একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায়, প্রাণীর পরিচিতি। এই অধ্যায়ের উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। এর আগে আমরা প্রাণিবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করেছিলাম। প্রকাশ করেছিলাম প্রাণীর পরিচিতি (১ম পর্ব – হাইড্রা) এবং প্রাণীর পরিচিতি (২য় পর্ব – ঘাসফড়িং) বহুনির্বাচনী প্রশ্ন। এরই ধারাবাহিকতায় আজকে প্রকাশিত হলো, প্রাণীর পরিচিতি (৩য় পর্ব – রুইমাছ)-এর বহুনির্বাচনী প্রশ্ন।

একাদশ-দ্বাদশ শেণির একজন শিক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবেন। নিম্নোক্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো শ্রদ্ধেয় গাজী আজমল ও গাজী আসমত স্যার রচিত একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বই এর এর আলোকে তৈরি করা হয়েছে।

প্রাণিবিজ্ঞান M.C.Q. : প্রাণীর পরিচিতি (৩য় পর্ব – রুইমাছ)

প্রাণীর পরিচিতি (২য়) অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবেন। এরপর ৩০ মিনিট সময় নিয়ে নিচের ৪০টি এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবেন। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই আপনারা আপনাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবেন।

প্রাণীর পরিচিতি (৩য় পর্ব - রুইমাছ)

১। রুই মাছ কোন তাপমাত্রায় বাঁচতে পারে না?
(ক) ১২ ডিগ্রী সেলসিয়াসের উপরে
(খ) ১৪ ডিগ্রী সেলসিয়াসের নিচে
(গ) ১৬ ডিগ্রী সেলসিয়াসের উপরে
(ঘ) ১৮ ডিগ্রী সেলসিয়াসের নিচে

২। রুই মাছের দেহ কোন ধরনের আঁইশে আবৃত থাকে?
(ক) সাইক্লয়েড
(খ) গ্যানয়েড
(গ) প্ল্যাকয়েড
(ঘ) টিনয়েড

৩। রুই মাছের দেহের পশ্চাৎপ্রান্তের অঙ্কীয়দিকে অবস্থিত তিনটি ছিদ্রের মধ্যে প্রথমে কোনটি থাকে?
(ক) রেচনছিদ্র
(খ) পায়ুছিদ্র
(গ) শ্বসনছিদ্র
(ঘ) জননছিদ্র

৪। রুই মাছের পুচ্ছ-পাখনা কোন ধরনের হয়?
(ক) হোমোসার্কাল
(খ) হেটারোসার্কাল
(গ) ডাইফাইসার্কাল
(ঘ) মেটাসার্কাল

৫। রুই মাছের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ

৬। রুই মাছের হৃদপিন্ডে কোন অংশটি থাকে না?
(ক) বাল্বাস আর্টারিওসাস
(খ) কোনাস আর্টারিওসাস
(গ) সাইনাস ভেনোসাস
(ঘ) ভেন্ট্রিকল

৭। নিচের কোনটি রুই মাছের লেজে রক্ত সরবরাহ করে?
(ক) ইলিয়াক ধমনি
(খ) প্যারাইটাল ধমনী
(গ) কডাল ধমনী
(ঘ) রেনাল ধমনী

৮। রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্র গঠিত হয়-
i. একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা নিয়ে
ii. একজোড়া জুগুলার শিরা নিয়ে
iii. একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা নিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৯। রুই মাছের দেহে মোট কতটি ফুলকা থাকে?
(ক) ২ টি
(খ) ৪ টি
(গ) ৬ টি
(ঘ) ৮ টি

১০। কোনটি রুই মাছের দেহে প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে?
(ক) ফুলকা
(খ) বায়ুথলি
(গ) হৃদপিন্ড
(ঘ) পাখনা

১১। রুইমাছের ডিম্বাশয় কোনটি দ্বারা দেহপ্রাচীরে ঝুলানো থাকে?
(ক) মেসোভেরিয়াম
(খ) মেসোরকিয়াম
(গ) মেসোটোনিয়াম
(ঘ) মেসেনকাইম

১২। পুরুষ রুই মাছ সাধারণত কত সে. মি. লম্বা হলে প্রজননের জন্য তৈরি হয়?
(ক) ৫১ সে. মি.
(খ) ৫৫ সে. মি.
(গ) ৬৫ সে. মি.
(ঘ) ৭০ সে. মি.

১৩। রুই মাছের বায়ুথলি-
i. মেরুদণ্ডের নিচে অবস্থিত
ii. পৌষ্টিকনালির উপরে অবস্থিত
iii. দেখতে চকচকে সাদা থলির মতো
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৪। রুইমাছের প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা কত থাকতে হয়?
(ক) ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে
(খ) ২৭-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে
(গ) ২৮-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে
(ঘ) ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে

১৫। কখন রুইমাছের লার্ভা দশার সমাপ্তি ঘটে?
(ক) ২৪ ঘন্টা পর
(খ) ৪৮ ঘন্টা পর
(গ) ৭২ ঘন্টা পর
(ঘ) ৯৬ ঘন্টা পর

১৬। কোন ঋতুতে রুই মাছের আঁইশের বৃদ্ধি বেশি হয়?
(ক) বর্ষাকালে
(খ) শরৎকালে
(গ) শীতকালে
(ঘ) বসন্তকালে

১৭। রুইমাছের রক্তের লোহিতকণিকা-
i. ডিম্বাকার
ii. নিউক্লিয়াসবিহীন
iii. নিউক্লিয়াসযুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৮। রুইমাছের প্রতিটি বক্ষ-পাখনায় কতটি পাখনা রশ্মি থাকে?
(ক) ৬-৭ টি
(খ) ১৪-১৬ টি
(গ) ১৭-১৮ টি
(ঘ) ১৯-২০ টি

১৯। সাইনাস ভেনোসাস-
i. পাতলা প্রাচীরবিশিষ্ট উপপ্রকোষ্ঠ
ii. হৃদপিন্ডের পৃষ্ঠদেশে অবস্থিত
iii. ভেন্ট্রিকলের সাথে যুক্ত
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২০। রুইমাছের হৃদপিন্ডে কোন কপাটিকাটি থাকে না?
(ক) অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার কপাটিকা
(খ) ভেন্ট্রিকুলো-বাল্বাস কপাটিকা
(গ) সাইনো-বাল্বাস কপাটিকা
(ঘ) সাইনো-অ্যাট্রিয়াল কপাটিকা

২১। রুইমাছের হৃদপিন্ডকে কী বলা হয়?
(ক) শিরা হৃদপিন্ড
(খ) ধমনী হৃদপিন্ড
(গ) ভেনাস হার্ট
(ঘ) ক+গ

২২। সাবক্ল্যাভিয়ান ধমনি কোথায় রক্ত সরবরাহ করে?
(ক) পাকস্থলীতে
(খ) বক্ষ-পাখনায়
(গ) শ্রোণী-পাখনায়
(ঘ) দেহ প্রাচীরে

২৩। রুই মাছের ডিম নিষিক্ত হওয়ার কত সময় পর ক্লিভেজ শুরু হয়?
(ক) ১৫-২০ মিনিট পর
(খ) ৩০-৪৫ মিনিট পর
(গ) ৫০-৬০ মিনিট পর
(ঘ) দেড় থেকে দুই ঘন্টা পর

২৪। মেরোব্লাস্টিক ধরনের ক্লিভেজে-
i. বেশি কুসুমযুক্ত ডিমের আংশিক ক্লিভেজ হয়
ii. শুধু প্রাণিমেরুতে ক্লিভেজ হয়
iii. কুসুমথলির পাশে কোষের চাকতি তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৫। রুইমাছের নিষেক প্রক্রিয়া কোন ধরনের?
(ক) বহিঃনিষেক
(খ) অন্তঃনিষেক
(গ) উভয়ই
(ঘ) কোনটিই নয়

২৬। রুইমাছ প্রতি কেজি দেহ ওজনের জন্য কী পরিমাণ ডিম উৎপাদন করে?
(ক) পঞ্চাশ থেকে আশি হাজার
(খ) দুই থেকে তিন লক্ষ
(গ) এক থেকে চার লক্ষ
(ঘ) তিন থেকে পাঁচ লক্ষ

২৭। কোনটির মাধ্যমে বায়ুথলির সাথে অন্তঃকর্ণের সংযোগ ঘটে?
(ক) রেটিয়া মিরাবিলিয়া
(খ) ওয়েবেরিয়ান অসিকল
(গ) টিউনিকা ইন্টার্না
(ঘ) টিউনিকা এক্সটার্না

২৮। রুইমাছের বায়ুথলিতে কোন গ্যাসটি থাকে না?
(ক) অক্সিজেন
(খ) নাইট্রোজেন
(গ) হাইড্রোজেন
(ঘ) কার্বনডাইঅক্সাইড

২৯। রুইমাছের ফুলকা দেখতে কীসের মতো?
(ক) নাশপাতির মতো
(খ) অ্যামিবার মতো
(গ) সুতার মতো
(ঘ) ডিমের মতো

৩০। রুইমাছের ফুলকার প্রত্যেক অর্ধাংশকে কী বলা হয়?
(ক) সেমিব্রাঙ্ক
(খ) হেমিব্রাঙ্ক
(গ) হোলোব্রাঙ্ক
(ঘ) হোমোব্রাঙ্ক

৩১। রুই মাছের পোর্টাল তন্ত্র গঠিত হয়-
i. হেপাটিক পোর্টালতন্ত্র নিয়ে
ii. কার্ডিয়াক পোর্টালতন্ত্র নিয়ে
iii. রেনাল পোর্টালতন্ত্র নিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩২। দুপাশের ল্যাটেরাল অ্যাওর্টা পশ্চাতে একীভূত হয়ে কোনটি গঠন করে?
(ক) ক্যারোটিড ধমনি
(খ) অপথ্যালমিক ধমনি
(গ) ডর্সাল অ্যাওর্টা
(ঘ) ব্রাঙ্কিয়াল ধমনি

৩৩। কোনটি রুইমাছের হৃদপিন্ডের সর্বশেষ প্রকোষ্ঠ?
(ক) অ্যাট্রিয়াম
(খ) ভেন্ট্রিকল
(গ) সাইনাস ভেনোসাস
(ঘ) বাল্বাস আর্টারিওসাস

৩৪। রুইমাছের রক্তে কোন রক্তকণিকাটি থাকে না?
(ক) লোহিত রক্তকণিকা
(খ) শ্বেত রক্তকণিকা
(গ) অনুচক্রিকা
(ঘ) ক+খ

৩৫। কোনটি রুইমাছের অঙ্কীয়দেশে হাইঅয়েড আর্চের সিউডোব্রাঙ্কে রক্ত বহন করে?
(ক) প্রথম বহির্বাহী ধমনী
(খ) দ্বিতীয় বহির্বাহী ধমনী
(গ) তৃতীয় বহির্বাহী ধমনি
(ঘ) চতুর্থ বহির্বাহী ধমনি

৩৬। সারকিউলাস সেফালিকাস গঠিত হয়-
i. ল্যাটেরাল অ্যাওর্টা নিয়ে
ii. ক্যারোটিড ধমনি নিয়ে
iii. ডর্সাল অ্যাওর্টা নিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩৭। রুইমাছ কোন সময় প্রজননের জন্য তৈরি হয়?
(ক) জানুয়ারি- ফেব্রুয়ারি মাসে
(খ) মার্চ- এপ্রিল মাসে
(গ) জুন- জুলাই মাসে
(ঘ) সেপ্টেম্বর- অক্টোবর মাসে

৩৮। কত সময় পর রুইমাছের লার্ভার চোখের রঙ কালো হতে থাকে?
(ক) ৬ ঘন্টা পর
(খ) ১২ ঘন্টা পর
(গ) ২৪ ঘন্টা পর
(ঘ) ৩৬ ঘন্টা পর

৩৯। ১৫ দিন বয়সের রুইমাছের পোনার দৈর্ঘ্য কত হয়?
(ক) ৮-৯ মি.মি.
(খ) ১৫-১৮ মি.মি.
(গ) ২০-২২ মি.মি.
(ঘ) ২৩ মি.মি.

৪০। নিচের কোনটি বড় কার্প জাতীয় মাছ নয়?
(ক) রুই
(খ) মৃগেল
(গ) টেংরা
(ঘ) কাতলা

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। খ১১। ক২১। ঘ৩১। খ
২। ক১২। গ২২। খ৩২। গ
৩। খ১৩। ঘ২৩। খ৩৩। খ
৪। ক১৪। খ২৪। ঘ৩৪। গ
৫। ক১৫। গ২৫। ক৩৫। ক
৬। খ১৬। ঘ২৬। গ৩৬। ক
৭। গ১৭। খ২৭। খ৩৭। গ
৮। ঘ১৮। গ২৮। গ৩৮। খ
৯। ঘ১৯। ক২৯। গ৩৯। ঘ
১০। খ২০। গ৩০। খ৪০। গ
বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর – প্রাণিবিজ্ঞানঃ প্রাণীর পরিচিতি (৩য় পর্ব – রুইমাছ)

কতো নাম্বার পেয়েছেন প্রাণীর পরিচিতি (৩য় পর্ব – রুইমাছ)-এর এই বহুনির্বাচনী প্রশ্নে? যাচাই শেষে মার্কস কম পেলে অর্থাৎ উত্তর ভুল হলে একদম দুশ্চিন্তার কিছু নেই। একাদশ-দ্বাদশ শ্রেণির প্রাণিবিজ্ঞান বইটির দ্বিতীয় অধ্যায় আরও ভালো করে পড়ে ভুলগুলোর সঠিক উত্তর বের করে নিবেন। এতে করে মূল পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। একাদশ-দ্বাদশ শ্রেণি আরও অন্যান্য এমসিকিউ দেখে নিতে পারেন এখান থেকে। আপনার যে কোন মূল্যবান মতামত বা পরামর্শ এবং প্রাপ্ত নাম্বার আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved