অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার অন্যতম একটি শর্ত হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। অর্থাৎ অনিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকা। বেশ কয়েকবছর যাবত অনেক ওয়েবসাইটই তাদের ব্যবহারকারীদের পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে শর্ত বেঁধে দিচ্ছে। যেমন, নাম্বারের পাশাপাশি পাসওয়ার্ডে অক্ষর রাখা, বড় এবং ছোট হাতের ইংরেজি অক্ষর ব্যবহার করা, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা ইত্যাদি।

উদ্দেশ্য একটাই, ব্যবহারকারীর পাসওয়ার্ড যেন অন্য কারো পক্ষে অনুমান করা কষ্টকর হয়। তবে, এতোসব শর্ত বেধে দিলেও অনেক ব্যবহারকারী এখনও সহজ পাসওয়ার্ড সেট করে থাকেন। যাতে করে পাসওয়ার্ড মনে রাখা সহজ হয়।

তবে, মনে রাখা সহজ করতে গিয়ে ব্যাক্তিগত তথ্য ঝুঁকির মুখে ফেলা কোনভাবেই বুদ্ধিমানের কাজ নয়। পাসওয়ার্ড যতোটা সম্ভব শক্তিশালী করে তৈরী করা উচিত। মনে রাখার ক্ষেত্রে খুব সমস্যা হলে ভালো কোন পাসওয়ার্ড ম্যানেজার সার্ভিস ব্যবহার করতে পারেন।

সবচেয়ে অনিরাপদ পাসওয়ার্ড

সবচেয়ে অনিরাপদ পাসওয়ার্ড

আজকে আমরা এই লেখায় দুর্বল পাসওয়ার্ডের বৈশিষ্ট্য এবং সবচেয়ে অনিরাপদ ২০টি পাসওয়ার্ড নিয়ে কথা বলবো। আপনার পাসওয়ার্ডটি যদি এর মধ্য কোন একটি হয়ে থাকে তাহলে আজকেই সেটা বদলে ফেলুন। পাশাপাশি পাসওয়ার্ডের মাঝে অনিরাপদ পাসওয়ার্ডের বৈশিষ্ট্য থাকলে সেগুলো বদলে নিন। এতে করে অনলাইনে ব্যাক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন, ইনশাআল্লাহ।

দুর্বল বা অনিরাপদ পাসওয়ার্ড এর বৈশিষ্ট্য

দুর্বল বা অনিরাপদ পাসওয়ার্ডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা মনে রাখা সহজ। এটা যে সবসময়ই নাম্বার কিংবা নিজেদের নাম হবে এমন কোন কথা নেই। আমাদের জীবনের যে বিষয়গুলোকে আমরা সাধারণভাবে খুব বেশি গুরুত্ব দিই সেগুলোর নামও কিংবা সংখ্যাও হতে পারে অনিরাপদ পাসওয়ার্ডের অন্যতম বৈশিষ্ট্য।

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের মতে যে পাসওয়ার্ডগুলো সহজে অনুমান করা যায় অর্থাৎ অনিরাপদ, সেগুলোকে নিচের ক্যাটাগরিতে ভাগ করে ফেলা যায়।

  • নিজের অথবা প্রিয় কারো নাম
  • তারিখ এবং জন্মদিন
  • পশুপাখির নাম
  • প্রিয় খাবারের নাম
  • প্রিয় জায়গার নাম
  • পছন্দের তারকার নাম
  • কোন শখের নাম

মনে রাখার সুবিধার্থে অনেক মানুষই এই ধরণের পাসওয়ার্ড রাখেন। ব্যাক্তিগত পছন্দ অপছন্দ জানা থাকলেই যে পাসওয়ার্ডগুলো খুব সহজেই বের করে ফেলা সম্ভব। সোশ্যাল নেটওয়ার্কের এই যুগে ব্যাক্তিগত পছন্দ অপছন্দ জানা খুব বেশি কঠিনকিছু নয়। আর একারণেই এই ধরণের পাসওয়ার্ডগুলোকে অনিরাপদ পাসওয়ার্ড বলা হয়।

সবচেয়ে দুর্বল ২০টি পাসওয়ার্ড

তবে, সবচেয়ে অনিরাপদ পাসওয়ার্ডের তালিকার শীর্ষে যে পাসওয়ার্ডগুলো রয়েছে সেগুলো ঠিক উপরের বৈশিষ্ট্যগুলোর মধ্য পড়ে না। এগুলো অনেকটা প্যাটার্নের মতো। সংখ্যা কিংবা অক্ষরের প্যাটার্ন, যেগুলো মানুষভেদে ভিন্ন হয় না। তাই, কোন রকম পরিশ্রম ছাড়াই সাইবার ক্রিমিনালরা এসব পাসওয়ার্ড বের করে ফেলতে পারে।

আরও পড়তে পারেনঃ ফোনের এয়ারপ্লেন মোড আসলে কী? কীভাবে কাজ করে এটা?

অর্থাৎ পছন্দের খাবারের নামে আপনি যদি আপনার পাসওয়ার্ড সেট করেন, তাহলে আপনার সম্পর্কে হ্যাকারের কিছুটা হলেও জানতে হবে। কিন্তু এই বিশটি পাসওয়ার্ডের বেলায় আপনার সম্পর্কে কোনকিছু না জেনেও হ্যাকার আপনার একাউন্ট হ্যাক করে ফেলতে পারবে। তাই, এধরণের পাসওয়ার্ড কোন অবস্থাতেই ব্যবহার করা উচিত না।

বকবক অনেক হলো, এবার পাসওয়ার্ডগুলো দেখে নিই চলুন।

  • 123456789
  • 123456
  • 0987654321
  • 654321
  • 111111
  • 1q2w3e4r
  • 112233
  • 123123
  • 123321
  • abc123
  • 1qaz2wsx
  • zxcvbnm
  • asdfghjkl
  • iloveyou
  • Password1
  • Qwerty123
  • qwertyuiop
  • sunshine1
  • superman123
  • lol123

এর মধ্যকার কোন পাসওয়ার্ড কি আপনার কমন পড়েছে? অনলাইনের কোন একাউন্ট বা ডিভাইসে যদি এর কোন একটি পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন, তাহলে লেখাটা এই পর্যন্ত পড়েই পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলুন।

আরও পড়তে পারেনঃ ইন্টারনেট নিয়ে ১০টি অবাক তথ্য, আপনার জানা আছে কি?

ডিজিটাল মাধ্যমে অথবা ইন্টারনেটে নিজেকে নিরাপদ করার প্রথম পদক্ষেপ হচ্ছে অনিরাপদ পাসওয়ার্ড বদলে শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা। কীভাবে শক্ত পাসওয়ার্ড তৈরী করবেন সেটা নিয়ে নাহয় আরেকদিন আলোচনা করবো। আপাতত এলোমেলো অক্ষর, সংখ্যা এবং চিহ্ন ব্যবহার করে পাসওয়ার্ড সেট করে নিতে পারেন। মনে রাখা অসম্ভব হলে খাতায় কিংবা ব্যাক্তিগত ডায়েরীতে লিখে রাখা যেতে পারে। তাছাড়া পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের সুযোগ তো রয়েছেই।


1 Comment

পাসওয়ার্ড বিহীন ইন্টারনেট তৈরীতে কাজ করবে গুগল, অ্যাপল ও মাইক্রোসফট - কেন্দ্রবাংলা · May 7, 2022 at 11:40 pm

[…] বা নানা রকম বিশেষ ক্যারেক্টার দিয়েও পাসওয়ার্ডকে দূর্ভেদ্য করা যাচ্ছে না। তাই, এর পাশাপাশি নানা […]

  • Leave a Reply

    Avatar placeholder

    Your email address will not be published. Required fields are marked *

    2023 © KendroBangla | All Rights Reserved