নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম। এর আগের পর্বে আমরা জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করে ছিলাম। নবম-দশম শ্রেণিরএকজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে।

জীববিজ্ঞান M.C.Q. : জীবকোষ ও টিস্যু (৩য় পর্ব)

জীবকোষ ও টিস্যু অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ৪০ মিনিট সময় নিয়ে বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার স্কোরটি আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিতে পারো।

জীবকোষ ও টিস্যু (৩য় পর্ব)

১। কোন রক্তকণিকা রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে?
ক) লোহিত রক্ত কণিকা
খ) শ্বেত রক্ত কণিকা
গ) অনুচক্রিকা
ঘ) কোনটিই নয়

২। প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো কোন আকৃতির?
ক) স্কোয়ামাস
খ) কিউবয়ডাল
গ) কলামনার
ঘ) গোলাকার

৩। মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালির প্রাচীরে কোন রূপান্তরিত আবরণী টিস্যু পাওয়া যায়?
ক) সিলিয়াযুক্ত
খ) ফ্লাজেলাযুক্ত
গ) ক্ষণপদযুক্ত
ঘ) গ্রন্থিযুক্ত

৪। কানেকটিভ টিস্যুতে মাতৃকার তুলনায় কোষের সংখ্যা-
ক) বেশি
খ) কম
গ) একই সমান
ঘ) কোনটিই নয়

৫। লসিকা কোন ধরনের যোজক টিস্যুর অন্তর্গত?
ক) ফাইব্রাস যোজক টিস্যু
খ) স্কেলিটাল যোজক টিস্যু
গ) তরল যোজক টিস্যু
ঘ) কোমলাস্থি যোজক টিস্যু

৬। অস্থি যোজক টিস্যুর মাতৃকায় কোন জাতীয় পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে?
ক) সোডিয়াম
খ) পটাশিয়াম
গ) ম্যাগনেশিয়াম
ঘ) ক্যালসিয়াম

৭। রক্তরসের বর্ণ কীরূপ?
ক) লাল
খ) ঈষৎ হলুদাভ
গ) ঈষৎ সবুজ
ঘ) বর্ণহীন

৮। রক্ত প্রবাহিত হয়-
(i) শিরার মাধ্যমে
(ii) কৈশিকনালীর মাধ্যমে
(iii) ধমনীর মাধ্যমে
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৯। নিচের কোনটি উষ্ণ রক্তবাহী প্রানীর দেহে তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে?
ক) রক্ত
খ) লসিকা
গ) পেশি
ঘ) কোমলাস্থি

১০। কোন ধরনের যোজক টিস্যু রক্তকণিকা উৎপাদন করে?
ক) তরল যোজক টিস্যু
খ) ফাইব্রাস যোজক টিস্যু
গ) স্কেলিটাল যোজক টিস্যু
ঘ) কোনটিই নয়

১১। পেশি টিস্যু ভ্রূণের কোন স্তর থেকে উৎপত্তি লাভ করে?
ক) এক্টোডার্ম
খ) এন্ডোডার্ম
গ) মেসোডার্ম
ঘ) কোনটিই নয়

১২। লসিকা কোথায় অবস্থান করে?
ক) টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে
খ) কৈশিকনালীর ভিতরে
গ) ধমনী ও শিরার ভিতরে
ঘ) উপরের সবগুলো

১৩। পেশিটস্যু কয় প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার

১৪। যে পেশিটিস্যু প্রাণির ইচ্ছানুযায়ী সংকুচিত প্রসারিত হয় তা হল-
ক) ঐচ্ছিক পেশি
খ) ভলান্টারি পেশি
গ) স্ট্রায়েটেড পেশি
ঘ) সবগুলো

১৫। কোন টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত থাকে?
ক) আবরণী টিস্যু
খ) যোজক টিস্যু
গ) পেশি টিস্যু
ঘ) স্নায়ু টিস্যু

১৬। লসিকাকোষ কোন ধরনের কাজ করে থাকে?
ক) রোগ প্রতিরোধ
খ) অক্সিজেন পরিবহন
গ) রক্ত জমাট বাঁধানো
ঘ) কোনটিই নয়

১৭। কোন রক্তকণিকাতে হিমোগ্লোবিন থাকে?
ক) লিউকোসাইট
খ) এরিথ্রোসাইট
গ) প্লাটিলেট
ঘ) থ্রম্বোসাইট

১৮। রক্তরসে জৈব-অজৈব পদার্থের পরিমাণ কত?
ক) ৯১-৯২%
খ) ৭-৮%
গ) ৮-৯%
ঘ) ৯২-৯৩%

১৯। কোন পেশির কোষগুলো মাকু আকৃতির হয়ে থাকে?
ক) ঐচ্ছিক পেশি
খ) অনৈচ্ছিক পেশি
গ) হৃৎপেশি
ঘ) কোনটিই নয়

আরও পড়তে পারোঃ নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. : জীবকোষ ও টিস্যু (২য় পর্ব)

২০। আদর্শ নিউরনের কয়টি অংশ থাকে?
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) অসংখ্য

২১। মানুষ তার জীবদ্দশায় মস্তিষ্কের কত শতাংশ ব্যবহার করতে পারে?
ক) ১০ শতাংশ
খ) ১০ শতাংশের কম
গ) ১০-৯০ শতাংশ
ঘ) ১০০ শতাংশ

২২। পৌষ্টিক গ্রন্থি হল-
(i) অগ্ন্যাশয়
(ii) যকৃৎ
(iii) লালাগ্রন্থি
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

২৩। কোন ধরনের পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে?
ক) ঐচ্ছিক পেশি
খ) অনৈচ্ছিক পেশি
গ) হৃৎপেশি
ঘ) সবগুলো

২৪। নিউরন কোষের সাইটোপ্লাজমে কোন অঙ্গাণুটি না থাকায় তা বিভাজিত হয় না?
ক) নিউক্লয়াস
খ) সেন্ট্রিওল
গ) মাইটোকন্ড্রিয়া
ঘ) রাইবোজোম

২৫। পরিপাকতন্ত্রের কাজ-
(i) খাদ্যগ্রহণ
(ii) শোষণ
(iii) অপাচ্য অংশ নিষ্কাশন
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

২৬। কোনটির উপস্থিতির কারণে রক্ত লাল বর্ণের হয়?
ক) হিমোগ্লোবিন
খ) হিমোসায়ানিন
গ) উভয়ই
ঘ) কোনটিই নয়

২৭। লসিকা কী বর্ণের হয়ে থাকে?
ক) লালবর্ণ
খ) স্বচ্ছ হলুদ
গ) ঈষৎ সবুজাভ
ঘ) ঈষৎ হলুদাভ

২৮। পৌষ্টিকনালির প্রাচীরে কোন পেশি থাকে?
ক) ঐচ্ছিক পেশি
খ) ডোরাকাটা পেশি
গ) মসৃণ পেশি
ঘ) হৃৎপেশি

২৯। ঐচ্ছিক পেশির কোষগুলো-
(i) নলাকার
(ii) শাখাযুক্ত
(iii) ডোরাকাটা
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৩০। নিউরনের কোষদেহের চারদিকে যে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ বের হয় তা হল-
ক) অ্যাক্সন
খ) ডেনড্রাইট
গ) সিন্যাপস
ঘ) ডেনড্রন

৩১। নিউরন কোষের আকৃতি কীরূপ?
ক) গোলাকার
খ) নলাকার
গ) বহুভুজাকৃতি
ঘ) মাকু আকৃতির

৩২। নিচের কোনটি পৌষ্টিকনালির অংশ নয়?
ক) মুখছিদ্র
খ) পাকস্থলী
গ) ডিওডেনাম
ঘ) যকৃৎ

৩৩। পাশাপাশি দুটি নিউরনের মধ্যে যে স্নায়ুসন্ধি গঠিত হয় তাকে বলে-
ক) সিন্যাপস
খ) অ্যাক্সন
গ) ডেনড্রাইট
ঘ) কোনটিই নয়

৩৪। রেচনতন্ত্রের মাধ্যমে কোন জাতীয় বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয়?
ক) ক্যালসিয়াম
খ) লৌহ
গ) নাইট্রোজেন
ঘ) ম্যাগনেশিয়াম

৩৫। কোনটি পৌষ্টিকনালির অংশ নয়?
ক) মুখছিদ্র
খ) ট্রাকিয়া
গ) ইলিয়াম
ঘ) মলাশয়

৩৬। কোন পেশির কোষগুলো শাখান্বিত ও এদের সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়?
ক) ঐচ্ছিক পেশি
খ) অনৈচ্ছিক পেশি
গ) হৃৎপেশি
ঘ) ডোরাকাটা পেশি

৩৭। এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি, নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণিদেহের অংশবিশেষকে বলা হয়-
ক) কোষ
খ) তন্ত্র
গ) কলা
ঘ) অঙ্গ

৩৮। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন পেশির কাজ নিয়ন্ত্রণ করে?
ক) ঐচ্ছিক পেশি
খ) অনৈচ্ছিক পেশি
গ) হৃৎপেশি
ঘ) ভলান্টারি পেশি

আরও পড়তে পারোঃ নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান M.C.Q. : জীবকোষ ও টিস্যু (১ম পর্ব)

৩৯। হরমোন কীসের মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে পরিবাহিত হয়?
ক) নালীর মাধ্যমে
খ) লসিকার মাধ্যমে
গ) রক্তের মাধ্যমে
ঘ) কোষের মাধ্যমে

৪০। নিচের কোনটি রেচনতন্ত্রের অংশ নয়?
ক) একজোড়া বৃক্ক
খ) একজোড়া ইউরেটার
গ) একজোড়া মূত্রনালি
ঘ) একটি মূত্রথলি

৪১। নিচের কোন তন্ত্রটি আমাদের দেহকে বাইরের আঘাত ও জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে?
ক) Respiratory system
খ) Excretory system
গ) Endocrine system
ঘ) Integumentary system

৪২। মাইটোকন্ড্রিয়া কত সালে আবিষ্কৃত হয়?
ক) ১৯৯৮
খ) ১৯৮৯
গ) ১৮৯৮
ঘ) ১৮৮৯

৪৩। পরাগায়নে সাহায্য করা কোন প্লাস্টিডের প্রধান কাজ?
ক) ক্লোরোপ্লাস্ট
খ) ক্রোমোপ্লাস্ট
গ) লিউকোপ্লাস্ট
ঘ) কোনটিই নয়

৪৪। নিচের কোন অঙ্গাণুটি হরমোন নিঃসরণেও ভূমিকা পালন করে থাকে?
ক) গলজি বস্তু
খ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
গ) কোষগহ্বর
ঘ) লাইসোজোম

৪৫। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোন অঙ্গাণুতে হয়ে থাকে?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) সেন্ট্রোজোম
গ) লাইসোজোম
ঘ) রাইবোজোম

৪৬। কোষের বিশ্রামকালে নিউক্লিয়াসের ভিতরে কুন্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মত অংশ হল-
(i) ক্রোমাটিন জালিকা
(ii) ক্রোমোজোম
(iii) নিউক্লিয়ার রেটিকুলাম
ক) ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪৭। প্যারেনকাইমা টিস্যু এক ধরনের-
(i) স্থায়ী টিস্যু
(ii) সরল টিস্যু
(iii) জটিল টিস্যু
ক) i খ) i, ii
গ) ii ঘ) i, iii

৪৮। স্কেলিটাল যোজক টিস্যুর কাজ হল-
(i) দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করা
(ii) দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করা
(iii) অঙ্গ সঞ্চালন ও চলনে সহায়তা করা
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪৯। লোহিত রক্ত কণিকার অপর নাম কী?
ক) এরিথ্রোসাইট
খ) লিউকোসাইট
গ) থ্রম্বোসাইট
ঘ) প্লাটিলেট

৫০। সিন্যাপসে একটি নিউরনের অ্যাক্সন অপর নিউরনের কোনটির সাথে স্নায়ুসন্ধি গঠন করে?
ক) অ্যাক্সন
খ) ডেনড্রন
গ) ডেনড্রাইট
ঘ) কোষদেহ

সঠিক উত্তরঃ

১। গ; ২। গ; ৩। ক; ৪। খ; ৫। গ; ৬। ঘ; ৭। খ; ৮। ঘ; ৯। ক; ১০। গ; ১১। গ; ১২। ক; ১৩। খ; ১৪। ঘ; ১৫। গ; ১৬। ক; ১৭। খ; ১৮। গ; ১৯। খ; ২০। খ; ২১। ঘ; ২২। ঘ; ২৩। গ; ২৪। খ; ২৫। ঘ; ২৬। ক; ২৭। খ; ২৮। গ; ২৯। খ; ৩০। ঘ; ৩১। গ; ৩২। ঘ; ৩৩। ক; ৩৪। গ; ৩৫। খ; ৩৬। গ; ৩৭। ঘ; ৩৮। খ; ৩৯। গ; ৪০। গ; ৪১। ঘ; ৪২। গ; ৪৩। খ; ৪৪। ক; ৪৫। ঘ; ৪৬। খ; ৪৭। খ; ৪৮। ঘ; ৪৯। ক; ৫০। গ।

স্কোরিং শেষে ভুল উত্তরগুলোর জন্য মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের জীবকোষ ও টিস্যু অধ্যায়টি বের করে কেন ভুল হলো উত্তরগুলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। জীবকোষ এবং টিস্যু অধ্যায় নিয়ে কোন প্রশ্ন তোমাদের মনে আসলে, কমেন্টে জানাতে পারো আমাদের। আর তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved