আমেরিকা বা যুক্তরাষ্ট সরকারকে আঙ্কেল স্যাম ডাকার কারণ

১৮১৩ সাল। আমেরিকায় গৃহযুদ্ধ চলছে। নিউইয়র্ক এর ট্রয় এলাকার মাংশ বিক্রেতার নাম স্যাম্যুয়েল উইলসন। যুদ্ধে সেনাদের জন্য মাংস দিতেন ভদ্রলোক। দোকান থেকে যুদ্ধের মাঠে পাঠানোর জন্য ভদ্রলোক কাঠের ড্রাম ব্যবহার করতেন। দেশের প্রতি ভালোবাসা থেকে ব্যারেলের গায়ে খোদাই করে লিখে দিতেন United State এর আদ্যক্ষর! মানে U.S.

কিন্তু সেনাদের মধ্যই সেই U.S এর পূর্ণরূপটা United State নয়, বরং মুখে মুখে ছড়িয়ে পড়ে Uncle Sam হিসেবে! মাংসগুলো যে স্যামুয়েল উইলসন বা আঙ্কেল স্যামই সরবরাহ করতেন! একটুখানি মজা আর একটুখানি শ্রদ্ধা হয়ত মিশ্রিত ছিলো এমন পূর্ণরূপ তৈরীতে।

আরও পড়তে পারেনঃ সমুদ্র সম্পর্কিত ১০টি ফ্যাক্ট, যা হয়ত আপনার অজানা

সে যাইহোক, স্থানীয় একটি পত্রিকা এই ব্যাপারটিকে নিয়ে সেসময় সংবাদ প্রকাশ করে। ফলাফল, রাতারাতি প্রচুর মানুষের কাছে গল্পটি পৌঁছে যায়। সবার কাছে কাছে ইউএস ফেডারেল সরকারের ডাকনাম হিসেবে আঙ্কেল স্যাম জনপ্রিয়তা লাভ করে। আরও জানতে পড়তে পারেন এই লেখাটি

আমেরিকার ২৮ ভাগ ভূমির মালিক সরকার

সাধারণত গণতান্ত্রিক একটা দেশের প্রায় ৪ শতাংশ জমির মালিকানা সেই দেশের সরকারের মালিকানায় থাকে। তবে, যুক্তরাষ্ট্রের সরকার এদিক থেকে বেশ ব্যতিক্রম। দেশটির মোট ভূমির ২৮ শতাংশই সরকারের মালিকাধীন। একরে হিসেব করলে যা দাঁড়ায় প্রায় ৬৪০ মিলিয়ন একর বা ১ লাখ বর্গমাইল। যেটা আমাদের দেশের আয়তনের প্রায় দ্বিগুনের কাছাকাছি। মূলত দেশটির পশ্চিম অংশের স্টেটগুলোতো সরকারের মালিকাধীন জমির পরিমাণ বেশি।

আমেরিকার পতাকা যে অর্থ বহন করে

আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাটি পৃথিবীর বেশিরভাগ দেশের মতোই আয়তকার আকৃতির। আনুভূমিক বরাবর সবমিলিয়ে ১৩টি লাল সাদা ডোরাকাটা সরলরেখা। বামপাশের উপরের অংশে গাঢ় নীল রঙের আয়তক্ষেত্রের মাঝখানে ৫০টি তারকা।

আরও পড়তে পারেনঃ ৭টি মহাদেশের ১০টি অবাক করা ভৌগলিক ফ্যাক্ট

একটি দেশের জাতীয় পতাকা সেই দেশের ইতিহাস বা ঐতিহ্যকে প্রতীকীরূপে তুলে ধরে। ব্যাতিক্রম নয় আমেরিকার পতাকাও। এখানে ১৩টি সরলরেখার মাধ্যমে বৃটিশ শাসন থেকে মুক্ত হওয়া দেশটির প্রথম স্বাধীন হওয়া ১৩টি অঙ্গরাজ্যেকে তুলে ধরা হয়। এবং নীলের আয়ক্ষেত্রের মাঝে থাকা ৫০টি তারকা মূলত দেশটির ৫০ট রাজ্যের প্রতিনিধিত্ব করে।

পতাকাটির নিজস্ব ডাকনামও রয়েছে। এর মধ্য দ্য স্টারস অ্যান্ড স্ট্রাইপ, ওল্ড গ্লোরি, স্টার স্প্যাঙলেড ব্যানার উল্লেখযোগ্য।


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved