জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ছিল?
উত্তরঃ
৪২ টি।

৭। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ স্যার এরিক ড্রামন্ড। তিনি ১৯২০ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

৮। জাতিপুঞ্জের সর্বশেষ মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ সিয়েন সিস্টার (১৯৪০ থেকে -১৯৪৬ সাল পর্যন্ত)।

৯। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তরঃ
সুইজারল্যান্ড এর জেনেভায়।

১০। জাতিপুঞ্জ সৃষ্টির মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তরঃ
প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠা করাই ছিল জাতিপুঞ্জ সৃষ্টির মূল উদ্দেশ্য।

১১। জাতিপুঞ্জের মূল অঙ্গসংস্থা কয়টি ও কী কী?
উত্তরঃ
তিনটি। যথাঃ পরিষদ, কাউন্সিল ও সচিবালয়।

১২। জাতিপুঞ্জ কত সালে তার কার্যকারিতা হারায়?
উত্তরঃ
১৯৩৯ সালে।

১৩। জাতিপুঞ্জ ১৯৩৯ সালে কেন তার কার্যকারিতা হারায়?
উত্তরঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হওয়ায়।

১৪। কত সালে জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়?
উত্তরঃ
১৯৪৬ সালের ২০ এপ্রিল।

বিসিএস-সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।

শেয়ার করে নিনঃ

Leave a Reply