অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নোটিফিকেশন বন্ধ করার উপায়

নোটিফিকেশন জিনিসটার আবিষ্কার সম্ভবত কোন ভালো কারণেই হয়েছিলো। কিন্তু এখন আর সেটা সত্য নয়। বর্তমানে সময়ে নোটিফিকেশন আপনার মনোযোগ নষ্ট করার একটা অব্যার্থ অস্ত্র। যেটা এই মুহুর্তে নিয়ন্ত্রণ করাটা জরুরী। এই লেখায় আমরা নোটিফিকেশন বন্ধ করার উপায় গুলো নিয়েই কথা বলবো।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আপনি চাইলে খুব সহজেই যেমন সব নোটিকেশন এবং অ্যালার্ট বন্ধ করতে পারবেন; তেমনি আলাদাভাবে এক বা একাধিক অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনও বন্ধ করে রাখতে পারবেন। এই লেখায় আপনা দুইটা উপায় নিয়েই বলবো। চলুন, আর দেরী না করে নোটিফিকেশন বন্ধের উপায় গুলো দেখে নিই।

নোটিফিকেশন বন্ধ করার উপায়

নোটিফিকেশন বন্ধ করার উপায়

DND মোড অন করে রাখুন

DND হচ্ছে, Do Not Disturb এর সংক্ষিপ্ত রূপ। এটি ফোনের একটি ডিফল্ট নোটিফিকেশন এবং অ্যালার্ট বন্ধ করার অপশন। ফোনের DND মোড অন করার মাধ্যমে আপনি এক ক্লিকেই সবধরণের নোটিফিকেশন বন্ধ রাখতে পারবেন। কাজের মাঝখানে কল, মেসেজ বা অ্যালার্ম কোনকিছুতেই ফোন কোন শব্দ বা ভাইব্রেশন করে আপনাকে মনোযোগ সরিয়ে নিতে পারবে না।

জরুরী কোন কাজে DND মোড চালু করে রাখাটা আমার মতে বুদ্ধিমানের কাজ। কাজ শেষে আপনি আপনার কললিস্ট বা নোটিফিকেশনগুলো চেক করে নিতে পারেন।

প্রথম দিকের স্মার্টফোনগুলোতে অপশনটি না থাকলেও, বর্তমানে প্রায় সকল অ্যান্ড্রয়েড ফোনেই অপশনটি থাকে। পাওয়ার পাটন চেপে ধরলে যে পপ-আপ মেনু আসে, সেখানে এই অপশনটি দেখতে পাবেন।

না পেলে কুইক সেটিংস অর্থাৎ নোটিফিকেশন বার টেনে নিচে নামালে যে সেটিংসগুলো দেখা যায় সেখানে দেখতে পাবেন। এতেও না পেলে সেটিংস অপশনে গিয়ে DND লিখে সার্চ করুন।

DND মোড অ্যাক্টিভ করার অপশনটি পাওয়ার পর জাস্ট সেটাকে অন করে দিন। কতোক্ষণের জন্য এটি অন রাখবেন সেই সময়টাও চাইলে ঠিক করে দিতে পারেন। ব্যাস, আপনাকে আর কোনরকম নোটিফিকেশন বিরক্ত করবে না।

নির্দিষ্ট অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে রাখুন

এক্ষেত্রে আপনি একটা একটা করে নির্দিষ্ট অ্যাপসের নোটিফিকেশন বন্ধ করতে হবে। এবং যে অ্যাপসে নোটিফিকেশন বন্ধ করবেন সেই অ্যাপে না ঢোকা পর্যন্ত কোন নোটিফিকেশন দেখতে পাবেন না। DND মোটে যেমন আপনাকে বিরক্ত না করলেও ফোনের নোটিফিকেশন বারে অ্যাপ এসে জমা থাকবে, এক্ষেত্রে তা হবে না। আপনাকে ফোনের নোটিফিকেশন বারে ঐ অ্যাপের কোন নোটিফিকেশনই আসবে না।

যেমন, ধরুন আপনি ফেসবুক অ্যাপের নোটিফিকেশন বন্ধ করলেন, সেক্ষেত্রে ফেসবুকের কোন নোটিফিকেশন আর আপনার নোটিফিকেশন বারে দেখাবে না। তবে ফেসবুক অ্যাপে ঢুকলে সেখানকার নোটিফিকেশন সেকশনে আপনি নোটিফিকেশন দেখতে পাবেন।

আমার মতে ফেসবুক, ইউটিউব, হোয়াটস অ্যাপ, মেজেঞ্জারের মতো সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপসের ক্ষেত্রে এভাবে নোটিফিকেশন বন্ধ করে রাখা উচিত।

যাইহোক, নির্দিষ্ট অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখতে হলে ফোনের Settings এ গিয়ে App Notifiction লিখে সার্চ করুন। অপশন এলে এর ভিতরে ঢুকে যে অ্যাপের নোটিফিকেশন বন্ধ করতে চান সেটাতে ক্লিক করুন। এবং Show Notification লেখার পাশে থাকা বাটনে ক্লিক করে সেটা অফ করে দিন।

আরও পড়তে পারেনঃ কীভাবে ফোনের চার্জার ছাড়া ফোন চার্জ দিবেন?

নিজের বাস্তব জীবনে ফোকাস থাকতে হলে এখনই ফোনের নোটিফিকেশন বন্ধ করে নিজের কাজে মনোনিবেশ করুন। মনে রাখবেন, স্মার্টফোনে কোন অ্যাপ্লিকেশন আপনার সুবিধার কথা বিবেচনা করে নোটিফিকেশন দেয় না। আপনি যেন মূল্যবান সময় করে তাদের অ্যাপে ব্যয় করে তাদের প্রোফিট বাড়িয়ে দেন, সেটাই নোটিফিকেশনের প্রধান উদ্দেশ্য।

নোটিফিকেশন বন্ধ করার উপায় নিয়ে এই লেখাটি আপনার কোন কাজে লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সে সাথে আপনার লেখাটি নিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন জানিয়ে দিন আমাদের কমেন্টবক্সে!

শেয়ার করে নিনঃ

Leave a Reply