প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি আয়োজনে তোমাদের স্বাগতম। পদার্থবিজ্ঞান বইয়ের ১৩ অধ্যায় – আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস । এখান থেকে মানসম্পন্ন ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকের পদার্থবিজ্ঞান MCQ।

এই এমসিকিউগুলোর মাধ্যমে একজন এসএসসি পরীক্ষার্থী অথবা নবম-দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে খুব সহজেই তুমি নিজের দক্ষতা ঝালিয়ে নিতে পারবে। এর আগে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম থেকে ১২ অধ্যায় পর্যন্ত সকল অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন প্রকাশ করেছিলাম। এখনও সেটি দেখে না থাকলে দেখে নিতে পারো।

পদার্থবিজ্ঞান MCQ : ১৩ অধ্যায় – আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস

এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই পদার্থবিজ্ঞান মূল বইয়ের “১৩ অধ্যায় – আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস” ভালো করে পড়ে নিবে। এরপর ৩০ মিনিট সময়ের মধ্য বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে।

আমরা প্রতিটা প্রশ্নের মান ১ নাম্বার করে ধরেছি। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলোও যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার প্রাপ্ত নাম্বারটি নিচে কমেন্ট করে জানিয়ে দিও।

আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস

০১। কোন বিজ্ঞানী সর্বপ্রথম তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ করেন?
(ক) বেকরেল
(খ) রাদারফোর্ড
(গ) মাদাম কুরী
(ঘ) পিয়েরী কুরী

০২। গামা রশ্মির দ্রুতি কত?
(ক) 3 × 108 ms-1
(খ) 9.11 × 108 ms-1
(গ) 3.9 × 1010 ms-1
(ঘ) 3 × 1010 ms-1

০৩। বিটা কণার উপস্থিতি নির্ণয় করা যায়—
i.গাইগার মূলার কাউন্টার দিয়ে
ii.ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে
iii.ক্লাউড চেম্বার দিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

০৪। চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কোনটি?
(ক) কিডনির ব্লকেজ নির্ণয়ে
(খ) চোখের রোগ নির্ণয়ে
(গ) পাকস্থলীর এসিডিটি নিরাময়ে
(ঘ) মূত্রবর্ধক হিসাবে

০৫। ইলেক্ট্রনিক্সের যাত্রা শুরু হয় কত সালে?
(ক) ১৮৮০ সালে
(খ) ১৮৮১ সালে
(গ) ১৯৮২ সালে
(ঘ) ১৮৮৩ সালে

০৬। নিম্নের কোনটি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে?
(ক) থার্মোমিটার
(খ) ট্রায়োড
(গ) ডায়োড
(ঘ) অ্যামিটার

০৭। অধিক দূরত্বে তথ্য পাঠাতে কোন সংকেত সর্বোত্তম?
(ক) এনালগ সংকেত
(খ) মোর্স সংকেত
(গ) ডিজিটাল সংকেত
(ঘ) তড়িৎ সংকেত

০৮। সিলিকনের সাথে কোন পদার্থ যোগ করলে তা p-টাইপে পরিণত হয়?
(ক) ফসফরাস
(খ) কার্বন
(গ) হাইড্রোজেন
(ঘ) বোরন

০৯। কোনটি অর্ধ-পরিবাহী বস্তু?
(ক) সিলিকন
(খ) অ্যালুমিনিয়াম
(গ) পিতল
(ঘ) তামা

১০। রেকটিফায়ার কী কাজ করে?
(ক) তড়িৎ প্রবাহকে বৃদ্ধি করে
(খ) ভোল্টেজের বিবর্ধন ঘটায়
(গ) তড়িৎ প্রবাহকে একমুখী করে
(ঘ) তড়িৎ প্রবাহের হ্রাস ঘটায়

১১। n-p-n ট্রানজিস্টরে ‘p’ অংশটি কী?
(ক) নিঃসারক
(খ) বিবর্ধক
(গ) সংগ্রাহক
(ঘ) পীঠ

১২। কোনো অর্ধপরিবাহীর ভিতর দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা নির্ভর করে—
i.অর্ধপরিবাহী বস্তুতে মিশ্রিত ভেজালের পরিমাণের ওপর
ii.অর্ধপরিবাহী পদার্থের ঘনত্বের ওপর
iii.অর্ধপরিবাহীর তাপমাত্রা ওপর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও ii

১৩। কোনটির মধ্যে একটি চলকুণ্ডলী ও ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাত থাকে?
(ক) মোবাইল
(খ) মাইক্রোফোন
(গ) স্পীকার
(ঘ) টেলিভিশন

১৪। রঙিন টেলিভিশনে মৌলিক রংগুলো কী?
(ক) আসমানী, সবুজ, নীল
(খ) আসমানী, সবুজ, লাল
(গ) কমলা, লাল, সবুজ
(ঘ) আসামনী, হলুদ, লাল

১৫। কম্পিউটার অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র হিসেবে বিবেচিত হওয়ার কারণ হচ্ছে এর—
i.তথ্য জমা করে রাখার ক্ষমতা
ii.কাজ করার দ্রুততা
iii.ক্লান্তিহীনতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৬। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা কী?
(ক) একটি হাইড্রোজেন নিউক্লীয়াস
(খ) একটি হিলিয়াম নিউক্লীয়াস
(গ) একটি তড়িৎ নিরপেক্ষ কণা
(ঘ) একটি ঋণাত্নক কণা

১৭। তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটা রশ্মি নির্গত হয় তা আসলে কী?
(ক) ঋণাত্নক ইলেকট্রনের স্রোত
(খ) একটি তড়িৎ নিরপেক্ষ কণা
(গ) একটি ধনাত্নক নিউক্লীয়াস
(ঘ) ধনাত্মক প্রোটনের স্রোত

১৮। সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযোজিত হলে তাকে কী বলে?
(ক) সমান্তরাল বর্তনী
(খ) অর্ধপরিবাহী ট্রানজিস্টর
(গ) সমন্বিত বর্তনী
(ঘ) অর্ধপরিবাহী ডায়োড

১৯। টেলিভিশন সম্প্রচারে ক্যামেরার কাজ কী?
(ক) ছবিকে তড়িৎসংকেতকে রুপান্তর করা
(খ) ছবিকে শব্দ তরঙ্গে রুপান্তর করা
(গ) তড়িৎসংকেতকে ছবিতে রুপান্তর করা
(ঘ) শব্দ তরঙ্গকে ছবিতে রুপান্তর করা

২০। উচ্চ গতি সম্পন্ন কনার গতি, নিউক্লীয় পদার্থবিজ্ঞানের বিভিন্ন ঘটনা কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়?
(ক) কোয়ান্টাম তত্ত্ব
(খ) আপেক্ষিক তত্ত্ব
(গ) গতি তত্ত্ব
(ঘ) ক + খ

২১। আলফা কণার আধান কত?
(ক) 3.2 × 1019 C
(খ) 3 × 108 C
(গ) 9.1 × 1031 C
(ঘ) 3.2 × 10-8 C

২২। বিটা রশ্মির বেগকে থামিয়ে দেয়ার জন্য কত cm পুরুত্বের অ্যালুমিনিয়াম পাতের প্রয়োজন?
(ক) 3
(খ) 0.3
(গ) 6
(ঘ) 9

২৩। বিটা কণা………আধান যুক্ত।
(ক) ধনাত্মক
(খ) ঋণাত্নক
(গ) আধান নিরপেক্ষ
(ঘ) কোনোটিই নয়

২৪। নিম্নের কোন রশ্মি তাড়িত চৌম্বক তরঙ্গ আকারে প্রবাহিত হয়?
(ক) আলফা
(খ) বিটা
(গ) গামা
(ঘ) এক্সরে রশ্মি

২৫। বিজ্ঞানী হেনরী বেকরেল কোন দেশের বিজ্ঞানী?
(ক) আরব
(খ) আমেরিকা
(গ) গ্রীস
(ঘ) ফরাসি

২৬। মাদাম কুরী ও কোন বিজ্ঞানী পরবর্তীতে তেজস্ক্রিয় বিকিরণ দেখতে পান?
(ক) নিউটন
(খ) আইনস্টাইন
(গ) ম্যাক্স প্লাঙ্ক
(ঘ) পীয়ারে কুরী

২৭। তেজস্ক্রিয়তা কে আবিস্কার করেন?
(ক) পীয়ারে কুরী
(খ) বেকরেল
(গ) থমসন
(ঘ) রঞ্জন

২৮। তেজষ্ক্রিয়তা পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তার নাম কি?
(ক) বেকরেল
(খ) ওহম
(গ) রন্টজেন
(ঘ) ওয়েরস্টেড

২৯। কোনটির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি?
(ক) গামা রশ্মি
(খ) বিটা রশ্মি
(গ) আলফা রশ্মি
(ঘ) হিলিয়াম কণা

৩০। নিচের কোন রশ্মিটি ধনাত্মক আধানযুক্ত?
(ক) আলফা রশ্মি
(খ) বিটা
(গ) গামা রশ্মি
(ঘ) এক্স রশ্মি

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

০১। (ক) ১১। (ঘ) ২১। (ক)
০২। (ক) ১২। (গ) ২২। (খ)
০৩। (গ) ১৩। (খ) ২৩। (খ)
০৪। (ক) ১৪। (খ) ২৪। (গ)
০৫। (গ) ১৫। (ঘ) ২৫। (ঘ)
০৬। (খ) ১৬। (খ) ২৬। (ঘ)
০৭। (গ) ১৭। (ক) ২৭। (খ)
০৮। (ঘ) ১৮। (গ) ২৮। (ক)
০৯। (ক) ১৯। (ক) ২৯। (ক)
১০। (গ) ২০। (ঘ) ৩০। (ক)
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরঃ পদার্থবিজ্ঞান – বিদ্যুতের চৌম্বক ক্রিয়া

যাচাই শেষে নাম্বার কম পেলে একদমই মনখারাপ করবে না। বরং পদার্থবিজ্ঞান বইয়ের “১৩ অধ্যায় – আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস” বের করে আবার ভালো করে পড়ে নিবে।

ভুল উত্তরগুলো কেন ভুল হলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। পরবর্তীতে আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। “আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস” অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞানরসায়নের সকল বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved