মাইক্রোসফট এর তৈরী কৃত্তিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভার্চুয়াল এসিস্ট্যান্ট কর্টানা। উইন্ডোজ ১০ এর সাথে প্রোগ্রামটা ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। তবে, এটা কয়জনের ঠিক কাজে আশে সেটা একটা বিষয়।

বেশিরভাগ উইন্ডোজ ব্যবহারকারীর জন্যই এটা পুরোপুরি অপ্রয়োজনীয় একটা প্রোগ্রাম। তাই, এটাকে আনইন্সটল করাটা বেশ যুক্তিযুক্ত। কিন্তু এটাকে ডিএক্টিভ করে রাখা যতোটা সহজ, আনইন্সটল করা ততটা নয়। আজকের এই লেখায় আমরা উইন্ডোজ থেকে কর্টানা আনইনস্টল করার উপায় সম্পর্কে বিশদভাবে আলোচনা করবো।

উইন্ডোজ থেকে কর্টানা আনইনস্টল করার উপায়

উইন্ডোজ থেকে কর্টানা আনইন্সটল করার উপায়

অন্য সব অ্যাপের মতো সরাসরি সেটিংস থেকে কর্টানা আনইনস্টল করার সুযোগ নেই। উইন্ডোজ ১০ এর আগের ভার্সনগুলোতে কর্টানা যদি আপনি ডিলেটও করেন তারপরও আপনাকে সেটা সার্চ এবং স্টার্টমেনু থেকে রিমুভ করতে হবে।

তবে, ২০২০ সালের মে মাসের আপডেটের (ভার্সন ২০০৪) পর থেকে এই সমস্যাটি আর নেই। পুরোপুরি সঠিকভাবে কর্টানা আনইনস্টল করা যায় এখন। তাই, শুরু করার আগে আপনার উইন্ডোজটি ২০০৪ কিংবা তার উপরের ভার্সন কিনা সেটা চেক করে নিন।

আরও পড়তে পারেনঃ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রিস্টোর পয়েন্ট তৈরী করার উপায়

উইন্ডোজের ভার্সন চেক করার জন্য Win+S বাটন চেপে সার্চ মেনু ওপেন করুন। এবার লিখুন, About. তারপর এন্টার চাপলেই নতুন উইন্ডো ওপেন হবে। নতুন উইন্ডোর একটু নিচে দেখবেন উইন্ডোজের ভার্সন লেখা আছে। 2004, 20H2, 21H1 এই ভার্সনগুলো হয়ে থাকলে আপনি কর্টানা আনইন্সটলের এই পদ্ধতিগুলো কাজে লাগাতে পারবেন। অন্যথায় আগে আপনার উইন্ডোজটি আপডেট করে নিতে হবে।

কর্টানা আনইন্সটল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

যেহেতু অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো করে কর্টানা আনইনস্টল করতে পারবেন না, তাই প্রথমেই আপনাকে উইন্ডোজ পাওয়ার শেল ওপেন করে নিতে হবে। এটা কম্পিউটারকে কোডের মাধ্যমে কমান্ড দেওয়ার একটি প্রোগ্রাম।

  • পাওয়ার শেল ওপেন করার জন্য Win+S বাটন চেপে প্রথমে সার্চ প্যানেল ওপেন করুন। এবার লিখুন, PowerShell. এবারের প্রোগ্রামটি Run as administrator মোডে ওপেন করুন।
পাওয়ার শেল ওপেন করুন
  • পাওয়ার শেল ওপেন করার পর এতে নিচের কোডটি লিখে ফেলুন।
Get-AppxPackage Microsoft.549981C3F5F10 | Remove-AppxPackage
প্রথম কোডটি লিখে ফেলুন

কমান্ড লাইনটি পাওয়ার শেলে লিখে বা কপি-পেস্ট করে এন্টার চাপুন। যদি কোন এরোর মেসেজ না দেখে একটি খালি লাইন আসে, তাহলে বুঝতে হবে কোডটি আপনার কম্পিউটারে কাজ করছে।

  • এবার কর্টানা আনইনস্টলের জন্য নিচের কোডটি টাইপ করুন অথবা কপি-পেস্ট করে দিন।
Get-AppxPackage -AllUsers -PackageTypeFilter Bundle -name "Microsoft.549981C3F5F10" | Remove-AppxPackage -AllUsers
দ্বিতীয় কোডটি লিখে ফেলুন

ব্যাস, কর্টানা পুরোপুরি আনইন্সটল হয়ে যাবে। এবারে আপনি যদি কর্টানা লিখে সার্চ করেন অথবা স্টার্টমেনুতে খুঁজে দেখেন তাহলে দেখবেন কর্টানা আর দেখেচ্ছে না।

আরও পড়তে পারেনঃ উইন্ডোজ ১০ এর টাস্কবারের আইকন মাঝখানে আনার উপায়

কর্টানা আনইন্সটল করার পর আবার যদি আপনার কাছে মনে হয় কর্টানা থাকাটাই ভালো ছিলো, তাহলেও কোন সমস্যা নেই। মাইক্রোসফট স্টোর থেকে খুব সহজেই আবার কর্টানা ইনস্টল করে নিতে পারবেন।

উইন্ডোজ থেকে কর্টানা আনইন্সটল বা ইনস্টল করতে কোন সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা দ্রুত আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর কর্টানা আনইন্সটল নিয়ে এই লেখাটি আপনার কাছে ভালো লাগলে ফেসবুকে শেয়ার করে নিতে ভুলবেন না।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved