নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় এর উপর রচিত বহুনির্বাচনী প্রশ্নের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম। এর আগের পর্বে আমরা জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করে ছিলাম। নবম-দশম শেণির একজন শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হিসেবে খুব সহজেই এই প্রশ্নগুলো অনুশীলন করে নিজের দক্ষতাকে যাচাই করে নিতে পারবে।

জীববিজ্ঞান M.C.Q. : জীবকোষ ও টিস্যু (২য় পর্ব)

জীবকোষ ও টিস্যু অধ্যায়ের এই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলো অনুশীলন করার আগে অবশ্যই মূল বই ভালো করে পড়ে নিবে। এরপর ৪০ মিনিট সময় নিয়ে বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা প্রতিটা প্রশ্নের মান নির্ধারণ করেছি ১ নাম্বার। প্রশ্নের শেষ অংশে এর সঠিক উত্তরগুলো যুক্ত করে দিয়েছি। তাই, উত্তর দেওয়া শেষে খুব সহজেই তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বার বের করে ফেলতে পারবে। তোমার অন্যান্য বন্ধুদের উৎসাহ দিতে তোমার স্কোরটি আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিতে পারো।

জীবকোষ ও টিস্যু (২য় পর্ব)

১। আদিকোষের ক্রোমোজোমে কোনটি পাওয়া যায়?
ক) DNA
খ) RNA
গ) প্রোটিন
ঘ) হিস্টোন

২। সুগঠিত নিউক্লিয়াসবিশিষ্ট কোষকে বলা হয়-
ক) আদিকোষ
খ) প্রাককেন্দ্রিক কোষ
গ) ইউক্যারিওটিক সেল
ঘ) প্রোক্যারিওটিক সেল

৩। শ্বসনের কোন ধাপটি মাইটোকন্ড্রিয়ায় ঘটে না?
ক) অ্যাসিটাইল কো-এ সৃষ্টি
খ) ইলেকট্রন প্রবাহ তন্ত্র
গ) গ্লাইকোলাইসিস
ঘ) ক্রেবস চক্র

৪। ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়-
(i) রঙিন ফুলে
(ii) সবুজ পাতায়
(iii) গাজরের মূলে
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৫। কোন অঙ্গাণুটি জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
গ) রাইবোজোম
ঘ) লাইসোজোম

৬। নিচের কোনটি স্থায়ী টিস্যুর প্রকারভেদ নয়?
ক) সরল টিস্যু
খ) যৌগিক টিস্যু
গ) নিঃস্রাবী টিস্যু
ঘ) জটিল টিস্যু

৭। যে প্যারেনকাইমা টিস্যুর কোষে ক্লোরোপ্লাস্ট থাকে তাকে বলা হয়-
ক) কোলেনকাইমা
খ) অ্যারেনকাইমা
গ) ক্লোরেনকাইমা
ঘ) স্ক্লেরেনকাইমা

৮। কোলেনকাইমা টিস্যুর কোষগুলোর কোষপ্রাচীরে থাকে-
(i) সেলুলোজ
(ii) লিগনিন
(iii) পেকটিন
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৯। স্ক্লেরাইড টিস্যু দেখা যায়-
(i) নগ্নবীজী উদ্ভিদে
(ii) একবীজপত্রী উদ্ভিদে
(iii) দ্বিবীজপত্রী উদ্ভিদে
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

১০। আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্ট কীসে রূপান্তরিত হয়?
ক) ক্লোরোপ্লাস্ট
খ) ক্রোমোপ্লাস্ট
গ) উভয়ই
ঘ) কোনটিই নয়

১১। নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু নয়?
ক) মাইক্রোটিউবিউল
খ) সেন্ট্রোজোম
গ) লাইসোজোম
ঘ) ইন্টারমিডিয়েট ফিলামেন্ট

১২। প্যারেনকাইমা টিস্যুর কাজ-
(i) খাদ্য প্রস্তুত করা
(ii) খাদ্য পরিবহন করা
(iii) দৃঢ়তা প্রদান করা
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

১৩। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো-
ক) প্রোটোপ্লাজমবিহীন
খ) লিগনিনযুক্ত
গ) পুরু প্রাচীরযুক্ত
ঘ) সবগুলো

১৪। নিউক্লিওলাস থেকে কোন অঙ্গাণুটি সংশ্লেষিত হয়?
ক) মাইটোকন্ড্রিয়া
খ) রাইবোজোম
গ) গলজি বস্তু
ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

১৫। নিচের কোনটির কোষগুলো দেখতে খাটো চোঙের মত?
ক) ট্রাকিড
খ) ভেসেল
গ) জাইলেম ফাইবার
ঘ) ফ্লোয়েম ফাইবার

১৬। জাইলেম প্যারেনকাইমা এর কাজ-
(i) খাদ্য সঞ্চয়
(ii) পানি পরিবহন
(iii) দৃঢ়তা প্রদান
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

১৭। ফ্লোয়েম টিস্যুতে কোনটি থাকে না?
ক) সিভনল
খ) সঙ্গীকোষ
গ) ভেসেল
ঘ) প্যারেনকাইমা

১৮। উদ্ভিদে খাদ্যের কাঁচামাল ও পানি সরবরাহ করা কোন টিস্যুর কাজ?
ক) স্ক্লেরেনকাইমা টিস্যু
খ) তরুক্ষীর টিস্যু
গ) ফ্লোয়েম টিস্যু
ঘ) জাইলেম টিস্যু

১৯। কোনটিতে নিউক্লয়াস থাকে না?
ক) সঙ্গীকোষ
খ) সিভকোষ
গ) ফ্লোয়েম প্যারেনকাইমা
ঘ) জাইলেম প্যারেনকাইমা

২০। সঙ্গীকোষ পাওয়া যায়-
(i) ফার্ণ
(ii) ব্যক্তবীজী
(iii) গুপ্তবীজী
ক) ii খ) iii
গ) i, ii ঘ) ii, iii

২১। স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রধান কাজ-
(i) দৃঢ়তা প্রদান
(ii) পানি পরিবহন
(iii) খনিজ লবণ পরিবহন
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

২২। নিচের কোন উদ্ভিদে ট্রাকিড দেখা যায় না-
ক) মসবর্গীয় উদ্ভিদে
খ) ফার্নবর্গীয় উদ্ভিদে
গ) নগ্নবীজী উদ্ভিদে
ঘ) আবৃতবীজী উদ্ভিদে

২৩। প্রধানত কোন ধরনের উদ্ভিদের সব অঙ্গে ভেসেল দেখা যায়?
ক) ফার্নবর্গীয়
খ) নগ্নবীজী
গ) গুপ্তবীজী
ঘ) কোনটিই নয়

২৪। পাটের আঁশ কোনটির উদাহরণ?
ক) সিভনল
খ) জাইলেম ফাইবার
গ) উড ফাইবার
ঘ) বাস্ট ফাইবার

২৫। নিচের কোন ধরনের উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না?
ক) ফার্নবর্গীয়
খ) নগ্নবীজী
গ) একবীজপত্রী
ঘ) দ্বিবীজপত্রী

২৬। কোন নগ্নবীজী উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে?
ক) সাইকাস
খ) পাইনাস
গ) নিটাম
ঘ) জিটাম

২৭। ট্রাকিডের কাজ-
(i) কোষরসের পরিবহন
(ii) দৃঢ়তা প্রদান করা
(iii) খাদ্য সঞ্চয় করা
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

২৮। রোগ প্রতিরোধ করা কোনটির কাজ?
ক) লোহিত রক্ত কণিকা
খ) শ্বেত রক্ত কণিকা
গ) অনুচক্রিকা
ঘ) রক্তরস

২৯। প্রাণিটিস্যু প্রধানত কত প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

৩০। দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে-
(i) সিভনল
(ii) সঙ্গীকোষ
(iii) ফ্লোয়েম প্যারেনকাইমা
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৩১। নিচের কোনটি প্রাণিটিস্যুর প্রকারভেদ নয়?
ক) আবরণী টিস্যু
খ) পেশি টিস্যু
গ) জটিল টিস্যু
ঘ) যোজক টিস্যু

৩২। টিস্যু নিয়ে আলোচনাকে বলা হয়-
ক) হিস্টোলজি
খ) সাইটোলজি
গ) ফিজিওলজি
ঘ) এনাটমি

৩৩। নিচের কোন টিস্যুর কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান?
ক) স্কোয়ামাস
খ) কিউবয়ডাল
গ) কলামনার
ঘ) স্তম্ভাকার

৩৪। কলামনার টিস্যুর কাজ-
(i) ক্ষরণ
(ii) রক্ষণ
(iii) শোষণ
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৩৫। নিচের কোনটি ভেসেল এর কাজ?
ক) পানি ও খনিজ লবণ পরিবহন
খ) খাদ্য প্রস্তুত করা
গ) খাদ্য সঞ্চয় করা
ঘ) উৎপন্ন খাদ্য পরিবহন করা

৩৬। জাইলেম ফাইবার এর অপর নাম-
ক) বাস্ট ফাইবার
খ) উড ফাইবার
গ) ফ্লোয়েম ফাইবার
ঘ) স্টোন সেল

৩৭। উদ্ভিদের পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করা কোন টিস্যুর কাজ?
ক) জাইলেম
খ) ফ্লোয়েম
গ) ক্লোরেনকাইমা
ঘ) স্ক্লেরেনকাইমা

৩৮। আবরণী টিস্যুর কোষগুলো কয়টি ভিত্তিপর্দার উপর বিন্যস্ত থাকে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) কোনটিই নয়

৩৯। বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীরে কোন আবরণী টিস্যু পাওয়া যায়?
ক) স্কোয়ামাস
খ) কিউবয়ডাল
গ) কলামনার
ঘ) সিউডো কলামনার

৪০। এপিথেলিয়াল টিস্যুর কাজ-
(i) protection
(ii) secretion
(iii) absorption
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪১। স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ-
(i) আবরণ
(ii) পরিশোষণ
(iii) ছাঁকন
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪২। কোন টিস্যুকে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়?
ক) স্কোয়ামাস আবরণী টিস্যু
খ) কলামনার আবরণী টিস্যু
গ) স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু
ঘ) সিউডো- স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু

৪৩। যোজক টিস্যু কয় প্রকার?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ২

৪৪। কোন টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি?
ক) আবরণী টিস্যু
খ) এপিথেলিয়াল টিস্যু
গ) কানেকটিভ টিস্যু
ঘ) স্নায়ু টিস্যু

৪৫। হাইড্রার এন্ডোডার্মে পাওয়া যায়-
(i) সিলিয়াযুক্ত আবরণী টিস্যু
(ii) ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু
(iii) ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii

৪৬। ট্রাকিয়াতে কোন আবরণী টিস্যু পাওয়া যায়?
ক) ফ্লাজেলাযুক্ত
খ) স্ট্র্যাটিফাইড
গ) সিউডো- স্ট্র্যাটিফাইড
ঘ) কিউবয়ডাল

৪৭। রস নিঃসরণ করা কোন রূপান্তরিত আবরণী টিস্যুর কাজ?
ক) সিলিয়াযুক্ত আবরণী টিস্যু
খ) ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু
গ) জনন অঙ্গের আবরণী টিস্যু
ঘ) গ্রন্থি আবরণী টিস্যু

৪৮। কোন আবরণী টিস্যুর কোষগুলো মাছের আঁইশের মত চ্যাপ্টা?
ক) কলামনার
খ) স্কোয়ামাস
গ) কিউবয়ডাল
ঘ) স্ট্র্যাটিফাইড

৪৯। Transcellular transport কোন টিস্যুর অন্যতম কাজ?
ক) এপিথেলিয়াল টিস্যু
খ) কানেকটিভ টিস্যু
গ) নার্ভ টিস্যু
ঘ) পেশি টিস্যু

৫০। ঘনাকার আকৃতির আবরণী টিস্যু পাওয়া যায়-
ক) বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে
খ) বৃক্কের সংগ্রাহক নালিকায়
গ) মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে
ঘ) মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরে

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

সঠিক উত্তরঃ

১। ক; ২। গ; ৩। গ; ৪। খ; ৫। ঘ; ৬। খ; ৭। গ; ৮। খ; ৯। খ; ১০। ক; ১১। গ; ১২। ক; ১৩। ঘ; ১৪। খ; ১৫। খ; ১৬। ক; ১৭। গ; ১৮। ঘ; ১৯। খ; ২০। খ; ২১। ঘ; ২২। ক; ২৩। গ; ২৪। ঘ; ২৫। গ; ২৬। গ; ২৭। ঘ; ২৮। খ; ২৯। গ; ৩০। ঘ; ৩১। গ; ৩২। ক; ৩৩। খ; ৩৪। ঘ; ৩৫। ক; ৩৬। খ; ৩৭। খ; ৩৮। ক; ৩৯। ক; ৪০। ঘ; ৪১। খ; ৪২। গ; ৪৩। ক; ৪৪। গ; ৪৫। গ; ৪৬। গ; ৪৭। ঘ; ৪৮। খ; ৪৯। ক; ৫০। খ।

স্কোরিং শেষে ভুল উত্তরগুলোর জন্য মনখারাপ করবে না। বরং জীববিজ্ঞান বইয়ের জীবকোষ ও টিস্যু অধ্যায়টি বের করে কেন ভুল হলো উত্তরগুলো সেটা জানার চেষ্টা করবে। তাহলে সঠিক উত্তরটি তোমার মস্তিষ্কে পাকাপাকিভাবে গেঁথে যাবে। আর ভুলবে না ইনশাআল্লাহ্‌। তোমাদের ক্লাসের সকল এমসিকিউ প্রশ্ন দেখে নিতে পারো এখান থেকে


0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *

2023 © KendroBangla | All Rights Reserved