বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতেই প্রতিবছর “আন্তর্জাতিক বিষয়াবলি”র বিভিন্ন বিষয়বস্তু থেকে একাধিক প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সহজ করার জন্য বাংলা সাহিত্যের নানা বিষয়বস্তু নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করে যাচ্ছে কেন্দ্রবাংলা ডট কম। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা মেসোপটমিয়া সভ্যতা (পর্ব ০১) নিয়ে।

আজকের বিষয়বস্তু – মেসোপটেমিয়া সভ্যতা (পর্ব ০১)

এ বিষয়ক আলোচনাকে সহজবোধ্য করার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরের আকারে নিচে উপস্থাপন করা হল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন দেখে নিতে পারেন এখান থেকে

১। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তরঃ মেসোপটেমিয়া সভ্যতা।

২। মেসোপটেমিয়া সভ্যতা কবে গড়ে উঠেছিল?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে।

৩। ‘মেসোপটেমিয়া’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ। এর অর্থ – দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।

৪। মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উত্তরঃ টাইগ্রিস (দজলা) ও ইউফ্রেটিস (ফোরাত) নদীর তীরে।

৫। মেসোপটেমিয়া সভ্যতার কয়টি পর্যায় ছিল ও কী কী?
উত্তরঃ ৪ টি।
যথাঃ ক) সুমেরীয় সভ্যতা, খ) ব্যাবিলনীয় সভ্যতা, গ) আসিরীয় সভ্যতা, ঘ) ক্যালডীয় সভ্যতা।

৬। সুমেরীয়রা কোন ধরনের লিখন পদ্ধতির উদ্ভাবন করেছিল?
উত্তরঃ কিউনিফর্ম।

৭। কিউনিফর্ম কী?
উত্তরঃ কিউনিফর্ম হলো অক্ষর ভিত্তিক বর্ণলিপি।

৮। কিউনিফর্ম লিখন পদ্ধতিতে কতটি অক্ষর বা বর্ণলিপি ছিল?
উত্তরঃ ৩২ টি।

৯। কিউনিফর্ম লিপিতে কোন মহাকাব্যটি লেখা হয়েছিল?
উত্তরঃ মহাকাব্য গিলগামেশ।

১০। গিলগামেশ কে ছিলেন?
উত্তরঃ উরুর নগরের শাসক।

১১। সুমেরীয়দের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার কোনটি?
উত্তরঃ চাকা।

১২। সুমেরীয়দের ধর্ম মন্দিরকে কী বলা হয়?
উত্তরঃ জিগুরাত।

১৩। ব্যাবিলনীয় সভ্যতা কবে গড়ে উঠেছিল?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ২০৫০ অব্দে।

১৪। ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে ছিলেন?
উত্তরঃ হাম্বুরাবি।

১৫। পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা কে ছিলেন?
উত্তরঃ হাম্বুরাবি।

১৬। কোন সভ্যতায় পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণিত হয়?
উত্তরঃ ব্যাবিলনীয় সভ্যতা।

১৭। পৃথিবীর প্রথম লিখিত আইন কী নামে পরিচিত ছিল?
উত্তরঃ হাম্বুরাবি কোড।

১৮। হাম্বুরাবি কোড এ কতটি ধারা ছিল?
উত্তরঃ ২৮২ টি।

১৯। সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন শুরু করে কোন সভ্যতা?
উত্তরঃ ব্যাবিলনীয় সভ্যতা।

২০। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় পাওয়া গেছে?
উত্তরঃ ব্যাবিলনের গাথুর শহরের ধ্বংসাবশেষ থেকে।

বিসিএস-সহ যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করতে কেন্দ্রবাংলার এই আয়োজন। নিয়মিত নানা বিষয়ে লেখা ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved